খালেদা জিয়ার মৃত্যুতে গিয়াস উদ্দিনের পক্ষ থেকে গভীর শোক জানিয়েছেন বিল্লাল
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ৩০ ডিসেম্বর ২০২৫, ১২:০০ এএম
খালেদা জিয়ার মৃত্যুতে গিয়াস উদ্দিনের পক্ষ থেকে গভীর শোক জানিয়েছেন বিল্লাল
বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে নারায়ণগঞ্জ আর আসনে সাবেক সংসদ নারায়নগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিনের পক্ষ থেকে গভীর শোক জানিয়েছেন কুতুবপুর ইউনিয়ন বিএনপির সভাপতি বিল্লাল হোসেন ।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকাল ৬টায় ফজরের ঠিক পরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সেদিনই তার মৃত্যুর খবরে মহানগর বিএনপি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে শোকবার্তা প্রকাশ করেন।
এ সময় কুতুবপুর ইউনিয়ন বিএনপির সভাপতি বিল্লাল হোসেন গভীর শোক বার্তা জানিয়ে বলেন, গনতন্ত্রের মা, আজীবন যিনি দেশ, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, দেশের গণতন্ত্র, মানুষের অধিকার নিয়ে কাজ করেছেন, সেই দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছি।
তার মৃত্যুতে জাতি তার পরিক্ষিত অভিভাবক হারালো ,আর আমরা হারালাম আমাদের মাকে যিনি দীর্ঘ বছর ধরে আমাদের মাথার উপর ছায়া হয়ে পথ প্রদর্শন করেন। তার মৃত্যুতে দেশ ও জাতীর যে ক্ষতি হলো তা পূরণ হওয়ার নয়।
দেশ, জাতি, দেশের মানুষ এবং গনতন্ত্রের জন্য আজীবন তার অবদান জাতি আজীবন শ্রদ্ধা ভরে স্বরণ রাখবে। মহান আল্লাহ তায়ালা তার জীবনের ভূল ক্রুটি ক্ষমা করে তাকে বেহেস্ত নসিব করুন। আমিন।
উল্লেখ্য, এর আগে নতুন করে নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে গত ২৩ নভেম্বর রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হয়েছিলেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। ফুসফুস ও হৃদযন্ত্রের গুরুতর সংক্রমণ নিয়ে এক মাসের বেশি সময় ধরে হাসপাতালটি চিকিৎসাধীন ছিলেন
পরবর্তীতে গতকাল সোমবার (২৯ ডিসেম্বর) রাতে তার অবস্থা অত্যন্ত সংকটাপন্ন হয়ে উঠলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, তার স্ত্রী ডা. জুবাইদা রহমান, মরহুম আরাফাত রহমান কোকোর স্ত্রী শাপলা রহমান এবং বেগম জিয়ার ছোট ভাইসহ অনেক আত্মীয়-স্বজন হাসপাতালে যান তাকে দেখতে।
তারেক রহমান, তার স্ত্রী ও কন্যা জাইমা রহমান রাত ২টা পর্যন্ত এভারকেয়ার হাসপাতালে ছিলেন বলে জানান ডা. জাহিদ। পরবর্তীতে এক মাসের বেশি সময় ধরে হাসপাতালটি চিকিৎসাধীন থেকে মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকাল ৬টায় ফজরের ঠিক পরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের আইসিউতে পৃথিবীর যাত্রা শেষ করলেন।


