Logo
Logo
×

রাজনীতি

জোটের প্রার্থীদের কাছেই যাননি কাসেমী, সমালোচনার ঝড়

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ০২ জানুয়ারি ২০২৬, ১২:০০ এএম

জোটের প্রার্থীদের কাছেই যাননি কাসেমী, সমালোচনার ঝড়

জোটের প্রার্থীদের কাছেই যাননি কাসেমী, সমালোচনার ঝড়

Swapno

নারায়ণগঞ্জ-৪ আসনে জোট প্রার্থী হিসেবে বিএনপি থেকে মনির হোসেন কাসেমী মনোনয়ন পাওয়ার খবর এখন পুরোনো হলেও, এই মনোনয়নকে কেন্দ্র করে নতুন বিতর্কে জড়িয়েছেন তিনি। তথ্যমতে, নারায়ণগঞ্জ-৪ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ছিলেন চারজন হেভিওয়েট নেতা। তারা হলেন,নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব গিয়াসউদ্দিন, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সদস্য শাহ আলম, জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি এবং এ আসনের সাবেক সংসদ সদস্য মোহাম্মদ আলী।


চারজনই নির্বাচনে অংশগ্রহণের উদ্দেশ্যে মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন। মনির হোসেন কাসেমী মনোনয়ন পাওয়ার পর শিষ্টাচার বজায় রেখে তিনি প্রথমেই নিজের আসনের মনোনয়ন প্রত্যাশী বিএনপি নেতাদের সঙ্গে সাক্ষাৎ করবেন এমনটাই প্রত্যাশা ছিল রাজনৈতিক অঙ্গনের। তাদের সঙ্গে কথা বলে ভুল বোঝাবুঝি দূর করা ও মান ভাঙানোর চেষ্টা করবেন বলেও ধারণা করা হচ্ছিল।কিন্তু বাস্তবে এর কোনো প্রতিফলন দেখা যায়নি।


অভিযোগ রয়েছে, নিজের আসনের মনোনয়ন প্রত্যাশীদের কাছে না গিয়ে মনির হোসেন কাসেমী ছুটে যান নারায়ণগঞ্জ-০৫ আসনের মনোনয়ন প্রত্যাশী আবু আল ইউসুফ খান টিপু ও অ্যাডভোকেট শাখাওয়াত হোসেন খানের কাছে। পাশাপাশি কয়েকজন বিতর্কিত ব্যক্তির সঙ্গেও তার সাক্ষাৎ নিয়ে সমালোচনা শুরু হয়েছে।এতে নারায়ণগঞ্জ-০৪ আসনের রাজনৈতিক মহলে কাসেমীকে ঘিরে তীব্র ক্ষোভ বিরাজ করছে। রাজনৈতিক সংশ্লিষ্টদের মতে, মনোনয়ন পাওয়ার পর প্রথম দায়িত্ব ছিল নিজের আসনের মনোনয়ন প্রত্যাশীদের সঙ্গে বসা, তাদের বোঝানো এবং ঐক্য গড়ে তোলা।


কিন্তু তা না করে অন্য আসনের প্রার্থীদের কাছে ছুটে যাওয়া তার রাজনৈতিক অপরিপক্কতারই বহিঃপ্রকাশ। রাজনৈতিক বিশ্লেষকদের ধারণা, এর ফলে নারায়ণগঞ্জ-৪ আসনে বিএনপির একটি বড় অংশের ভোট মনির হোসেন কাসেমীর বিপক্ষে যেতে পারে। কেউ কেউ আরও মনে করছেন, তিনি যদি শুরুতেই মনোনয়ন প্রত্যাশীদের সঙ্গে যোগাযোগ করে মান ভাঙানোর চেষ্টা করতেন,


তাহলে হয়তো তাকে এত সংখ্যক স্বতন্ত্র প্রার্থীর বিরুদ্ধে নির্বাচনে লড়তে হতো না বরং তাদের কেউ কেউ তার পক্ষে সহযোগিতায় এগিয়ে আসতে পারতেন।মনোনয়ন পরবর্তী এই আচরণ মনির হোসেন কাসেমীর জন্য নির্বাচনী মাঠে কতটা প্রভাব ফেলবে, তা নিয়ে এখন আলোচনা-সমালোচনার ঝড় বইছে রাজনৈতিক অঙ্গনে।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন