Logo
Logo
×

রাজনীতি

নির্বাচনের ১৫ দিন আগে আজাদের ইমেজ তলানিতে

Icon

যৃুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ২৮ জানুয়ারি ২০২৬, ১২:০০ এএম

নির্বাচনের ১৫ দিন আগে আজাদের ইমেজ তলানিতে

নির্বাচনের ১৫ দিন আগে আজাদের ইমেজ তলানিতে

Swapno

নারায়ণগঞ্জের রাজনীতিতে দীর্ঘদিন ধরে একটি পরিচয় ছিলো সবচাইতে সব শক্তি। বিএনপির শীর্ষ নেতৃত্বের পরিবারের ঘনিষ্ঠ বলয়ে থাকার দাবি। সেই দাবিকে ঘিরেই গড়ে উঠা প্রভাব আর ক্ষমতার বলয়। এই পরিচয়কে পুঁজি করেই আড়াইহাজারে ধীরে ধীরে বিশ্রিরিত হয়েছিলো এই ব্যাক্তির অদৃশ্য সম্রাজ্যে। এতোটাই শক্তিশালী হয়ে উঠেছিলো সেই বলয় সেখানে সাবেক ৪ বারের সাংসদ সদস্য কিংবা হেভিওয়েট নেতারা ও তার সামনে টিকতেই পারতেন না।  নেতাকর্মীদের সামনে সেই পরিচয় ছিলো এক ধরনের রাজনৈতিক লাইসেন্স। এদিকে বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠান থেকে দলীয় ফোরাম সব্বোর্চ ছড়িয়ে পরেছিলো সেই প্রভাব। বলা হতো আজাদ ভাই ভিতরের মানুষ। জিয়া পরিবারের সরাসরি কাছের লোক। এই কথাই ছিলো তার রাজনীতির সব থেকে বড় শক্তি। কিন্তু রাজনীতিতে কখনো কখনো একটি বড় মুহুত্বই সব হিসাব বদলে দেয়। সেই হিসেবে কাচঁপুরে তারেক রহমানের জনসভা ছিলো তেমনই একটি মুহুর্ত্ব। এই জনসভায় তারেক রহমান নির্দেশনায় প্রকাশ্যে নজরুল ইসলাম আজাদকে মঞ্চে নিজের পাশ থেকে সরিয়ে দেওয়া হয়। আজাদকে রীতিমত অপমান করে মঞ্চের এক পাশে সরিয়ে দেয়ার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। যাকে ঘিরে ত্রয়োদশ জাতীয় সাংসদ নির্বাচনের ১৫ দিন আগেই আজাদের ইমেজ তলানিতে।



এদিকে আজাদকে তারেক রহমান নিজের পাশ থেকে সরিয়ে দেওয়া নিয়ে বিএনপি নেতাকর্মীরা বলছেন, এটা হওয়ারই কথা ছিল। কারণ ব্যাপক দুর্নীতি আর চাঁদাবাজিতে আজাদ ধরাকে সরাজ্ঞান মনে করে আসছিল। হুমকি-ধমকি, চাঁদাবাজি আর অহংবোধে সে সবাইকে তুচ্ছতাচ্ছিল্য করতো। তবে আজাদের এই কাণ্ডে ক্ষতি হয়েছে নারায়ণগঞ্জের বিএনপির অন্যান্য প্রার্থীদের। আজাদ মঞ্চে থাকায় বিএনপির অন্যান্য প্রার্থীদের সাথে দর্শকদের পরিচয় করিয়ে দেয়ার পর্বটি করেননি তারেক রহমান। অনেকে বলছেন, আজাদের অতিরিক্ত তেলবাজি করতে যাওযার কারণেই তারেক রহমানকে এতো কাছে পেয়েও অন্যান্য প্রার্থীরা গুরুত্বপূর্ণ এই পর্বটি মিস করেছেন।



খোঁজ নিয়ে জানা গেছে, নারায়ণগঞ্জ-২ (আড়াইহাজার) আসনের বিএনপি প্রার্থী নজরুল ইসলাম আজাদের বিরুদ্ধে যেন বিতর্ক কিছুতেই পিছু ছাড়ছে না। ২০২৪’র গণঅভুত্থানের পর একের পর এক অপকর্মে বিএনপির দুর্নানের বরপুত্র হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। কুখ্যাত ছাত্রলীগ নেতা এবং সাবেক সাংসদ নজরুল ইসলাম বাবুর মতো একই রাজত্ব প্রতিষ্ঠা করেছেন আজাদ। গত দেড়বছরে আড়াইহাজারের সকল শিল্প প্রতিষ্ঠানের মালিক, স্থানীয় বাসিন্দা, হাট-ঘাট সব জায়গাতেই আজাদের চাঁদাবাজিতে অতিষ্ঠ। এতো বিতর্কের সবই জানা ছিল বিএনপির। তবুও জিয়া পরিবারের এক সদস্যর বদন্যতায় এমপি মনোনয়ন পান আজাদ। তবে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান আজাদের কুকর্মের অনেক কিছুই জানতে পেরেছিলেন লন্ডনে বসেই। তবে দেশে ফেরার পর আজাদের কুকীর্তির ফিরিস্তি জানার পর আজাদের উপর এক প্রকার বিরক্ত তারেক রহমান। চট্টগ্রাম থেকে ফেরার পথে কাঁচপুরের জনসভায় সেই চিত্রের দেখা মিলল প্রকাশ্যে। চাঁদাবাজিতে চ্যাম্পিয়ান নজরুল ইসলাম আজাদকে মঞ্চে নিজের পাশ থেকে সরিয়ে দিলেন তারেক রহমান। আজাদকে রীতিমত অপমান করে মঞ্চের এক পাশে সরিয়ে দেয়ার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। অবশ্য বিএনপি নেতাকর্মীরা বলছেন, এটা হওয়ারই কথা ছিল। কারণ ব্যাপক দুর্নীতি আর চাঁদাবাজিতে আজাদ ধরাকে সরাজ্ঞান মনে করে আসছিল। হুমকি-ধমকি, চাঁদাবাজি আর অহংবোধে সে সবাইকে তুচ্ছতাচ্ছিল্য করতো এমন নানা অভিযোগ রয়েছে।



সূত্র জানিয়েছে, নারায়ণগঞ্জ-২ আড়াইহাজার আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও বিএনপির ঢাকা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম আজাদ। যিনি আড়াইহাজার গ্রাম থেকে নারায়ণগঞ্জ শহর পর্যন্ত বিএনপির প্রভাবশালী ও জিয়া পরিবারের একজন কনিষ্ট সদস্য নিজেকে জাহির করে আসছিলেন জিয়া পরিবারের ঘনিষ্ঠ হিসেবে কিন্তু একটি পোগ্রামেই তারেক রহমানের সঙ্গে থাকা আজাদের গভীর সম্পর্ক ছিলো একটি প্রপাগান্ডা তা প্রকাশ্যে রূপ নিলো। বার বার জিয়ার পরিবার বিক্রি করা এই আজাদকে সি.এস.এফ দ্বারা ধাক্কা দিয়ে স্টেজের অন্য পাশে সরিয়ে দিলেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। যা বর্তমানে রাজনৈতিক অঙ্গনে টক অব দ্যা টাউন বললেই চলে। এদিকে বর্তমানে নারায়ণগঞ্জের সাংসদীয় ৫টি আসনেই বিএনপির মনোনীত ধানের শীষ ও জোটের প্রার্থীরা নানাভাবে প্রচারনা চালিয়ে যাচ্ছেন। তেমনইভাবে নারায়ণগঞ্জ-২ আসন (আড়াইহাজারে) জিয়া পরিবারের ঘনিষ্ঠতা বিক্রি করে ভোট চাইছেন এমন নানা গুঞ্জন উড়লে ও বর্তমানে তারেক রহমান মঞ্চে নজরুল ইসলাম আজাদের উপর যে তিক্ততা প্রকাশ্যে আনলেন তা নিয়ে আড়াইহাজারে অনেকটাই বেকায়দায় পরতে হতে পারে নজরুল ইসলাম আজাদকে। বর্তমানে আড়াইহাজারের আজাদের বিশাল তলানির পাশাপাশি তার ভোট ব্যাংকে ও ব্যাপক আঘাত এসেছে বলে ধারণা রা হচ্ছে। ইতিমধ্যে নারায়ণগঞ্জ-২ আসনে বিএনপির নেতা আতাউর রহমান আঙ্গুর স্বতন্ত্র প্রার্থীতা করছেন। এ আসনে তার ব্যাপক জনপ্রিয়তা থাকায় তাকে ঠেকাতে হিমশিম খাচ্ছে বিএনপির প্রার্থী আজাদ। বর্তমানে ইমেজ তলানিতে যাওয়ায় বর্তমানে তার প্রভাব নারায়ণগঞ্জে অনেকটাই তলানিতে প্রায়। যাকে ঘিরে এখন কেন্দ্রীয় নয়া পল্টন পার্টি অফিস, গুলশান পার্টি অফিস সব স্থানেই আজাদের আলাদাভাবে সম্মান ও ক্ষমতার সেই আওয়াজ এখন আর মুখে উঠবে না বিএনপির আজাদ বলয়ের নেতাকর্মীদের।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন