নারায়ণগঞ্জ-৪ আসনে দ্বিধাদ্বন্দ্বে বিএনপি
প্রচারণায় ব্যস্ত ইসলামীদলগুলো
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ০৭ ডিসেম্বর ২০২৫, ১২:০০ এএম
প্রচারণায় ব্যস্ত ইসলামীদলগুলো
নারায়ণগঞ্জ-৪(ফতুল্লা) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের এখনো মনোনীত না করায় দ্বিতীয় দাপের মনোনয়ন ঘোষণায় বিএনপি আসনটি খালি রাখায় দ্বিধা দ্বন্দ্বে ভুগছে বিএনপির মনোনয়ন প্রত্যাশী এবং সমর্থকরা। এদিকে টানা দ্বিতীয়বারের মত নারায়ণগঞ্জ-৪(ফতুল্লা) আসনে বিএনপির প্রার্থী না দেয়ায় বিএনপির জোটের প্রার্থী হিসেবে বিভেচিত মনির হোসেন কাশেমী শিবিরে দেখা দিয়েছে স্বস্তির নিশ্বাস।
কারণ নারায়ণগঞ্জ-৪(ফতুল্লা) আসনটিতে দ্বিতীয় দাপের মনোনয়ন ঘোষণার পরও বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের নাম না থাকায় স্বাভাবিক ভাবেই ধারণা করা হচ্ছে আসনটি জোটের প্রার্থীকে ছাড় দিতে চায় বিএনপি। এদিকে বিএনপির এমন সিদ্ধান্তের কারণে দ্বিধা দ্বন্দ্বে ভুগছে বিএনপি নেতাকর্মীরা। আলোচনায় এবং প্রচারণায় ব্যস্ত সময় পার করছে ইসলামীদলের মনোনীত প্রার্থীরা।
সূত্র বলছে, নারায়ণগঞ্জ-৪ আসনে বিএনপির আলোচিত মনোনয়ন প্রত্যাশী হচ্ছেন বর্তমানে আলহাজ¦ মুহাম্মদ গিয়াসউদ্দিন, শাহ আলম,মোহাম্মদ আলী,মশিউর রহমান রনি। মোহাম্মদ আলী নতুন ভাবে নির্বাচনের ঘোষণা দিয়ে নতুন আলোচনা সমালোচনার জন্ম দেয়। এছাড়া তাঁকে নিয়েও বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে বাকযুদ্ধ দেখা দিয়েছে। এমন পরিস্থিতির মধ্যেই বিএনপির আরও ৩৬জন প্রার্থী ঘোষণা দেন। যেখানে ফতুল্লা আসনটি খালি রেখে প্রার্থী ঘোষণা করা হয়েছে।
এমতাবস্থায় জোটের প্রার্থী চূড়ান্ত হওয়ার সম্ভাবনা যতটা ততটা উক্ত আসনে সদ্য ঘোষিত নারায়ণগঞ্জ-৪ আসনে সংসদ নির্বাচন করতে চাওয়া মোহাম্মদ আলীর স্বতন্ত্র নির্বাচন করার বিষয়টি অনেকটা আলোচনায় আসছে। এদিকে সার্বিক দিক পাত্তা না দিয়ে ইসলামী আন্দোলন,জামায়াত ইসলালের প্রার্থীরা নির্বাচনী মাঠ চাঙা রাখতে এবং উক্ত আসনে বিএনপির প্রার্থী না থাকার সম্ভাবনা থাকায় তারাও নির্বাচনী কার্যক্রম ব্যস্ত সময় পার করছেন আসনটিতে জয়ী হওয়া লক্ষ্যে। তারই অংশ হিসেবে ৫ ডিসেম্বর শুক্রবার নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা) আসনে হাতপাখা প্রতীকের প্রার্থী মুফতি ইসমাঈল সিরাজীর নেতৃত্বে অনুষ্ঠিত হয়েছে এক বর্ণাঢ্য ‘মার্চ ফর হাতপাখা’ কর্মসূচি।
শুক্রবার (৫ ডিসেম্বর) সকাল ৯টায় কুতুবপুর ইউনিয়নের লামাপাড়া এলাকা থেকে শুরু হওয়া এ শোডাউনে অংশ নেয় তিন শতাধিক মোটরসাইকেল ও সাড়ে তিন শতাধিক গাড়ি। পুরো রুটজুড়ে নেতাকর্মী-সমর্থকদের স্লোগান, ব্যানার ও দলীয় প্রতীকে মুখর ছিল এলাকা। শোডাউনটি কুতুবপুরের লামাপাড়ার পরে ফতুল্লা ও কাশিপুরসহ আসনের সাতটি ইউনিয়ন প্রদক্ষিণ করে বক্তাবলীতে গিয়ে শেষ হয়।
বিভিন্ন ইউনিয়ন থেকে দলীয় নেতা-কর্মী ও সমর্থকরা শোভাযাত্রায় যুক্ত হয়ে পুরো এলাকার নির্বাচনী পরিবেশকে প্রাণবন্ত করে তোলেন। এদিকে নারায়ণগঞ্জ-৪ আসন (ফতুল্লা) শ্রমিক সমাবেশের মাধ্যমে শুক্রবার (৫ ডিসেম্বর) ফতুল্লায় নির্বাচনী কার্যক্রমে অংশ হিসেবে শ্রমিক সমাবেশের মাধ্যমে প্রচারণা চালান জামায়াত ইসলামের প্রার্থী মাও.আব্দুল জব্বার।


