Logo
Logo
×

বিশেষ সংবাদ

দিপু ভূঁইয়ার তথ্য গোপন নিয়ে জামায়াত নেতার অভিযোগ

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ১৭ জানুয়ারি ২০২৬, ১২:০০ এএম

দিপু ভূঁইয়ার তথ্য গোপন নিয়ে জামায়াত নেতার অভিযোগ

দিপু ভূঁইয়ার তথ্য গোপন নিয়ে জামায়াত নেতার অভিযোগ

Swapno

রূপগঞ্জের অন্যতম পরিবার হিসেবে পরিচিত (ভূঁইয়া পরিবার)। কিন্তু কালের বির্বতনে এই ভূঁইয়া পরিবারের গৌরব অর্জন ইতিহাসে কালিমা লেপন করেছেন ভূঁইয়ার পরিবারের উত্তরসূরী মোস্তাফিজুর রহমান দিপু ভূঁইয়া। গত ৫ আগষ্টের পূর্বে পরবর্তীতে এই দিপু ভূঁইয়ার বিরুদ্ধে ডজনে ডজনে অভিযোগ উঠলো ও পরিবারের জোরে সব দিক থেকেই পাড় পেয়ে যেতেন তিনি।


কিন্তু এবার নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনে বিএনপি মনোনয়ন পান এই ভূঁইয়া দিপু পরবর্তীতে নির্বাচনে অংশ নিতে জেলা রিটানিং অফিসার বরাবর দালিককৃত হলফনামায় কানাডায় তার বিলাশবহুল ডুপ্লেক্স বাড়ির তথ্য গোপন রেখেও নির্বাচনে বৈধ তালিকায় এনেছেন তার নাম। ইতিমধ্যে হলফনামায় তথ্য গোপনে দিপু ভূঁইয়ার বিরুদ্ধে বাংলাদেশ নির্বাচন কমিশনার বরাবর লিখিত অভিযোগ করেছেন নারায়ণগঞ্জ-১ আসনে ১১ দলীয় জোটের প্রার্থী জামায়াত নেতা আনোয়ার হোসেন মোল্লা।


তা ছাড়াও দিপু ভূঁইয়ার বিরুদ্ধে অভিযোগ রয়েছে, গত ৫ আগষ্টের পর আওয়ামীলীগ সরকারের পতনের পর দিপু ভূইয়ার বিরুদ্ধে অভিযোগ উঠে আওয়ামীলীগের অন্যতম গডফাডার শামীম ওসমান পরিবারের সেইফ এক্সিট এবং পুরো ওসমানীয় সাম্রাজ্যের নিয়ন্ত্রণের মধ্য দিয়ে রূপগঞ্জকে রূপান্তর করে এক হত্যা, হামলা, মামলা, লুটপাট, নৈরাজ্যের নগরীতে। এভাবেই পুরো ভূইয়া পরিবারের গৌরব অর্জন ইতিহাসকে জলাঞ্জলি দিয়ে শুধু ভূঁইয়া পরিবারের উপর কালিমা লেপন করেননি দিপু ভূইয়া পুরো বিএনপিকেও কলঙ্কিত করেছিলেন।


দিপু ভূইয়া এতটা বিতর্কিত হওয়ার পরও বিএনপি তাকে আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনে মনোনীত করেন। কিন্তু নির্বাচনী মনোনয়নের হলফনামায় দিপু ভূইয়া গুরুত্বপূর্ণ তথ্য ফাঁকি দিয়ে মনোনয়ন বৈধতার এক প্রকার প্রতারণার মাধ্যমে আবারও বিএনপিকে কলঙ্কিত করেছে। দিপু ভূঁইয়ার প্রতারণার ফলে বিভ্রতকর পরিস্থিতিতে পড়তে যাচ্ছেন বিএনপি।


কারণ প্রতারণার মাধ্যমে মনোনয়ন বৈধতা পেলেও দিপু ভূঁইয়া তথ্যের ফাঁকি প্রতারণার শামিল হওয়ায় দিপু ভূঁইয়ার মনোনয়ন বাতিল হতে যাচ্ছে। এমতাবস্থায় বিএনপির দলীয় প্রার্থী হিসেবে নতুন কাউকে মনোনীত করার সুযোগ নেই। যার কারণে বিব্রতকর পরিস্থিতিতে পড়তে পারেন বিএনপি। এদিকে  আল জাজিরার অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইর সায়ের সর্বপ্রথম দিপু ভূইয়ার তথ্য গোপনের বিষয়টি চিহ্নিত করে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশের মধ্য দিয়ে আলোচনায় আনেন।


হলফনামায় যা বলেছেন দিপু ভূঁইয়া- ২০২৫-২৬ অর্থবছরের জন্য জমা দেওয়া হলফনামায় মুস্তাফিজুর রহমান ভূঁইয়া উল্লেখ করেছেন যে, বিদেশে তার কোনো সম্পদ নেই এবং তিনি অন্য কোনো দেশের নাগরিক নন। তিনি নিজেকে শতভাগ দেশপ্রেমিক হিসেবে উপস্থাপন করে রূপগঞ্জের মানুষের সেবা করার প্রতিশ্রুতি দিয়েছেন। হলফনামা অনুযায়ী, তার স্থাবর সম্পদ কেবল রূপগঞ্জ ও ঢাকার কাকরাইল কেন্দ্রিক।


বাস্তবতা: টরন্টোর ‘৩ আরভিংটন ক্রেসেন্ট’ কানাডিয়ান প্রপার্টি ট্যাক্স বিল এবং মালিকানা দলিল (ঞরঃষব ওহভড়ৎসধঃরড়হ) বলছে ভিন্ন কথা। টরেন্টোর অভিজাত এলাকা '৩ আরভিংটন ক্রেসেন্ট' (৩ ওজঠওঘএঞঙঘ ঈজঊঝ, ঞড়ৎড়হঃড়, ঙঘ গ২ঘ২ণই) -এ একটি বিশাল ডুপ্লেক্স বাড়ি রয়েছে দিপু ভূঁইয়া ও তার স্ত্রী ইয়াসমিন ইসমাইলের নামে। মালিকানার ধরন: নথি অনুযায়ী এটি 'জয়েন্ট টেন্যান্টস' (ঔড়রহঃ ঞবহধহঃং) মালিকানাধীন। অর্জিত মূল্য: ২০১৫ সালে বাড়িটি ৮ লাখ ৬০ হাজার কানাডিয়ান ডলারে কেনা হয়েছিল। বর্তমান মূল্য: বর্তমানে এই প্রপার্টির আনুমানিক মূল্য প্রায় ১৩ লাখ কানাডিয়ান ডলার (বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ১০ কোটি টাকার উপরে)।


ট্যাক্স ফাইল: ২০২৫ সালের মে মাসে টরন্টো মিউনিসিপ্যালটির পাঠানো ট্যাক্স বিলে দেখা যায়, এই প্রপার্টির জন্য ৭,৪৫০.৩৮ ডলার ট্যাক্স ধার্য করা হয়েছে, যার মালিক হিসেবে স্পষ্টতই মুস্তাফিজুর রহমান ভূঁইয়ার নাম রয়েছে।


লুকানো নাগরিকত্ব ও নৈতিকতা: কানাডায় বাড়ি কেনা এবং সেখানে নিয়মিত ট্যাক্স পরিশোধের প্রক্রিয়াটি সাধারণত দেশটির নাগরিক বা স্থায়ী বাসিন্দাদের (চজ ঐড়ষফবৎ) জন্য সহজ। হলফনামায় নাগরিকত্বের তথ্য আড়াল করা কেবল ভোটারদের সাথে প্রতারণা নয়, বরং রাষ্ট্রীয় আইনের চরম লঙ্ঘন।
দিপু ভূইয়া হলফনামায় আরও উল্লেখ করেছিলেন: দিপু ভূইয়ার ব্যবসা খাত থেকে বাৎসরিক আয় ১৭ লাখ ৪৮ হাজার ৬৪০ টাকা। এছাড়া বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে ব্যবস্থাপনা পরিচালক হিসেবে তাঁর বাৎসরিক আয় দেখানো হয়েছে ১৮ লাখ টাকা।


তিনি নিজের কাছে নগদ অর্থ হিসেবে ১৩ লাখ ৯৩ হাজার ৩৭০ টাকা এবং তাঁর স্ত্রীর কাছে নগদ রয়েছে ১৬ লাখ ৮০ হাজার ৭৯৫ টাকা। ব্যাংকে দিপু ভূইয়ার জমা রয়েছে ২৮ লাখ ৯৪ হাজার ১৯০ টাকা এবং স্ত্রীর নামে রয়েছে ৩ লাখ ৫ হাজার ৩৭৫ টাকা। দিপু ভূইয়ার মালিকানায় দেড় কোটি টাকা মূল্যের একটি ব্যক্তিগত গাড়ি রয়েছে। এছাড়া তাঁর স্ত্রীর নামে রয়েছে ৭৯ লাখ টাকা মূল্যের আরেকটি গাড়ি। অস্ত্র হিসেবে তাঁর কাছে ৯০ হাজার টাকা মূল্যমানের একটি একে-২২ ধরনের আগ্নেয়াস্ত্র রয়েছে।


স্থাবর সম্পদের হিসাবে তিনি ৫ শতক জমির ওপর নির্মিত একটি ডুপ্লেক্স বাড়ির কথা উল্লেখ করেছেন। হলফনামা অনুযায়ী তাঁর মোট স্থাবর সম্পদের পরিমাণ ৪ কোটি ৩৪ লাখ ৯৮ হাজার ৯২১ টাকা। আইনগত অবস্থান প্রসঙ্গে হলফনামায় উল্লেখ করা হয়, দিপু ভূইয়ার বিরুদ্ধে মোট ২৭টি মামলা রয়েছে। হলফনামার তথ্য অনুযায়ী, দিপু ভূঁইয়া এবং তার প্রতিষ্ঠানগুলোর নামে ইসলামী ব্যাংক, ডাচ-বাংলা ব্যাংক এবং প্রিমিয়ার ব্যাংকসহ বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানে প্রায় শত কোটি টাকার উপরে ঋণ করেছেন।


এদিকে আল জাজিরার অনুসন্ধানী সাংবাদিক জুলকার নাইন সায়ের দাবি করেছিলেন, নারায়ণগঞ্জ-১ আসনে বিএনপির মনোনীত প্রার্থী মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু কানাডায় কোটি টাকার একটি বাড়ির মালিক হলেও, তা তিনি নির্বাচন কমিশনে দাখিল করা হলফনামায় উল্লেখ করেননি। তার অনুসন্ধান অনুযায়ী, মুস্তাফিজুর রহমান ভূঁইয়া ও তাঁর স্ত্রী ইয়াসমিন ইসমাইল যৌথভাবে কানাডার নর্থ ইয়র্ক, টরন্টো এলাকায় প্রায় ১.৬ মিলিয়ন কানাডিয়ান ডলার (বাংলাদেশি টাকায় প্রায় ১৪ কোটি) মূল্যের একটি বাড়ির মালিক।


২০১৫ সালের ২৭ নভেম্বর তাঁরা ওই বাড়িটি ক্রয় করেন। এছাড়া ২০২৫ সালের মে মাসে উক্ত বাড়ির প্রোপার্টি ট্যাক্স দিপু ও তাঁর স্ত্রী পরিশোধ করেছেন বলেও দাবি করেন জুলকার নাইন। তাঁর পোস্টে বাড়ির ট্যাক্স রসিদ ও অন্টারিও ল্যান্ড রেজিস্ট্রি অফিস থেকে সংগৃহীত মালিকানা দলিলের কপি সংযুক্ত করা হয়েছে। জুলকার নাইন আরও জানান, এ বিষয়ে জানতে তিনি মঙ্গলবার রাতে প্রার্থী মুস্তাফিজুর রহমান ভূঁইয়ার সঙ্গে যোগাযোগ করেন। তবে দিপু কানাডায় কোনো বাড়ি থাকার বিষয়টি সম্পূর্ণ অস্বীকার করেন। তিনি বলেন, “আমার স্ত্রী-সন্তান কানাডায় থাকতো, সন্তানরা সেখানে পড়াশোনা করতো, কিন্তু সেখানে আমার কোনো বাড়ি নেই।”


এদিকে নির্বাচন কমিশন বরাবর অভিযোগের মূল অংশে আনোয়ার মোল্লা উল্লেখ করেন, হলফনামায় দ্বৈত নাগরিকত্ব ও কানাডায় নিজ নামে ও স্ত্রীর নামে থাকা স্থাবর সম্পত্তির তথ্য গোপন করা স্বত্ত্বেও সংসদীয় আসন ২০৪, নারায়ণগঞ্জ আসনে মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু প্রতিপক্ষ তথা বাংলাদেশ জাতীয়তাবাদী দল আবেদনে যথাযথ যাচাই বাছাই করিতে আইনত বাধ্য। কিন্তু ১নং প্রতিপক্ষ অন্যান্য কাগজপত্রাদি তাৎক্ষনিক উপস্থাপন ও সরবরাহ করিলেও সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা তা আমলে না নিয়ে বে-আইনী ও অবৈধভাবে ২নং প্রতিপক্ষের মনোনয়নটি বৈধ ঘোষনা করেন।


ফলে, ন্যয় বিচারের স্বার্থে সংশ্লিষ্ট নারায়ণগঞ্জ জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা কর্তৃক সংসদীয় আসন ২০৪,নারায়ণগঞ্জ-০১ আসনে ২নং প্রতিপক্ষের গত বছরের ২৯ ডিসেম্বর তারিখে ২নং প্রতিপক্ষের মনোনয়নপত্র বৈধ ঘোষনার আদেশ রদ-রহিত ও বাতিল পুর্বক, তাহা অবৈধ ও বাতিল ঘোষনা হওয়া আবশ্যক। জঊখওঅঘঈঊ ওঘঞঊজওঙজ ওঘঈ. ব্যবসায়ীক সার্টিফিকেট কপি সংযুক্ত। যেহেতু ২নং প্রতিপক্ষের দাখিলকৃত হলফনামায় তিনি দ্বৈত নাগরিকত্ব, কানাডায় অবস্থিত সম্পত্তি ও ব্যবসায় সংক্রান্ত যাবতীয় তথ্য গোপন করিয়াছেন।


ফলে, গণপ্রতিনিধিত্ত্ব আদেশ ১৯৭২(সংশোধিত) এর অনুচ্ছেদ ১৪ এর অনুসরণে ২নং প্রতিপক্ষের দাখিলকৃত মনোনয়নপত্রটি আইনত বাতিলযোগ্য এবং ন্যায়তঃ বাতিল মর্মে ঘোষনা হওয়া আবশ্যক। যেহেতু ২নং প্রতিপক্ষের মনোনয়নটি যথাযথ যাচাই বাছাই হয় নাই। ফলে রিটার্নিং কর্মকর্তার আদেশটি অবৈধ, পক্ষপাত মুলক ও বে-আইনী এবং ন্যায় বিচারের পরিপন্থী হইয়াছে। এমতাবস্থায়, অত্র আপীলকারীর সংযুক্তির কাগজ-পত্রাদি যাচাইয়ান্তে সংসদীয় আসন ২০৪, নারায়ণগঞ্জ আসনে ২নং প্রতিপক্ষ তথা বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র প্রার্থী জনাব মুস্তাফিজুর রহমান ভূঁইয়া এর দাখিলকৃত মনোনয়ন বৈধ ঘোষনা হওয়ার আদেশ রদ-রহিত ও বাতিল পুর্বক ২নং প্রতিপক্ষের প্রার্থিতা অবৈধ ও বাতিল মর্মে ঘোষনা করতঃ


আগামি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২নং প্রতিপক্ষ প্রতিদ্বন্দ্বীতা করার অযোগ্য মর্মে ঘোষনা প্রদান একান্ত আবশ্যক । নিয়ে, প্রয়োজনে সংশ্লিষ্ট রির্টানিং কর্মকর্তার দপ্তর হইতে মূল নথি তলবাস্তে অত্র আপীলটি নিষ্পত্তি করত সংসদীয় আসন ২০৪, নারায়ণগঞ্জ আসনে ২নং প্রতিপক্ষ তথা বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র প্রার্থী জনাব মুস্তাফিজুর রহমান ভূঁইয়া এর ২৯ ডিসেম্বর দাখিলকৃত ও ১নং প্রতিপক্ষের ৪ জানুয়ারী প্রকাশিত ২নং প্রতিপক্ষের মনোনয়ন বৈধ ঘোষনা হওয়ার আদেশ রদ-রহিত ও বাতিল পুর্বক ২নং প্রতিপক্ষের প্রার্থিতা অবৈধ ও বাতিল মর্মে ঘোষনা করত আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২নং প্রতিপক্ষ প্রতিদ্বন্ধীতা করার অযোগ্য মর্মে ঘোষনা দিতে সদয় মর্জি হয়।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন