Logo
Logo
×

রাজনীতি

দল নয়, প্রার্থী দেখে ভোট দিবেন ভোটাররা

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ২৯ ডিসেম্বর ২০২৫, ১২:০০ এএম

দল নয়, প্রার্থী দেখে ভোট দিবেন ভোটাররা

দল নয়, প্রার্থী দেখে ভোট দিবেন ভোটাররা

Swapno

আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক দলগুলোর প্রার্থীরা নিজ নিজ দলের পক্ষে নির্বাচনী প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন। এদিকে বিএনপিসহ বড় রাজনৈতিক দলের প্রার্থীদের ধারনা অনুযায়ী বড়-পরিচিত দলের মার্কা পেলেই অটোপাস। কিন্তু বর্তমানে নারায়ণগঞ্জের রাজনৈতিক পেক্ষাপট অনুযায়ী সেই প্রথা আর নেই বললেই চলে।


বর্তমানে দল নয়, প্রার্থী দেখে ভোট দিতে আগ্রহ প্রকাশ করছেন ভোটাররা। এদিকে বিএনপি কিংবা জামায়াতে ইসলামীর মতো দলগুলো যখন 'ধানের শীষ' বা 'দাঁড়িপাল্লা' প্রতীকের পক্ষে মাঠের রাজনীতিতে সরব, তখন কার্যক্রম নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগের 'নৌকা' নেই ভোটের মাঠে। আর রাজনীতির নানা দোলাচলে চলছে লাঙ্গল প্রতীকের নির্বাচনের ভবিষ্যৎ। একই সাথে নির্বাচনের বাকি অল্প কিছুদিন সেই হিসেবে প্রার্থীরা তফসিল অনুযায়ী নিজস্ব কার্যক্রম পরিচালনা করে যাচ্ছেন।


বর্তমানে তফসিলের প্রথম দাপ মনোনয়নপত্র সংগ্রহ চলছে যা আগামীকালই শেষ হতে যাচ্ছে। এদিকে বর্তমানে বিএনপি বা জামায়াত হোক সকল দলের মনোনীত প্রার্থীদের থেকে ও বেশি শক্তিশালী বর্তমানে নির্বাচনে অংশ নেওয়া মনোয়ন বঞ্চিতরা। যারা ইতিমধ্যে স্বতন্ত্র হিসেবে মনোনয়ন সংগ্রহ করেছেন। বিগত দিনের নানা কর্মকাণ্ডে তাদের প্রতিই নজর সাধারণ ভোটারদের। নারায়ণগঞ্জের রাজনৈতিক বিষয়ে নানা জরিপে উঠে এসেছে বিষয়টি।
সূত্র বলছে, জরিপ অনুযায়ী বিএনপি নির্বাচনে বেশি আসন জিতবে, মত ৬৬% মানুষের।


কিন্তু সেই জরিপের পরেই দেশের বৃহত্তম রাজনৈতিক দল বিএনপিতে চলছে নাটকীয়তার খেলা। ত্যাগীদের বঞ্চিত করে দিয়েছেন একের পর এক আসনে মনোনয়ন। যাকে ঘিরে রাজপথের লড়াকু ও ত্যাগীরা নিজেদের অবস্থান জানান দিতে ইতিমধ্যে বেঁছে নিয়েছেন স্বতন্ত্রের পথ। বিএনপি মনে করেছিলেন, ধানের শীষের মার্কা পেলেই জয় নিশ্চিত। কিন্তু ভোটাররা যোগ্যতা সম্পূর্ন ব্যাক্তিকে ধানের শীষ দিয়ে দল মূল্যায়ন না করায় এবার প্রার্থী দেখে ভোটে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে ভোটাররা।


এদিকে এবার বিএনপির মনোনীত প্রার্থীদের ঠেকাতে একাধিক পরিচিত মুখ নিয়ে স্বতন্ত্র হয়ে একাধিত প্রার্থী মাঠে নামতে যাচ্ছেন। নারায়ণগঞ্জের ঘোষিত ৪টি আসনে মনোনয়ন চূড়ান্ত করেছে বিএনপি অন্য আরেকটি আসনে জোটের প্রার্থী হলে সবগুলোতেই স্থান পায়নি যোগ্য ও পরীক্ষিতরা। ইতিমধ্যে মনোনয়ন সংগ্রহ করে নারায়ণগঞ্জ-২ আসনে স্বতন্ত্র নির্বাচন করতে যাচ্ছেন সাবেক দুইবারের সাংসদ সদস্য আতাউর রহমান আঙ্গুর, নারায়ণগঞ্জ-৪ আসনে শক্তিশালী হিসেবে স্বতন্ত্র নির্বাচন করতে যাচ্ছেন সাবেক সাংসদ সদস্য আলহাজ¦ মুহাম্মদ গিয়াস উদ্দিন


অন্যদিকে স্বতন্ত্র হিসেবে মোহাম্মদ শাহ আলম থাকলে ও এই আসনে সাবেক সাংসদ হিসেবে থাকায় গিয়াস উদ্দিনের গ্রহণযোগ্যতাই বেশি ইতিমধ্যে এই আসনে মনোনয়ন সংগ্রহ করেছেন গিয়াসপন্থীরা। একই সাথে নারায়ণগঞ্জ-৩ আসনে বিএনপির সাবেক প্রতিমন্ত্রী অধ্যাপক রেজাউল করিম স্বতন্ত্র নির্বাচন করতে পারেন। তা ছাড়া নারায়ণগঞ্জ-১ আসনে কেন্দ্রীয় যুবদল নেতা দুলাল প্রধান স্বতন্ত্র হিসেবে নিবার্চনের বার্তা দিলে ও সেই আসনে শক্তিশালী প্রার্থী বিএনপির মনোনীত প্রার্থী মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু।


তা ছাড়া নারায়ণগঞ্জ-৫ আসনে ইতিমধ্যে বিএনপি থেকে ৩ মনোনয়ন প্রত্যাশীকে মনোনয়ন দেওয়া এই আসনে বিভ্রান্ত দেখা যাচ্ছে। ইতিমধ্যে এই আসনে মনোনয়ন প্রত্যাশী থাকা মাসুদুজ্জামান, আবুল কালাম, সাখাওয়াত, বাবুল সকলেই বিএনপি থেকে সংগ্রহ করে রেখেছেন মনোনয়ন। তাছাড়া গত (৩ নভেম্বর) ও (৪ ডিসেম্বর) ঘোষিত মনোনয়নে একাধিক আসনে বিএনপির ত্যাগীরা মূল্যায়িত না হওয়ায় প্রায় ৫০টির অধিক আসনে বিএনপির নেতাকর্মীদের মাঝে অসন্তোষসহ পরিবর্তনের দাবীতে আন্দোলন দেখা যায়।


এদিকে রাজধানীর লাগোয়া জেলা নারায়ণগঞ্জের ঘোষিত ৪টি আসন থেকে তিনটিতেই সেই দ্বন্দ্ব প্রকাশ্যে ছিলো। একের পর এক মানববন্ধন, মশাল মিছিল, সংবাদ সম্মেলনকসহ নানাভাবে আন্দোলনে সুফল না পেয়ে বিএনপিকে ঠেকাতে বিএনপির বঞ্চিতরা করতে যাচ্ছেন স্বতন্ত্র। একই সাথে গতকাল ঘোষিত নারায়ণগঞ্জ-৪ আসনের মনোনয়ন দীর্ঘ নাটকীয়তার পর এই আসনে জমিয়তে উলামায়ের সাথে জোট করে প্রার্থী করেছেন বিএনপি, কিন্তু নিজস্ব খেজুর গাছ প্রতীক নিয়েই নির্বাচন করতে হবে। সেই সুযোগে বিএনপির মনোনয়ন বঞ্চিত একাধিক নেতা স্বতন্ত্র করতে প্রস্তুত হয়ে রয়েছেন। স্বতন্ত্রের বিষয়টি দলের বিরুদ্ধে অবস্থান নেওয়ার মতো হলে ও সকলের দাবী, কর্মীদের চাপেই স্বতন্ত্র হলে ও নির্বাচনে যাচ্ছেন তারা।


যাকে ঘিরে এবার মাঠে বিএনপি মনোনীত বনাম বিএনপি স্বতন্ত্রের লড়াই হতে যাচ্ছে। সেই ক্ষেত্রে নারায়ণগঞ্জের ৫টি আসনেই বইতে যাচ্ছেন স্বতন্ত্রের ঢেউ। থাকলে ও নির্বাচনী মাঠ কাঁপিয়ে বিএনপির মনোনীত প্রার্থী পরাজয় ও করতে পারে এই হেভিওয়েট ৩ স্বতন্ত্রের সঙ্গে এমন নানা আলোচনা চাউর করছে। এদিকে বর্তমানে সচেতন নাগরিকরা ধানের শীষ বা দাড়িপাল্লা দেখে নয় প্রার্থীর যোগ্যতা দেখেই নিজেদের ভোটের মাধ্যমে সাংসদ সদস্য নির্বাচিত করবেন।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন