Logo
Logo
×

রাজনীতি

১১ ডিসেম্বর তফসিল হলে চ্যালঞ্জে পড়বে প্রার্থীরা

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ০৭ ডিসেম্বর ২০২৫, ১২:০০ এএম

১১ ডিসেম্বর তফসিল হলে চ্যালঞ্জে পড়বে প্রার্থীরা

১১ ডিসেম্বর তফসিল হলে চ্যালঞ্জে পড়বে প্রার্থীরা

Swapno

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে প্রচার প্রচারনায় পুরোদমে ব্যস্ত সময় পাড় করা কথা রাজনৈতিক দল গুলোর এমপি প্রার্থীদের। বিশেষ করে ক্ষমতাচ্যুত দল আওয়ামী লীগ বিহীন নির্বাচনে মুল লড়াই হতে যাচ্ছে জামায়াত বিএনপির প্রার্থীদের মাঝে। এছাড়া জামায়াত সহ ইসলামী ৮ দল জোট গঠন করে নির্বাচনের মাঠে শক্তিশালী অবস্থান তৈরী করেছে। কিন্তু বিএনপির আপোষহীন নেত্রী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ্য হয়ে সংকট অবস্থা থাকায় দলের মনোনীত এমপি প্রার্থীরা দোয়া করে যাচ্ছেন। একই সাথে রাজনৈতিক দলমতের উর্ধে গিয়ে সারাদেশের মানুষ দোয়া করে যাচ্ছে।


তবে সকলের উর্ধে গিয়ে সরকার খালেদা জিয়ায়কে অতীব গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে ঘোষনা করেছে। বিএনপির হাই কমান্ডের ঘোষনা অনুযায়ী নারায়ণগঞ্জ বিএনপি মনোনীত এমপি প্রার্থীরা প্রচারনায় না থেকে দোয়ার মাঝে থেকে  মানুষের কাছে যাচ্ছে। দলের আপোষহীন নেত্রী খালেদা জিয়া হাসপাতালে সংকটাপন্ন থাকায় তার নির্বাচনের অংশ গ্রহন নিয়ে ধোয়াশা রয়েছে। এই পরিস্খিতিতে নারায়ণগঞ্জের বিএনপি মনোনীত প্রার্থীরা প্রচারনায় কিংবা গণসংযোগে যেতে পারছে না। কয়েক দিন পরেই নির্বাচনের তপসিল ঘোষনা করা হতে যাচ্ছে। এই পরিস্থিতিতে নারায়ণগঞ্জ বিএনপি প্রার্থীরা কতটুকু প্রস্তুত রয়েছে।



এদিকে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষনা হতে পারে ১১ ডিসেম্বর। তাই প্রশ্ন উঠেছে তখন তফসিল ঘোষনা হলে নির্বাচনের মাঠে বিএনপির নারায়ণগঞ্জের প্রার্থীরা কতটুকু প্রস্তুত রয়েছে তা নিয়ে চলছে আলোচনা। কেননা  এখনো পর্যন্ত নারায়ণগঞ্জের ৫ টি আসনে বিএনপির চুড়ান্ত প্রার্থী ঘোষনা না হওয়ায় মনোনয়ন বঞ্চিতরা কারো পক্ষে মাঠে নামা কিংবা কাউকে সসমর্থন দেন নাই। তারা এখনো দলের চড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষার দিকে তাকিয়ে রয়েছে। তাই নির্বাচনী বাতাসে চ্যালেঞ্জে পড়েছে বিএনপি প্রার্থীরা।


দলীয় সুত্রমতে, গত ৩ নভেম্বর বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ্ইসলাম আলগীর সারাদেশে ২৩৭ টি আসন সহ নারায়ণগঞ্জের ৪টি আসনে প্রাথমিক ভাবে প্রার্থী ঘোষনা করেন। সেই থেকে নারায়ণগঞ্জ বিএনপি মনোনীত এবং মনোনয়ন বঞ্চিতদের মাঝে বিভক্ত হয়ে যায়। দুই পক্ষ দুই দিকে প্রচারনায় থেকে মানুষের কাছে যাচ্ছে। নারায়ণগঞ্জের ৪টিট আসনের মনোনীত প্রার্থীরা হলেন, নারায়ণগঞ্জ-১ রুপগঞ্জ আসন থেকে বিএনপির প্রার্থী হিসেবে নাম ঘোষনা করা হয়েছে নারায়ণগঞ্জ জেলা বিএনপির প্রথম যুগ্ম আহ্বায়ক ও বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্সের সভাপতি  মোস্তাফিজুর রহমান ভূইয়া (দিপু)।


নারায়ণগঞ্জ-২ আসন আড়াই হাজার থেকে বিএনপির সম্ভাব্য প্রার্থী হিসেবে রয়েছেন বিএনপির ঢাকা বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক। নারায়ণগঞ্জ-৩ আসনে বিএনপির সোনারগাঁ উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নান মনোনয়ন ঘোষিত হওয়ার পর থেকে  মাঠে তৎপরতা চালাচ্ছেন। নারায়ণগঞ্জ-৪ আসনে এখনো বিএনপির প্রার্থী ঘোষনা করা হয় নাই। নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপির মনোনয়ন পেয়ে খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া চেয়ে বিভিন্ন এলাকায় মানুষকে নিয়ে দোয়া করে যাচ্ছেন শিল্পপতি মাসুদুজ্জামান মাসুদ। তারা প্রত্যেকেই এখন নেত্রীর জন্য দোয়া করে যাচ্ছেন। এছাড়া তাদের নির্বাচনী এলাকায় গিয়ে মানুষকে নিয়ে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতায় দোয়া পরিচালনা করছেন।

নির্বাচন কমিশনের বিভিন্ন মিডিয়ার তথ্যমতে, ১১ ডিসেম্বর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষনা করা হতে পারে। সেই হিসেবে আগামী বছরের ৮ ফেব্রুয়ারি নির্বাচনের ভোট গ্রহনের তারিখ ঘোষনা হতে যাচ্ছে। এছাড়া নির্বাচন কমিশন সচিবালয়ের ব্যবস্থাপনা শাখা থেকে তফসিলের একটি খসড়া করা হয়েছে বলে জানা গেছে বিভিন্ন গণমাধ্যমে প্রচারিত তথ্যমতে। খসড়া সূত্রে জানা যায়, ১১ ডিসেম্বর তফসিল ঘোষণা,


মনোনয়নপত্র জমা দেওয়ার সময় ২৫ ডিসেম্বর, মনোনয়ন যাচাই-বাছাই ২৬ থেকে ৩০ ডিসেম্বর; আপিল ৩১ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি, আপিল নিষ্পত্তি ৫ থেকে ১০ জানুয়ারি, প্রার্থিতা প্রত্যাহার ১১-১২ জানুয়ারি এবং প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ করা হবে ১৩ জানুয়ারি। আর ভোট হবে ৮ ফেব্রুয়ারি। অবশ্য, প্রতীক বরাদ্দ থেকে ভোট গ্রহণের সময় আরো কিছুটা কমতে পারে। কারণ ১৩ জানুয়ারি প্রতীক বরাদ্দ হলেও ওইদিন থেকে প্রার্থীরা আনুষ্ঠানিক প্রচারে যেতে পারবেন না। নির্বাচনি আচরণবিধি অনুযায়ী ভোট গ্রহণের তিন সপ্তাহ আগে কোনো প্রচারে প্রার্থীরা অংশ নিতে পারবেন না।

রাজনৈতিক বিশ্লেষকদরে মতে জামায়াত সহ ইসলামী ৮ দল পুরোদমে প্রচারনায় থেকে বিভাগীয় শহরে সমাবেশ করে যাচ্ছে। তবে তারাও এখনো চুড়ান্ত প্রার্থী দেয় নাই। কিন্তু আর মাত্র কয়েক দিন পড়েই নির্বাচনের তফসিল ঘোষনা হলে তখন বিএনপির  প্রার্থীদের বেকায়দায় পড়তে হতে পারে। কেননা এক দিকে তাদের নেত্রী সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া সুস্থ হতে পারবেন কিনা তা নিয়ে অনিশ্চিত অবস্থায় রয়েছে।


তখন এই পরিস্থিতিতে তারা কতটুকু মাঠে থেকে মানুষের কাছে যেতে পারবে তাও দেখার বিষয়। এছাড়া নির্বাচন নিয়ে প্রস্তুতির ক্ষেত্রে প্রার্থীরা এখনো শক্ত ভাবে প্রস্তুতি গুহন করতে পারছে কি না তা নিয়েও আলোচনা চলছে বিশ্লেষকদের মাঝে।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন