Logo
Logo
×

বিশেষ সংবাদ

আসন পুনর্বিন্যাসে জটিলতায় ফতুল্লাকে নাসিকে অন্তর্ভুক্তি

Icon

ইফতি মাহমুদ

প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২৫, ১২:০০ এএম

আসন পুনর্বিন্যাসে জটিলতায় ফতুল্লাকে নাসিকে অন্তর্ভুক্তি

আসন পুনর্বিন্যাসে জটিলতায় ফতুল্লাকে নাসিকে অন্তর্ভুক্তি

Swapno
আসন পুনর্বিন্যাসকে কেন্দ্র করে বহু জল্পনা কল্পনা নাটকীয়তা শেষে ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে ৩৯টি আসন পুনর্বিন্যাসের চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। সেই সাথে নারায়ণগঞ্জের তিনটি আসন নারায়ণগঞ্জ-৩,৪,৫ এসকল আসনের নির্বাচনী এলাকার পরিবর্তন করা হয়েছে। নারায়ণগঞ্জের পুনর্বিন্যাস হওয়া তিন আসনের মধ্যে দুটি আসনের মধ্যে রয়েছে নারায়ণগঞ্জের সিটি এলাকা। তবে একটি আসন নারায়ণগঞ্জ-৪ পূর্বে (ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ) এলাকা নিয়ে গঠিত হলেও বর্তমান শুধুমাত্র ফতুল্লা এলাকা নিয়ে গঠিত। তবে পূর্র্বে নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ) একত্রে থাকাবস্থায় সিদ্ধিরগঞ্জ এলাকাটি সিটি করপোরেশনের আওতাভুক্ত হওয়ায় শহর লগোয়া ফতুল্লা থানাকে সিটি করপোরেশনের আওতাভুক্ত করার লক্ষ্যে স্থানীয় রাজনৈতিকবীদ, জনপ্রতিনিধি, বিভিন্ন নাগরিক সামাজিক সংগঠনের পক্ষ থেকে মন্ত্রণালয়ে আবেদন এবং সিটি করপোরেশনে স্মামরকলিপি প্রদান করা হয়েছে। কিন্তুআসন পুনর্বিন্যাসে নারায়ণগঞ্জ-৪ আসনে সদর থানার দুটি ইউনিয়ন অন্তর্ভূক্ত করে ৭টি ইউনিয়নের সমন্বয়ে নারায়ণগঞ্জ-৪ আসনটি ফতুল্লা এলাকা নিয়ে গঠন করা হয়েছে। নারায়ণগঞ্জের তিনটি আসন পুনর্বিন্যাসের চূড়ান্ত সীমানা নির্ধারণের মধ্য দিয়ে ধামাচাপা পড়ে গেল ফতুল্লাকে সিটি করপোরেশনে অন্তর্ভূক্ত করার কার্যক্রম। সেই সাথে তিনটি আসনের সীমানা পরিবর্তন করায় ফতুল্লাকে সিটি করপোরেশনে অন্তর্ভূক্ত করা অনেকটা জটিল হয়ে গিয়েছে। সূত্র বলছে, নারায়ণগঞ্জের ২৭টি ওয়ার্ড নিয়ে সিটি করপোরেশন এলাকা গঠিত এরমধ্যে সংসদীয় আসনগুলোর বর্তমানে সদর থানা,বন্দর থানা,সিদ্ধিরগঞ্জ থানা এই তিনটি এলাকার মধ্যে সিটি করপোরেশন এলাকা রয়েছে এবং এসকল এলাকার সংসদীয় আসন হচ্ছে নারায়ণগঞ্জ-৩,৫ আসন। সীমানা পুনর্বিন্যাসের পূর্বে এই সংসদীয় আসন ছিল নারায়ণগঞ্জ-৪,৫। নারায়ণগঞ্জ-৪ আসনটি (ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ) এলাকা নিয়ে সেসময় থাকায় সিদ্ধিরগঞ্জ এলাকাটি সিটি করপোরেশনের অন্তর্ভূক্ত থাকায় ফতুল্লাকেও সিটি করপোরেশনের অন্তর্ভূক্ত করার তীব্র দাবি জানিয়ে আসছিলেন ফতুল্লার স্থানীয় রাজনৈতিকবীদ,জনপ্রতিনিধি, বিভিন্ন নাগরিক সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ। ফতুল্লা সিটি করপোরশনের অন্তর্ভূক্ত করার অন্যতম কারণ হচ্ছে নারায়ণগঞ্জ শহর এবং জেলার সকল সরকারী দপ্তরগুলো ফতুল্লা এলাকায় সেই সাথে দেশের অন্যতম বাণিজ্যিক এলাকা ফতুল্লা এবং সেই সাথে বৃহৎ জনগোষ্ঠীর বসবাস। তাছাড়া ফতুল্লা বছর জুড়েই জলবদ্ধতায় নাকাল থাকে যার ফলে জনদুর্ভোগ তথা দেশের অন্যতম বাণিজ্যিক এলাকা হওয়ায় দেশের অর্থনীতিতেও প্রভাব ফেলে। যার কারণে ফতুল্লাকে সিটি করপোরেশনের অন্তর্ভূক্ত করার অন্যতম অর্থবহন করে। এদিকে আওয়ামীলীগের শাসন আমলে তৎকালীন সিটি মেয়র আইভী ফতুল্লাকে সিটি করপোরেশনের অন্তর্ভূক্ত করার জন্য প্রচেষ্টা চালিয়েছিলেন। কিন্তু আওয়ামীলীগ সরকারের পতনের পর নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সাংসদ ফতুল্লা থানার পাঁচটি এলাকাকে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনে অন্তর্ভূক্ত করতে স্থানীয় সরকারের পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ের উপদেষ্টা এএফ হাসান আরিফের নিকট চিঠি প্রেরণ করেন। চিঠিতে বলা হয়, রাজধানী ঢাকা সংলগ্ন ফতুল্লা থানা এলাকা, যা নারায়ণগঞ্জ সদর উপজেলার অন্তর্গত একটি শিল্প ও বাণিজ্য অধ্যুষিত অঞ্চল। পূর্বে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন, পশ্চিম বুড়িগঙ্গা ও ধলেশ্বরী নদী, উত্তরে রাজধানী ঢাকা এবং দক্ষিণে মুন্সিগঞ্জ। এখানে ছোট-বড় মিলিয়ে অন্তত সাড়ে ৮শ শিল্পপ্রতিষ্ঠান রয়েছে। এসব প্রতিষ্ঠানে অন্তত দশ লাখ মানুষের কর্মসংস্থান। এখান থেকে প্রায় প্রতিবছর হাজার হাজার কোটি টাকার পণ্য বিদেশে রপ্তানি করা হয়। বাংলাদেশ সরকার এখান থেকে বিপুল পরিমাণ রাজস্ব পেয়ে থাকে। যা দেশের অর্থনীতিতে উল্লেখযোগ্য ভূমিকা রাখে। ৬৫ বর্গকিলোমিটার আয়তনের ফতুল্লা থানা দেশের অন্যতম জনবহুল শিল্প ও বাণিজ্যিক এলাকা। এলাকার জনসংখ্যা প্রায় ২০ লাখেরও অধিক। এখানে রয়েছে জেলা প্রশাসক, পুলিশ সুপার, এলজিইডি, গণপূর্ত, বিআরটিএ, জেলা পুলিশ লাইন, আদালত, জেলখানা, সাবরেজিষ্ট্রি, শিক্ষা অফিসসহ বিভিন্ন সরকারি ও আধা সরকারি গুরুত্বপূর্ণ প্রশাসনিক দপ্তর। তথাপি এখানকার রাস্তা-ঘাট, ড্রেনেজ ব্যবস্থাসহ মানুষের জীবন মানোন্নয়নে প্রয়োজনীয় ব্যবস্থা অদ্যাবধি গড়ে উঠে নাই। গিয়াসউদ্দিনের এই আবেদনের পর মন্ত্রনালয় থেকে তেমন ফতুল্লাকে সিটি করপোরেশনের অন্তর্ভূক্ত করার কোন প্রকার কার্যক্রম লক্ষ্য করা যায়নি। এছাড়া ফতুল্লার কুতুবপুর ইউনিয়নকে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনে অন্তর্ভুক্ত করার দাবিতে স্মারকলিপি প্রদান করেছে কুতুবপুর ইউনিয়ন নাগরিক কমিটি। ২০২৪ সালের ৯ অক্টোবর সকালে সিটি কর্পোরেশন সচিব (উপ-সচিব) মো. নূর কুতুবুল আলম এ স্মারকলিপি গ্রহন করেন। এরআগে স্মারকলিপি প্রদানের পূর্বে এক সংক্ষিপ্ত সমাবেশে নেতৃবৃন্দ বলেন, ফতুল্লা থানার কুতুবপুর ইউনিয়নে জনসংখ্যা প্রায় ৫ লক্ষ এবং ভোটার সংখ্যা ১ লক্ষ ৯০ হাজার। এখানে সড়ক পথ রেলপথ ও নৌপথ চালু রয়েছে। এই এলাকায় চাষাবাদের জন্য পাকিস্তান সরকার এক সময় ইরিগেশন প্রজেক্ট চালু করে, যা ডিএনডি প্রকল্প নামে পরিচিত। ঢাকার পাশর্^বর্তী এলাকা হওয়ায় কালের আবর্তে এখানে লক্ষ লক্ষ মানুষের বসতি গড়ে ওঠে। এখানে বহুতল ভবন, স্কুল, কলেজ, মাদ্রাাসা, বিশ^বিদ্যালয়, সরকারী আধা সরকারী অফিস আদালতসহ বিভিন্ন প্রতিষ্ঠান গড়ে উঠেছে। দেশের শীর্ষ গার্মেন্টস সেক্টর ও বিভিন্ন ভারি শিল্প কলকারখানা রয়েছে। প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ এখানে যাতায়াত করে। সুপেয় খাবার পানি ও ময়লা আবর্জনা অব্যবস্থাপনার কারনে পরিবেশ দুষন ও মশাবাহিত রোগ বালাই বৃদ্ধি পাচ্ছে যা জনস্বাস্থ্যের জন্য হুমকি স্বরূপ। অপরিকল্পিতভাবে বহুতল ভবন নির্মান ও উন্নত ড্রেনেজ ব্যবস্থা না থাকার কারনে অল্প বৃষ্টিতেই জলাবদ্ধতা তৈরী হয় এবং বৃষ্টি বন্ধ হওয়ার পরও জমে থাকা পানি সরার কোন রাস্তা নেই। বর্তমানে এখানে ১% চাষাবাদের কোন জমি নেই। পৌরসভা আইন ও বিধিমালা অনুযায়ী কুতুবপুর ইউনিয়ন পরিষদ বহু আগেই অন্তর্ভুক্ত হওয়ার কথা। সদস্য সচিব বাসদ নেতা এস এম কাদির বলেন, এতদিন আমরা একটি দানবীর শক্তির কাছে জিম্মি ছিলাম। গত ৫ আগস্ট ছাত্র শ্রমিক জনতার গণঅভ্যুত্থানে আমরা একটি নতুন অন্তবর্তীকালীন সরকার ব্যবস্থা পেয়েছি। আমরা আশা করি জনগনের কাঙ্খিত আশা আকাঙ্খা ধারন করে রাষ্ট্র পরিচালনা করবেন। কুতুবপুরবাসীর প্রাণের দাবি কুতুবপুর ইউনিয়নকে সিটি কর্পোরেশনে অর্ন্তভুক্ত করা। কিন্তু নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী তিনি উদ্যোগ গ্রহন করলেও নারায়ণগঞ্জের একটি অপশক্তি গডফাদার শামীম ওসমানের বাঁধার কারনে আমরা সেটা থেকে বঞ্চিত হয়েছি। এখন সময় হয়েছে রুখে দাড়ানো অপশক্তির বিরুদ্ধে। দলমত নির্বিশেষ সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কুতুবপুর ইউনিয়নকে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনে অন্তর্ভুক্ত করার আন্দোলনকে জোরদার করতে হবে। তবে আওয়ামীলীগ সরকারের পতনের পর ফতুল্লাকে সিটি করপোরেশনের অন্তর্ভূক্ত করার দাবি বা অন্তর্ভূক্ত করার অবস্থান থাকলেও ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে নারায়ণগঞ্জ-৩,৪,৫ এই তিনটি আসনের সীমানা পরিবর্তনের কারণে এবং নারায়ণগঞ্জ-৪ আসটি শুধুমাত্র ফতুল্লা এবং পূর্বের পাঁচটি ইউপির সাথে আরও দুটি ইউপি অন্তর্ভূক্ত করে নারায়ণগঞ্জ-৪ আসন ফতুল্লা এলাকা গঠন করায় আসন পুনর্বিন্যাসের কারণে ফতুল্লাকে সিটি করপোরেশনের অন্তর্ভূক্ত করার দাবি জটিল সমীকরণে পরিণত হয়েছে।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন