১০ মাসে ফতুল্লা থানাতেই পাঁচ শতাধিক মামলা
# যার মধ্যে ২২ টি হত্যা ও ২৩ টি ধর্ষণ
# পারিবারিক কলহ নির্যাতনের মামলাও প্রায় অর্ধ শতাধিক
নারায়ণগঞ্জ জেলার মধ্যে ফতুল্লা এলাকাটি এই জেলার মধ্যে অনেক গুরুত্ব রয়েছে। বিশেষ করে এই ফতুল্লা শিল্প নগরী হিসেবে পরিচিত। জীবন জীবিকা নির্বাহের জন্য এই ফতুল্লাকে বেছে নেয় দেশের বিভিন্ন প্রান্তের মানুষ। তবে ইতিহাস ঐতিহ্য ভরা এই ফতুল্লা থানা এড়িয়াটি বিভিন্ন সময় বিভিন্ন অপকর্মের মাধ্যমে আলোচনায় আসে। শুধুমাত্র ফতুল্লা এলাকাতেই প্রায় ২০ লক্ষ মানুষের বসবাস।
সাম্প্রতিক সময়ে বেশ কয়েকটি হত্যাকান্ড সহ নানান কারনে আলোচনায় আসছে। মাদক, সন্ত্রাস, চাদাবাজি, ধর্ষণ, গুম খুন সহ নানান অপকর্ম। বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ড হলেও আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে নেয়া হচ্ছে না তেমন পদক্ষেপ। শুধু তাই নয় ফতুল্লা থানায় রুজুকৃত মামলা গত ১০ মাসে হয়েছে ৫০৩ টি। যার মধ্যে দেখা গেছে এ থানাতেই ১০ মাসে হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে ২২ টি এবং ধর্ষণ হয়েছে ২৩ টি। আর এই শতাধিক মামলার মধ্যে চুরি,ছিনতাই, ডাকাতি, দস্যুতা অস্ত্র, আত্মহত্যা সহ পারিবারিক মামলা। বিশেষ করে এই দশ মাসে সবচেয়ে বেশি মামলা হয়েছে অক্টোবর মাসে তার মামলা সংখ্যা ৬৫ এর উপরে। সবথেকে কম মামলা হয়েছে ফেব্রুয়ারি মাসে যার মামলা সংখ্যা ৩১ টি।
তবে ১ বছরের কম সময়ে ফতুল্লা থানায় এতো মামলা যা অনেকেই মনে করছেন অপরাধীরা আইনশৃঙ্খলা বাহিনীকে তোয়াক্কা না করেই বিভিন্ন অপকর্ম করে যাচ্ছে। শুধু তাই নয় মামলা হলেও আবারো জামিনে বের হয়ে অপকর্মে লিপ্ত হচ্ছে। ফতুল্লা থানা অপরাধীদের নিয়ন্ত্রণে রাখতে ফতুল্লা থানা পুলিশের চেষ্টা কমতি না থাকলেও। দিন দিন অপরাধীদের সংখ্যা বেড়েই চলছে।
বিশেষ করে এই এলাকায় মাদক ও কিশোরকে নিয়ন্ত্রণ করতে অনেকটাই ব্যর্থতার পরিচয় দিচ্ছে। যার কারনে ফতুল্লার বিভিন্ন এলাকাতে প্রকাশ্যে মাদক বিক্রির খবর পাওয়া যায়। তবে কোন ভাবেই নিয়ন্ত্রণ করা সম্ভব হচ্ছে না। প্রশাসনের এমন দুর্বলতা থাকলে দিন দিন ফতুল্লা অপকর্ম বেড়েই চলবে।


