Logo
Logo
×

বিশেষ সংবাদ

দেড় যুগেও তোলারাম কলেজের ছাত্র সংসদ নির্বাচন নেই

Icon

যৃুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০২৫, ১২:০০ এএম

দেড় যুগেও তোলারাম কলেজের  ছাত্র সংসদ নির্বাচন নেই

দেড় যুগেও তোলারাম কলেজের ছাত্র সংসদ নির্বাচন নেই

Swapno

প্রায় দেড় যুগের বেশি সময় অতিবাহিত হয়েছে নারায়ণগঞ্জ সরকারি তোলারাম কলেজের ছাত্র সংসদ নির্বাচন হয় না। ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্রসংসদ নির্বাচন হওয়ায় নারায়ণগঞ্জের তোলারাম কলেজের শিক্ষার্থীদের মাঝে আশা আলো জেগেছে। এখানকার শিক্ষার্থীরা ১৬ বছরের অন্ধকার ভেঙে আলোর মুখ তৈরী করতে চান। আর এজন্য সর্বস্তরের ছাত্র সংগঠন থেকে শুরু করে শিক্ষার্থীরা তোলারাম কলেজের ছাত্র সংসদ নির্বাচনের দাবী জানিয়েছে।  


এদিকে ছাত্র সংসদ রাজনীতিতে নেতৃত্ব তৈরিতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ছাত্র সংসদ নির্বাচনের মাধ্যমে শিক্ষার্থীরা নেতৃত্ব, গণতন্ত্র, এবং বিভিন্ন সাংগঠনিক দক্ষতা অর্জন করে থাকে। এটি তাদের মধ্যে নেতৃত্বের গুণাবলী বিকাশে সহায়তা করে। ছাত্র সংসদ নির্বাচনের প্রক্রিয়া শিক্ষার্থীদের মধ্যে গণতন্ত্রের ধারণা দেয় এবং তাদের রাজনৈতিক সচেতনতা বৃদ্ধি করে। শিক্ষার্থীদের নেতৃত্ব দেওয়ার এবং সমস্যা সমাধানের জন্য প্রস্তুত করে তোলে।


তথ্যমতে, বিভিন্ন ছাত্র সংগঠনও ছাত্র সংসদ নির্বাচনে অংশ নেয়, যা শিক্ষার্থীদের মধ্যে রাজনৈতিক আলোচনা ও বিতর্কের পরিবেশ তৈরি করে। সংক্ষেপে বলা যায়, ছাত্র সংসদ শিক্ষার্থীদের মধ্যে নেতৃত্ব, গণতন্ত্র, এবং সাংগঠনিক দক্ষতা বিকাশে সহায়ক।


অপরদিকে যখনি যারা ক্ষমতায় এসেছে তাদের ছাত্র সংগঠন ক্ষমতাকে কুক্ষিগত করার জন্য, ক্যাম্পাসগুলোতে ত্রাসের রাজত্ব তৈরি করতে এবং দখলদারির মাধ্যমে দলদাস লেজুড়বৃত্তিক ছাত্র রাজনীতি চালু করেছে। ফলে জাতীয় নেতৃত্ব তৈরির কারখানা ডাকসু ও সারা দেশের ছাত্র সংসদ নির্বাচনের অগ্রযাত্রা ব্যাহত হয়েছে। একইভাবে নারায়ণগঞ্জ তোলারাম কলেজের ছাত্র সংসদের নির্বাচন হয় হয় নাই প্রায় দেরযুগ ধরে। আর এতে করে নারায়ণগঞ্জে তেমন কোন নেতৃত্ব তৈরী হয় নাই। সরকারি দল মনে নির্বাচন দিলে বিরোধী দলগুলো সক্রিয় হতে শুরু করবে। যা সরকারি দল নিজেদের জন্য হুমকি বলে মনে করে। ফলে তারা কোনো ঝুঁকি নিতে চায় না ছাত্র সংসদ নির্বাচন দিতে।


জানা যায়, সর্বশেষ ২০০৪ সালের ১৬ অক্টোবর তোলারাম কলেজে ছাত্র সংসদ নির্বাচন হয়। যদিও ওই নির্বাচনে ছাত্রলীগ অংশগ্রহণ না করায় বেশ বির্তকের জন্ম নিয়েছিলো। তবে ওই সময়ে এককভাবে নির্বাচিত হন রাজীব-শাহ আলম পরিষদ। এরপর কলেজটিতে আর নির্বাচিত নেতৃত্ব আসেনি। ছাত্র সংসদ নির্বাচনে শিক্ষার্থীদের রাজনীতিতে অংশগ্রহণের সুযোগও তৈরি হয়। তাঁদের মধ্য থেকেই কেউ কেউ রাজনীতির অঙ্গনে প্রবেশ করেন।

তাছাড়া নারায়ণগঞ্জ সরকারি তোলারাম কলেজে নেই উন্নত পাঠাগার, কেন্টিন থাকলেও রাজনৈতিক কারনে তা বন্ধ হয়ে রয়েছে। বিশুদ্ধ খাবার পানির ব্যবস্থা নেই কলেজটিতে। তারপরেও শিক্ষার্থীদের দৈনন্দিন জীবনের এসব সমস্যা সমাধানে তেমন কোন ভূমিকা রাখছে না সরকারি তোলারাম কলেজ ছাত্র সংসদ। করা হয়নি বার্ষিকীসহ বিভিন্ন ধরনের প্রকাশনার ব্যবস্থাও । কোন দিন দেখা যায়নি কর্তৃপক্ষের ওপর চাপও সৃষ্টি করতে। তবে বিগত সময়ে ছাত্র সংসদকে দখল করে লুটপাট চালিয়েছে শামীম ওসমানের সাম্রাজ্যের সদস্য নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতা হাবিবুর রহমান রিয়াদ। তারপরেও প্রায় ১ যুগের বেশি সময় ছাত্র সংসদ ক্ষমতাসীন দলের অঙ্গ সংগঠন ‘ছাত্রলীগের দখলে ছিল।


রাজনৈতিক বোদ্ধাদের মতে, ছাত্র সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোতে জবাবদিহির রাজনীতির যে তাগিদ, সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে নেতৃত্বপ্রত্যাশীদের যোগাযোগ তৈরির যে সুযোগ এবং সাধারণ শিক্ষার্থীদের রাজনীতির বিষয়ে উৎসাহের যে প্রাণন্ত ধারা তৈরি হয়, সেটি কেবল শিক্ষার্থীদের জন্যই নয়, সামগ্রিকভাবে রাজনীতির জন্যই ইতিবাচক।

 

নারায়ণগঞ্জ তোলারাম কলেজেরে অধ্যক্ষ বিমল সরকার পরির্তন হওয়ার পর যখন বিভিন্ন ছাত্র সংগঠন গুলো তোলারাম কলেজের ছাত্র সংসদ নির্বাচন দেয়ার দাবী জানান তখন আমরা তাদের জানিয়ে দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা ছাড়া নির্বাচন দেয়ার এখতিয়ার আমাদের নেই। আমরা নির্বাচন দিতে প্রস্তুত রয়েছি। সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে নির্দেশনা আসলে আমরা নির্বাচন দিয়ে দিব।


নারায়ণগঞ্জ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নেতৃত্ব প্রদানকারী তোলারাম কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী আমিনুল ইসলাম জানান, একজন ছাত্রনেতা হলেন এমন যেকোনো ছাত্র যিনি তার সহপাঠীদের ইতিবাচকভাবে প্রভাবিত করেন। একজন ছাত্রনেতা তাদের আদর্শ শিক্ষাগত দায়িত্বের বাইরেও এমনভাবে কাজ করেন যা তাদের সম্প্রদায়কে প্রভাবিত করে। যেকোনো বয়সের শিক্ষার্থীদের মধ্যে নেতৃত্ব গড়ে তোলা যেতে পারে। নেতৃত্বের দক্ষতা শিক্ষার্থীদের দীর্ঘমেয়াদী সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়ায় পরিচালিত করে। আর এজন্য সরকারি তোলারাম কলেজের ছাত্র সংসদ নির্বাচন দিতে হবে। তাছাড়া ৫২ ভাষা আন্দোলন থেকে শুরু করে প্রতিটি আন্দোলনে নারায়ণগঞ্জ সরকারি তোলারাম কলেজের শিক্ষার্থীরা অগ্রনী ভুমিকা পালন করেছে। তারই ধারাবাহিকতায় ২০২৪ সনে আওয়ামী লীগের পতনে নারায়ণগঞ্জ তোলারাম কলেজ সহ অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অগ্রনী ভুমিকা রাখেন। আগামীতেও রেখে যাবে।  


নারায়ণগঞ্জ মহানগর ছাত্র শিবিরের সেক্রেটারি অমিত হাসান জানান, ছাত্র নেতৃত্ব তৈরীর জন্য সবচেয়ে বেশি অগ্রনী ভুমিকা পালন কলেজ বিশ্ব বিদ্যালয়ের ছাত্র সংসদ। কেননা এখান থেকে ছাত্র নেতৃত্ব গড়ে উঠে। আর এজন্য ছাত্র সংসদ নির্বাচন হওয়া প্রয়োজন।  

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন