নারায়ণগঞ্জ-৫ আসনে এমপি প্রার্থী সিরাজুল মামুন
মানুষ মিথ্যা প্রতিশ্রুতিতে আশ্বস্ত হতে চান না
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ১২ জানুয়ারি ২০২৬, ১২:০০ এএম
মানুষ মিথ্যা প্রতিশ্রুতিতে আশ্বস্ত হতে চান না
আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনের নারায়ণগঞ্জ-৫ আসনের খেলাফত মজলিস তথা সম্ভাব্য ১১ দলীয় জোটের প্রার্থী এবিএম সিরাজুল মামুন বলেন, আমাদের দল ইসলামের আদর্শে বিশ্বাসি। ইসলাম সব সময় মানুষের ন্যায়ের পক্ষে অবস্থান নেয়। আমাদের দলের গঠনতন্ত্রে ন্যায় বিচার প্রতিষ্ঠা করার বিষয় উল্লেখ্য আছে। আমরা আমাদের সাধ্য অনুযায়ী মানুষের পাশে থেকে নানা সময়ে কাজ করেছি।
অসহায় রোগিদের পাশে থেকে সহযোগিতা করেছি। আমাদের দলের ৭টি কর্মসুচির মাঝে অন্যতম হলো মানুষের সেবা করা। মানুষের প্রতি কোন অন্যায় হলে আমরা তার প্রতিরোধ করবো। কোন অন্যায় আমরা হতে দিব না। ভোটারা এখন রাজনীতিতে পরিবর্তন দেখতে চায়। সেই হিসেবে পরিবর্তনের ছোয়ায় ভোটাররা আমাকে ভোট দিয়ে নির্বাচিত করবে বলে আমি আমাবাদি। ১১ জানুয়ারি এক সাক্ষাৎ কারে তিনি এই কথা বলেন।
তিনি বলেন, নির্বাচনের বিপক্ষ প্রার্থী থাকবে এটা স্বাভাবিক বিষয়। আমার বিপক্ষে বিএনপির প্রার্থী আবুল কালামকে আমি শ্রদ্ধা করি। নির্বাচনে যেই জয়ী হবে আমরা একসাথে নারায়ণগঞ্জের উন্নয়নের জন্য কাজ করবো। এখানে চ্যালেঞ্জিং দেখার মত কিছু নেই।
এমপি প্রার্থী সিরাজুল মামুন নারায়ণগঞ্জ শহরের সমস্যা প্রসঙ্গে বলেন, নারায়ণগঞ্জ শহরের সমস্যা বেশি না। যে কয়েকটি সমস্যা রয়েছে আমরা সে গুলো নিয়ে কাজ করে তার সমাধন করবো সবার আগে। তার মাঝে শহরের যানজট, মাদক কারবাড়ি, দুর্নিতি, কিশোর গ্যাং সহ সকল অসৎ কাজ বন্ধ করা আমাদের কর্তব্য। আমরা নারায়ণগঞ্জ সদর বন্দরের মানুষের স্বাস্থ্য সেব্ ানিশ্চিত করবো। মানুষের দুঃখ দুর দশা নিরসন করার জন্য দলমত নির্বিশেষে সকলের সহযোগিতা নিয়ে কাজ করবো।
সবাইকে সাথে নিয়ে শহরের সমস্যা সমাধানের জন্য কাজ করবো। আমাকে জোটের প্রার্থী হিসেবে চুড়ান্ত না করলেও নারায়ণগঞ্জ-৫ আসনের জামায়াতের প্রার্থী মাঈনুদ্দিন ভাই আমাকে সমর্থন দিয়ে বস পড়েছে। ্আমাদের জোটের মাঝে তারাতো সবচেয়ে বড় দল। সেই হিসেবে আমি বিশ্বাস করি এই আসন থেকে আমিই প্রার্থী হবো। ত্রয়োদশ নির্বাচনে আনুষ্ঠানিক ঘোষনা না হওয়া পর্যন্ত প্রার্থীতা নিয়ে আমাদের অপেক্ষা করতে হবে।
যেহেতু অনেক গুলো দল জোটে আছে সেহেতু প্রার্থী ঘোষনা না হওয়ায় মাঠ পর্যায়ে আমাদের কাজ করতে কষ্ট হচ্ছে। আশা করি শিগ্রই নারায়ণগঞ্জ-৫ আসনে আমাকে ঘোষনা করা হবে। জোট যদি আমাকে প্রার্থী ন্ াকরে তাতেও আমার কোন দুঃখ নেই। জামায়াতের প্রার্থী যেহেতু আমাকে সমর্থন দিয়ে বসে পড়েছে আমার জন্য তারা কাজও করছে। সেই হিসেবে আমি আশাবাদি আমাকে ঘোষনা করা হবে।
খেলাফত মজলিসের এমপি প্রার্থী মামুন বলেন, এবারের নির্বাচনে নারায়ণগঞ্জ-৫ আসনে তরুন ভোটাররা দীর্ঘ দিন ভোট দিতে না পারায় তারা এবার ভোট প্রয়োগ করে নতুন ভাবে পরিবর্তন দেখতে চান। প্রায় দের লাখ ভোটার এবার ভোট প্রয়োগ করতে তরুন ভোটাররা অপেক্ষা করছে। এছাড়া নারী ভোটার হিসেবে যারা ১৬ বছর ভোট দিতে পারেন নাই তারা ভোট দিতে অধীর আগ্রহে অপেক্ষা করছে। তারা সঠিক ভাবে ভোট প্রয়োগ করতে ভুল করবে না। মানুষ এখন মিথ্যা প্রতিশ্রুতির প্রতি আশ্বস্ত হতে চান না।
পুরনো র্জানীতি, কথা বলার রাজনীতি, মিথ্যা প্রতিশ্রুতি পরিবর্তন হওয়া দরকার। আমার নিজের প্রতি যদি জাস্টিস ন্ াথাকে তাহলে আমরা কি করে মানুষকে ন্যায় বিচার দিব, দুর্নিতী মুক্ত সমাজ গড়বো। আমি দৃঢ়তার সাথে বলতে চাই আমার সাথে যারা রয়েছে তারা কেউই দুর্নিতীকে প্রশ্রয় দেয় না এবং দিবে না। আমি নির্বাচিত হলে নারায়ণগঞ্জ-৫ আসনের বন্দরের মানুষ অবহেলিত থাকবে না। আমরা তাদের নিয়ে সকল সমান অধিকারের ভিত্তিতে কাজ করে যাবো। নারায়ণগঞ্জকে মাদক মুক্ত, চাদাঁবাজ মুক্ত সুন্দর শহর গড়ে তুলবো। আর এজন্য ভোটার থেকে শুরু করে দলমত নির্বিশেষে সকলের সহযোগিতা চাই।


