Logo
Logo
×

জনদুর্ভোগ

বিবি রোডের ড্রেন সংস্কার কাজে ধীরগতিতে দুর্ভোগে নগরবাসী

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ০৭ ডিসেম্বর ২০২৫, ১২:০০ এএম

বিবি রোডের ড্রেন সংস্কার কাজে ধীরগতিতে দুর্ভোগে নগরবাসী

বিবি রোডের ড্রেন সংস্কার কাজে ধীরগতিতে দুর্ভোগে নগরবাসী

Swapno



# এমন ধীরগতি চলতে থাকলে রমজানের আগে সংস্কার কাজ সম্ভব হবে না -টি আই করিম


নারায়ণগঞ্জ শহরের প্রাণকেন্দ্র চাষাড়া থেকে নিতাইগঞ্জ পর্যন্ত বিস্তৃত বিবি রোড শহরের অন্যতম গুরুত্বপূর্ণ সড়ক। প্রতিদিন হাজারো যানবাহন ও লাখো মানুষের চলাচলের কারণে এ সড়কের গুরুত্ব অপরিসীম। সড়কের দুই পাশে শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল, মার্কেটসহ অসংখ্য গুরুত্বপূর্ণ স্থাপনার অবস্থান যা এই সড়কটিকে আরও বেশি ব্যস্ত করে তুলেছে। তার ওপর বহুদিন ধরেই ফুটপাতজুড়ে হকারদের দখলদারি সাধারণ পথচারীদের চলাচলকে দুঃস্বপ্নে পরিণত করেছে।


এর মধ্যেই নাসিক কয়েক মাস ধরে সড়কের দুই পাশে ড্রেন নির্মাণের কাজ শুরু করে। কিন্তু দীর্ঘ সময় পার হলেও ড্রেন নির্মাণের কাজ এখনও শেষ হয়নি। বরং ড্রেনের কাজ অসমাপ্ত রেখেই সম্প্রতি সড়কের একেবারে মাঝখান খুঁড়ে সংস্কারকাজ শুরু করা হয়েছে। ফলে বিবি রোড এখন যেন এক প্রকার অবহেলিত যেখানে প্রতিদিনই নাগরিকরা লড়ছেন ধুলো, যানজট ও দুর্ভোগের বিরুদ্ধে।


সরেজমিনে যা দেখা যায়, চাষাড়া মোড় থেকে ২ নম্বর রেলগেট পর্যন্ত পুরো এলাকায় রাস্তার মাঝখানে বিশাল গর্ত করে খোঁড়াখুঁড়ি চলছে। এ কারণে মূল সড়ক কার্যত অচল হয়ে পড়েছে। দুপাশের সার্ভিস লেন দিয়ে কোনোমতে ছোট যানবাহন চলাচলের চেষ্টা করছে। কিন্তু সেখানেও অতিরিক্ত ব্যাটারিচালিত অটোরিকশা, ফুটপাতজুড়ে বেচাকেনা, ক্রেতা-সমাগম সব মিলিয়ে পরিস্থিতি ঈদের কেনাকাটার ভিড়কেও ছাড়িয়ে গেছে।

ফলে সার্ভিস লেনে স্বাভাবিক যান চলাচল তো ব্যাহত হচ্ছেই, বরং ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থাকতে হচ্ছে যাত্রী ও পরিবহন শ্রমিকদের। শুক্রবার বড় গাড়ির সংখ্যা কম থাকলেও কাজ বন্ধ থাকায় পরিস্থিতি আরও বেহাল হয়ে ওঠে।

এ প্রসঙ্গে  ট্রাফিক ইন্সপেক্টর (অ্যাডমিন) করিম বলেন, “বিবি রোডের মতো গুরুত্বপূর্ণ সড়কে সংস্কারকাজ দ্রুত শেষ করতে হলে জরুরি ঘোষণা দিয়ে ২৪ ঘণ্টা কাজ চালানো উচিত। কিন্তু এখানে উল্টো চিত্র। শুক্রবার কাজ বন্ধ, আর অফিস চলাকালীন সময়েই বেশি কাজ করা হয়, যখন যানবাহনের চাপ তুঙ্গে থাকে। এই গতিতে চললে রমজানের আগেই কাজ শেষ হওয়ার কোনো সম্ভাবনা নেই। বরং আগামী তিন-চার মাস নগরবাসীর দুর্ভোগ আরও বাড়বে।”

নগরবাসী মনে করেন, পরিকল্পনার স্বচ্ছতা ও সময় ব্যবস্থাপনার অভাবই এই বিশৃঙ্খলার প্রধান কারণ। রাস্তার একাংশ পুরোপুরি খোলামেলা কাজে রেখে অন্য অংশের কাজ শুরু করার ফলে পুরো বিবি রোড পরিণত হয়েছে শহরের সবচেয়ে বিপজ্জনক ও ঝুঁকিপূর্ণ এলাকায়।

নগরবাসীর ক্ষোভ দীর্ঘদিনের দুর্ভোগে অতিষ্ঠ নারায়ণগঞ্জবাসী মনে করছেন এত গুরুত্বপূর্ণ সড়কের সংস্কার নিয়ে এমন উদাসীনতা ও ধীরগতি অগ্রহণযোগ্য। দ্রুততার সাথে কাজ সম্পন্ন না করলে ব্যবসা-বাণিজ্য থেকে জরুরি সেবা সবকিছুই মারাত্মকভাবে ব্যাহত হবে।

নাগরিকদের একটাই দাবি, বিবি রোডের সংস্কারকাজকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে জরুরি ভিত্তিতে দ্রুত শেষ করতে হবে। অন্যথা পুরো শহরের স্বাভাবিক জীবনযাত্রা দীর্ঘ সময় অচল হয়ে থাকার আশঙ্কা রয়েছে। নারায়ণগঞ্জবাসীর প্রত্যাশা  দুর্ভোগ নয়, দ্রুত সমাধান।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন