ভোটের মাঠেও তালা আজাদের সন্ত্রাসীদের তৎপরতা
যৃুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ২৮ জানুয়ারি ২০২৬, ১২:০০ এএম
ভোটের মাঠেও তালা আজাদের সন্ত্রাসীদের তৎপরতা
# জামায়াতের প্রার্থীকে লাঞ্ছিত এবং সমর্থকদের মারধর আজাদ বাহিনীর
নারায়ণগঞ্জ-২(আড়াইহাজার) আসনে বিএনপির মনোনীত প্রার্থী নজরুল ইসলাম আজাদ ওরফে তালা আজাদ বিএনপির কমিটি বাণিজ্যের হোতা এবং আওয়ামীলীগ পতনের পর তালা মেরে চাঁদাবাজি করে তালা আজাদ খেতাব পান। আজাদের দীর্ঘদিনের অপকর্মের ফিরিস্তি বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের টেবিলে একাধিকবার উপস্থাপিত হলেও বিএনপির প্রতিষ্ঠাতা পরিবারের সদস্যদের ব্যক্তিবর্গের সাথে আঁতাতে আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-২(আড়াইহাজার) আসনে ধানের শীষের মনোনয়ন লাভ করেন। তবে ধানের শীষের প্রার্থী হয়েও আজাদের অপরাধ অপকর্মের মাত্রা তীব্রতর হওয়ায় বিএনপির চেয়ারম্যান তারেক রহমান কাঁচপুরের জনসভায় আজাদের উপর ক্ষিপ্ত হন তার পিছনে বসতে চাওয়ায় সাথে সাথে এসএসএফের সদস্যরা তাকে ধাক্কা মেরে দূরে ঠেলে দেন। সেই আজাদ এর পরদিনই নারায়ণগঞ্জ-২(আড়াইহাজার) আসনের জামায়াত ইসলামের প্রার্থী ইলিয়াস আলী মোল্লাকে তার সন্ত্রাসী বাহিনী দ্বারা লাঞ্ছিত এবং সমর্থকদের মারধর করে আহত করেন।
সূত্র বলছে, গতকাল ২৭ জানুয়ারি বেলা ১২.০০ টায় নারায়ণগঞ্জ-০২ আসনের গোপালদী পৌরসভার ১ নং ওয়ার্ডের মোল্লার চর এলাকায় ১১ দলীয় জোটসমর্থিত ও বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক ইলিয়াস মোল্লার সমর্থনে মহিলারা গণসংযোগে যান। সে সময়ে আজাদের সন্ত্রাসী বাহিনী বিএনপির স্থানীয় নেতা মোরশেদ, খোরশেদ, ছগির হোসেন, এদের নেতৃত্বে হামলা চালায়। এমন সংবাদের সাথে সাথে সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক ইলিয়াস মোল্লা ঘটনাস্থলে উপস্থিত হলে তার উপরও সন্ত্রাসী হামলা করা হয়। এসময় প্রার্থী ইলিয়াস মোল্লা লাঞ্চিত এবং জামায়াতে ইসলামী ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের উপর হামলা হয় ১০জন নেতা-কর্মী আহত হয়। আহতরা হচ্ছেন মেহেদী হাসান অর্ণব, মিরাজ মাহমুদ, মেহেদী হাসান অন্তর, শাফিল আহমদ, মুফতী মাহমুদ আব্বাসী, মেহেদী হাসান, কাজ মারুফ, মাহবুব জোবায়ের। এদের মধ্যে ৮ জন কে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। গুরুত্বর আহত ২ জন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি আছেন। এদিকে এই ঘটনার পর জামায়াত ইসলামের প্রার্থী ইলিয়াস মোল্লার পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তাদের অবহতিকরণ করা হয়।
সূত্র আরও নিশ্চিত করেছে যে, নারায়ণগঞ্জ-২(আড়াইহাজার) আসনের স্বতন্ত্র প্রার্থী আতাউর রহমান আঙ্গুরের সমর্থকদের বিভিন্ন ভাবে হুমকি ধামকি ভয় ভীতি প্রদর্শন করে যাচ্ছেন নজরুল ইসলামের আজাদের সন্ত্রাসী বাহিনী। এছাড়া পুরো আড়াইহাজার জুড়েই আজাদের সন্ত্রাসী বাহিনী ভীতি সৃষ্টি করেছেন আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে রাতের আধারে বিভিন্ন প্রার্থীর নেতাকর্মীদের তাদের হয়ে কাজ করতে বা প্রচারণা না করতে হুমকি ধামকি দিচ্ছেন। এদিকে দিনের আলোতে নজরুল ইসলাম আজাদের ছোট ভাই রাকিব তাদের সাথে এক মহা নাটকীয় আচরণ করে এসকল ব্যক্তিদের সাথে কুশল বিনিময় তাদের বাড়িতে বসেন খাওয়া দাওয়া নানা আনুষ্ঠানিকতা করে তাদের বসে নিয়ে আসেন। তবে আজাদের ছোট ভাই রাকিব আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে বড় ভাই আজাদের কলঙ্ক মুছতে একের পর একে অভিনয় করলেও সেগুলো ভোটারাও গ্রহণ করছেন না। কারণ ৫ই আগষ্টের পর পুরো আড়াইহাজারকে এক প্রকার তালাবদ্ধ করেছিলেন নজরুল ইসলাম আজাদ যার নেপথ্যে পিছন সমগ্র কলকাঠি বা আজাদের সন্ত্রাসী বাহিনীদেরকে বিভিন্ন ভাবে পরিচালিত করেছিলেন রাকিব। বর্তমানে ভোটের মাঠেও এই তালা আজাদের সন্ত্রাসী বাহিনীদের তৎপরতা বেড়েই চলছে।


