Logo
Logo
×

জনদুর্ভোগ

ফতুল্লাবাসীর সাথে শামীম ওসমানের প্রতারণা

Icon

যৃুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২৫, ১২:০০ এএম

ফতুল্লাবাসীর সাথে শামীম ওসমানের প্রতারণা

ফতুল্লাবাসীর সাথে শামীম ওসমানের প্রতারণা

Swapno

বিগত ১৬ বছর নারায়ণগঞ্জ ফতুল্লা সদর-বন্দরকে উন্নয়ন বঞ্চিত করে নামকাওয়াস্তে নিয়মিত প্রকল্পের কাজ করেছে শামীম ওসমান। দীর্ঘ সময় এমপি হিসেবে থেকেও তার নির্বাচনী এলাকায় দৃশ্যমান কোন উন্নয়ন করতে পারে নাই। তবে বিএনপি নেতাদের মতে শামীম ওসমান তার এলাকায় ত্রাসের রাজত্ব ঠিকই কায়েম করেছে। পানিতে ডুবে থাকা ফতুল্লাবাসিকে মুক্তি দিতে ব্যর্থ হয়েছেন। অথচ জোর গলায় বলতেন নারায়ণগঞ্জ তথা ফতুল্লাকে নতুন বউয়ের মত সাজাবেন। কিন্তু ফতুল্লাকে নতুন বউ না সাজিয়ে ফতুল্লাবাসির সাথে প্রতারনা করে পালিয়ে গেছেন শামীম ওসমান। তার অনিচ্ছার কারনে এখনো সারা বছর ফতুল্লাবাসি পানিতে ডুবে রয়েছে।   এদিকে ২০২৪ সনের ৫ আগষ্টের আগে বিভিন্ন সভায় সাবেক সাংসদ শামীম ওসমান বলেছে ফতুল্লাকে নতুন বউয়ের মতো সাজাতে চান তিনি। এর আগেও আরও একাধিকবার তিনি এই মন্তব্য করেন। তিনি এমপি হয়ে প্রতিটি এলাকায় পঞ্চায়েত কমিটির ব্যবস্থা করবেন। তিনি নির্বাচিত হওয়ার পরেও তখন তার কোন এলাকায় পঞ্চায়েত ব্যবস্থা কমিটি গঠন করতে পারে নাই। তবে দলের মাঝে প্রভাব বিস্তার করেছে শামীম ওসমান। সেই সাথে তার বাহিনী তথা ওসমান সম্রাজ্য চাদাঁবাজি, টেন্ডারবাজি,মাদককারবাড়ি নিয়ন্ত্রন করে শত কোটি টাকার মালিক বনে গেছেন।  

অপরদিকে জুলাই আগষ্ট বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে তোপের মুখে গত ৫ আগষ্ট শেখ হাসিনা প্রধানমন্ত্রী থেকে পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে যান। তার সাথে নারায়ণগঞ্জের ওসমান পরিবার তথা শামীম ওসমান সহ তার পুরো পরিবার পালিয়েছে। সেই সাথে ওসমানীয় সম্রাজ্যের পতন ঘটেছে এক মুহুর্তে। শামীম ওসমান তার সম্রাজ্যের সদস্যদের দিয়ে ফতুল্লা জুরে ত্রাস কায়েম করে লুট পাট করেছে। তার অপকর্মের পাল্লা ভারি হয়ে যাওয়ায় দল ক্ষমতা ছাড়ার সাথে তিনি নিজেও পালিয়ে দেশের বাইরে আশ্রয় নিয়েছেন।

খোঁজ নিয়ে জানাযায়, ‘গত তিন বছর ধরে বর্ষা আসার আগে বৃষ্টির পানিতে তলিয়ে যায় পুরো ফতুল্লা এলাকা। ঘরের ভেতর পানি, রাস্তা কোমর পর্যন্ত পানি। ঘর থেকে বের হলে সাথে করে একটি অতিরিক্ত পোশাক নিয়ে বের হতে হয় এখানকার মানুষের। নৌকায় বা ভ্যানে করে চলাচল করতে হয়েছে। জলাবদ্ধতার কারণে নারায়ণগঞ্জের ফতুল্লায় বাড়িঘর ও রাস্তা পানিতে তলিয়ে যায়। পানিবন্দি হয়ে পরে তিনটি ইউনিয়নের কয়েকটি ওয়ার্ডের হাজারো মানুষ। বিশেষ করে ফতুল্লা ইউনিয়নের লালপুর, পোষা পুকুর পাড়, এনায়েত নগর ইউনিয়নের উত্তর মাসদাইর ও কুতুবপুর ইউনিয়নের আলীগঞ্জ, নয়ামাটি, চিতাশাল, নুরবাগ ও দক্ষিণ দেলপাড়াসহ আশপাশের কয়েকটি এলাকার হাজারো মানুষ পানিবন্দি হয়ে কাটিয়েছে। পানিতে তলিয়ে থাকায় ফতুল্লা গিয়ে সাংসদ শামীম ওসমানও পানিতে নেমেছেন। সেই ফতুল্লাকে বুউয়ের মত সাজানোর ঘোষনা দিয়েও তা না করেই পালিয়েছে শামীম ওসমান। ফতুল্লাবাসির বার বার কথা দিয়ে তারা কথা রাখতে পারে নাই।

ফতুল্লার জলাবদ্ধাতার সমস্যা নিরসন করতে পারেন নাই। তবে তিনি টেন্ডারবাজি,চাদাঁবাজি, সন্ত্রাসীদের লালিত পালিত করে শত শত কোটি টাকা পাচার করে পালিয়ে গেছে। তাছাড়া বিএনপির নেতারা বলছে শামীম ওসমান আর রাজনীতি ফিরতে পারবে না। এখানেই তার পতনের ইতি টানতে হবে।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন