Logo
Logo
×

জনদুর্ভোগ

জোড়াতালি দিয়ে আর কতদিন ঢাকা-না.গঞ্জ পুরাতন সড়ক

Icon

‎আরিফ হোসেন

প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৫, ১২:০০ এএম

জোড়াতালি দিয়ে আর কতদিন  ঢাকা-না.গঞ্জ পুরাতন সড়ক

জোড়াতালি দিয়ে আর কতদিন ঢাকা-না.গঞ্জ পুরাতন সড়ক সংগঠনে দৈন্যদশা

Swapno

# রাস্তার বড় বড় গর্ত গুলো মরণখাদে পরিণত

# মন্ত্রণালয়ে পাস হলে স্থায়ী সংস্কার হবে : সওজ কর্মকর্তা

ঢাকা নারায়ণগঞ্জ পুরাতন সড়কটি যেখানে পোস্তগোলা থেকে শুরু করে চাষাড়া হয়ে শেষ হয়েছে। তবে এই সড়কটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থা থাকলেও স্থায়ীভাবে কোন ধরনের সমাধান মেলেনি। বিভিন্ন সময় দেখা যায় সহজে এর কর্মকর্তারা নাম মাত্র জোড়া তালি দিয়ে ইট ফেলে  সংস্কার করলেও তার স্থায়ী হয় না। যার কারণে এই রাস্তাটি দিয়ে চলাচলকারী সকলকে পড়তে হয় বিভিন্ন ভোগান্তিতে। ঢাকা-নারায়ণগঞ্জ (পাগলা) পুরাতন সড়কজুড়েই বিভিন্ন স্থানে দেখা দিয়েছে অসংখ্য চোরাগুপ্তা খানাখন্দ। বৃষ্টির দিনে একেকটা খানাখন্দ ছোট-বড় খালে পরিণত হয়। সব মিলিয়ে বেহাল হয়ে পড়েছে সড়কটি। প্রায়ই ঘটছে দুর্ঘটনা, দেখা দিচ্ছে দীর্ঘ যানজট। রাস্তার বেহাল অবস্থা দেখে মনে হয় এ যেন এক মরণফাঁদ।

‎প্রতিদিন সকাল থেকে গভীর রাত পর্যন্ত ভোগান্তির শিকার হতে হচ্ছে এই সড়কে চলাচলকারী যানবাহন ও পথচারীদের। সম্প্রতি বেশকিছু দিন অবিরাম বর্ষণে একেবারেই যান চলাচলের অনুপযুক্ত হয়ে পড়েছে। তবে এ নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোনো তৎপরতা পরিলক্ষিত হয়নি।

নারায়ণগঞ্জ থেকে ঢাকায় যাতায়াতের জন্য একসময় প্রধান সড়ক হিসেবে ব্যবহার হতো ঢাকা-নারায়ণগঞ্জ (পাগলা) পুরাতন সড়ক। নারায়ণগঞ্জের পাশাপাশি মুন্সীগঞ্জের বাসিন্দাদেরও ঢাকায় যাতায়াতের জন্য অন্যতম মাধ্যম ছিল এই সড়কটি। পরবর্তীতে ১৯৯৫ সালের দিকে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের নির্মাণ কাজ শেষ হলে দ্রুত যাতায়াতে রুটটি জনপ্রিয় হয়ে ওঠে। এরপর দীর্ঘ কয়েক যুগেও ঢাকা-নারায়ণগঞ্জ পুরাতন সড়কটিতে সংস্কারের ছোঁয়া লাগেনি।

‎বর্তমানে  ঢাকা-নারায়ণগঞ্জ পুরাতন সড়কের পঞ্চবটি থেকে চাষাঢ়া সড়কের বিভিন্ন স্থানে পিচ, পাথর ও খোয়া উঠে গেছে। ক্ষতবিক্ষত এ সড়কে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। যানবাহন চালাতে হচ্ছে ধীরগতিতে। এছাড়া বৃষ্টি হলেতো বড় বড় গর্তগুলো একেকটা ছোট-বড় খালে পরিণত হয়। প্রায় সময়ই চোরাগুপ্তা খানাখন্দে ভরা এ সড়কে উল্টে যায় যানবাহন। এসময় একেকটা বিশাল গর্ত যেন মরণফাঁদ হিসেবে দেখা দেয়। সেইসঙ্গে দুর্ঘটনায় প্রতিদিন আহত হন এ পথে চলাচলকারী মানুষজন। প্রায় সময় এখানে নষ্ট হয়ে যায় যানবাহন। মাঝ সড়কে বিকল হয়ে যাওয়া যানবাহন ভোগান্তি ও যানজট বৃদ্ধি করে বহুগুণ।

‎এদিকে নারায়ণগঞ্জের ফতুল্লার পঞ্চবটি সংলগ্ন শাসনগাঁওয়ের বিসিক শিল্পনগরী এলাকায় আছে অন্তত সহস্রাধিক শিল্পপ্রতিষ্ঠান, যাতে অন্তত কয়েক লাখ শ্রমিক কাজ করছে। ফতুল্লার মুন্সীখোলা এলাকায় রড সিমেন্টের পাইকারি ব্যবসাকেন্দ্র, আলীগঞ্জ ও দাপায় পাথর ও বালুব্যবসা, ফতুল্লার পঞ্চবটি, নরসিংহপুর, বক্তাবলী এলাকায় শতাধিক ইটভাটা, বিভিন্ন স্থানে অর্ধশতাধিক রি-রোলিং মিল, পঞ্চবটিতে মেঘনা ও যমুনা পেট্রোলিয়াম তেলের ডিপো অবস্থিত।

‎এসব শিল্প ও ব্যবসাপ্রতিষ্ঠানের পণ্যবাহী কাভার্ডভ্যান, ট্রাক, তেলের ডিপোর ট্যাংকলরিসহ কয়েক হাজার যানবাহন প্রতিনিয়ত চলাচল করছে ঢাকা-নারায়ণগঞ্জ (পাগলা) পুরাতন সড়ক দিয়ে। মুন্সীগঞ্জের মুক্তারপুর এলাকায় গড়ে ওঠা শাহ সিমেন্ট, প্রিমিয়ার সিমেন্ট, ক্রাউন সিমেন্টসহ বেশ কিছু কারখানার কয়েকশ’ কাভার্ডভ্যান প্রতিনিয়ত সড়কটি দিয়ে যাতায়াত করছে। এছাড়া গণপরিবহন তো আছেই।

‎তবে এ বিষয়ে সওজের এক কর্মকর্তা জানান, আমরাও জানি রাস্তাটির খুব বেহাল দশা। আমরা প্রতিনিয়তই এই রাস্তাটির চলাচল উপযোগী রাখতে ছোট খাটো কাজ চালিয়ে যাচ্ছি। তবে মন্ত্রনালয়ে সি এস টা পাশ হলে স্থায়ী সমাধান করা হবে। আমরা মনে করছি খুব শিঘ্রই এই সমস্যার সমাধান পাবে।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন