শেষ ঘোষণা পর্যন্ত ঐক্য ধরে রাখতে চান
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ২২ ডিসেম্বর ২০২৫, ১২:০০ এএম
শেষ ঘোষণা পর্যন্ত ঐক্য ধরে রাখতে চান
নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ-সিদ্ধিরগঞ্জ) আসনে সাতজন মনোনয়ন বঞ্চিতদের নেতৃত্বে গঠিত ঐক্যজোটের নেতৃত্বে পুনরায় আরও একটি গোপন বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আর এই বৈঠকে উঠে এসেছে এখনই মাঠ ছাড়ছেন না তারা তারেক রহমানের প্রত্যাবর্তনের পরও তারা মনোনয়ন যুদ্ধ চালিয়ে যাবেন ৭জন মনোনয়ন বঞ্চিত যেকোন একজনকে মনোনীত করার লক্ষ্যে।
এছাড়া মনোনয়ন যুদ্ধ হাড়লেও বঞ্চিত ৭জনের যে কেউ স্বতন্ত্র প্রার্থী হতে পারেন। কিন্তু মনোনয়ন যুদ্ধের পর চূড়ান্ত মনোনয়নে বঞ্চিতদের কেউই মনোনীত না হলে এবং শেষ ভরসা তারেক রহমানের প্রত্যাবর্তনের পরও তাদের মূল্যায়ন না ঘটলে ঐক্যমত ছেড়ে ব্যক্তি রাজনীতি পারেন বঞ্চিতরা।
সূত্র বলছে, গত (১৮ ডিসেম্বর) পূর্বের ন্যায় নারায়ণগঞ্জ-৩ আসনের সাবেক এমপি রেজাউল করিমের বাসভবনে এই বৈঠক অনুষ্ঠিত হয়। এর আগে গত ১৮ নভেম্বর রাতে নারায়ণগঞ্জ-৩(সোনারগাঁ-সিদ্ধিরগঞ্জ) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আলহাজ¦ মুহাম্মদ গিয়াসউদ্দিন,মামুন মাহমুদ,রেজাউল করিম,এস এম ওলিউর রহমান আপেল,অধ্যাপক ওয়াহিদ বিন ইমতিয়াজ বকুল,মুজাহিদ মল্লিক,খন্দকার আবু জাফরের নেতৃত্বে ঐক্যজোট করে নারায়ণগঞ্জ-৩(সোনারগাঁ-সিদ্ধিরগঞ্জ)আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থী মান্নানের বিপরীতে অংশ নেন।
এছাড়া তাদের পক্ষ থেকে তারেক রহমান বরাবর মান্নানের মনোনয়ন বাতিলের দাবিতে আবেদন করেন। সেই সাথে তাদের সমর্থকরা ধারাবাহিক ভাবে বিক্ষোভ ও মশাল মশাল মিছিলও করেন। কিন্তু এসকল কার্যক্রম নারায়ণগঞ্জের অন্যান্য আসনেও প্রতিয়মান ছিল। এদিকে নারায়ণগঞ্জ-৫ আসনে ইতিমধ্যেই বিএনপির মনোনীত সম্ভাব্য প্রার্থীর বিপরীতে প্রার্থী হিসেবে দাবি করছেন সাখাওয়াত হোসেন খান। কিন্তু নারায়ণগঞ্জ-৩ আসনেও পরিবর্তনের ইঙ্গিত শোনা গেলেও এখনও কোন প্রার্থীর নাম শোনা যাচ্ছে না।
এদিকে নারায়ণগঞ্জ-৩(সোনারগাঁ-সিদ্ধিরগঞ্জ) আসনে ৭জন মনোনয়ন বঞ্চিতদের নেতৃত্বে সিদ্ধান্ত হয়েছে তারেক রহমানের প্রত্যাবর্তন পর্যন্ত তারা ঐক্যে অটুট থেকে মনোনয়ন যুদ্ধে থাকবেন এবং তারপরও মনোনয়ন বঞ্চিত হলে ঐক্যজোট থেকে যে কেউ স্বতন্ত্র নির্বাচনে অংশ নিবেন। এছাড়া বঞ্চিতদের অন্যান্যরা ব্যক্তি রাজনীতিতে অগ্রসর হবেন।


