Logo
Logo
×

রাজনীতি

স্বতন্ত্র নির্বাচন করায় অনড় গিয়াসউদ্দিন-শাহ আলম

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ১৭ জানুয়ারি ২০২৬, ১২:০০ এএম

স্বতন্ত্র নির্বাচন করায় অনড় গিয়াসউদ্দিন-শাহ আলম

স্বতন্ত্র নির্বাচন করায় অনড় গিয়াসউদ্দিন-শাহ আলম

Swapno

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নারায়ণগঞ্জ-৪ আসনে বিএনপির মনোনয়ন না পেলেও স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচন করার ঘোষণা দিয়েই ইতিমধ্যে মনোনয়ন জমা দিয়ে বৈধতা পেয়েছেন নারায়ণগঞ্জ ৪ আসনের সাবেক সংসদ ও নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন এবং বিএনপির সাবেক নির্বাহী কমিটির সদস্য শাহ আলম। জানা যায়, স্বতন্ত্র নির্বাচন করা নিয়ে মনোনয়নপত্র জমা দেওয়ার সাথে সাথেই দল থেকে তাদের বহিষ্কার করা হয়েছে।


ইতিমধ্যেই সারাদেশে বিভিন্ন জায়গায় বিএনপি মনোনীত প্রার্থী এবং জোটের প্রার্থীদের বিরুদ্ধে প্রার্থী হয়েছেন বিএনপির অনেক নেতারাই। এর মধ্যে কিছু কিছু এলাকাতে নির্বাচন থেকে সরে আসলে নারায়ণগঞ্জ-৪ আসনে ভিন্ন চিত্র। স্বতন্ত্র ও শক্ত প্রার্থী হিসেবে নারায়ণগঞ্জ ৪ আসনের সাবেক সংসদ ও নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা গিয়াসউদ্দিন এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাবেক  নির্বাহী কমিটির সদস্য শাহ আলম রয়েছেন।


তাদের দুজনের বিএনপির রাজনীতিতে অবদান রয়েছেন। শুধু তাই নয় ২০০১ সালে নির্বাচনে বীর মুক্তিযোদ্ধা গিয়াসউদ্দিন এই নারায়ণগঞ্জ-৪ আসনে বিপুল ভোট পেয়ে জয়যুক্ত হয়েছিলেন। এই নারায়ণগঞ্জ-৪ আসনের তার ব্যাপক জনপ্রিয়তা রয়েছে। তাই ভোটারদের কথা চিন্তা করে তিনি এই নির্বাচনে অংশগ্রহণ করেছেন। এমনকি  শেষ পর্যন্ত তুমি নির্বাচনে দেখেন এমনটাই জানিয়েছেন।

নারায়ণগঞ্জ ৪ আসনে বিভিন্ন জরিপে দেখা গিয়েছে এই আসনটিতে সবচেয়ে বেশি জনপ্রিয় ব্যক্তি হিসেবে পরিচিত গিয়াসউদ্দিন। যিনি বিগত সময়ে এই আসনটিতে এমপি ছিলেন এবং এই এলাকার মানুষ তাকে সব সময়ই কাছে পেয়েছে শুধু তাই নয় সাংগঠনিকভাবে দলকে গতিশীল রাখতে নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভাপতি থাকাকালীন সময়ে নারায়ণগঞ্জের প্রত্যেকটা থানা উপজেলা ইউনিয়নসহ ইউনিট কমিটিগুলো সফলভাবে সম্পন্ন করতে পেরেছেন। নারায়ণগঞ্জ জেলায় সকল বিএনপি নেতৃবৃন্দকে একত্র করে ঐক্যবদ্ধ রাখতে পেরেছিলেন।

‎অন্যদিকে বিএনপির সাবেক নির্বাহী কমিটির সদস্য শাহ আলম ২০০৮ সালে নির্বাচনে  বিএনপি মনোনীত প্রার্থী হয়েছিলেন এমনকি অল্প কিছু ভোটে তাকে পরাজিত দেখানো হয়েছে। ফতুল্লায় স্বতন্ত্র প্রার্থী শাহ আলম প্রতিটি এলাকায় চষে বেড়াচ্ছেন এবং এলাকার মানুষের সাথে কুশল বিনিময় করছেন।

‎বিএনপির যে সকল স্থানীয় নেতাকর্মীর আছেন তারা মনে করছেন এই এলাকার মানুষের স্বার্থে সকল নেতাকর্মীদের অনুরোধে  নারায়ণগঞ্জ-৪ আসনে  শাহ আলম  স্বতন্ত্র হয়ে নির্বাচন করবেন। স্ব^তন্ত্র হয়ে নির্বাচন করলেও  ফতুল্লায় বিএনপির অগ্রভাগ নেতাকর্মীরা তাকে সমর্থন করেছেন।

‎এমনকি শাহ আলম বিএনপির নেতাকর্মীদের পাশে ছিলেন এবং আন্দোলন সংগ্রামের গ্রেপ্তার হওয়া অনেক কর্মীদের নিজ অর্থায়নের জামিনে মুক্ত করেছেন এবং তাদের পাশে দাঁড়িয়েছেন। শুধু তাই না সাম্প্রতিক সময় প্রায় লক্ষাধিক মানুষ তার ফ্রি মেডিকেল ক্যাম্পের সুবিধা গ্রহণ করেছেন।


প্রত্যেক এলাকাতেই তার ব্যাপক জনপ্রিয়তা রয়েছে। তবে গুঞ্জন উঠেছিলো বিএনপির প্রার্থীকে সমর্থন দিয়ে তারা নির্বাচন থেকে সরে যাবেন। এসবকে তোয়াক্কা না করে গুঞ্জন বলে উড়িয়ে দিয়ে শক্তিশালী স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনের পথে হাঁটছেন বীর মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন ও শাহ আলম।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন