Logo
Logo
×

রাজনীতি

নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ-সিদ্ধিরগঞ্জ) আসনে

মান্নানের বিপরীতে শক্তিশালী ইসলামী দলের প্রার্থীরা

Icon

এম মাহমুদ

প্রকাশ: ০৭ ডিসেম্বর ২০২৫, ১২:০০ এএম

মান্নানের বিপরীতে শক্তিশালী  ইসলামী দলের প্রার্থীরা

মান্নানের বিপরীতে শক্তিশালী ইসলামী দলের প্রার্থীরা

Swapno



# বিএনপির চূড়ান্ত মনোনয়নের পর স্বতন্ত্র প্রার্থীরও দেখা দিতে পারে


নারায়ণগঞ্জ (সোনারগাঁ-সিদ্ধিরগঞ্জ) আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থী আজহারুল ইসলাম মান্নানের সাথে নির্বাচনী দৌড়ে এগিয়ে থাকতে জামায়াত ইসলাম-ইসলামী আন্দোলন থেকে হেভীওয়েট প্রার্থী দিয়েছে। ইসলামী আন্দোলনে নারায়ণগঞ্জ(সোনারগাঁ-সিদ্ধিরগঞ্জ) আসনে প্রার্থী পরিবর্তন করে সাবেক রাষ্ট্রদূত এবং জাপার প্রভাবশালী নেতাকে প্রার্থী করেছেন ইসলামী আন্দোলন। এদিকে নারায়ণগঞ্জ(সোনারগাঁ-সিদ্ধিরগঞ্জ) আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়নে মান্নান টিকে গেলে মান্নানের বিপরীতে বিএনপির মনোনয়ন বঞ্চিতদের থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মান্্নানের সাথে মুখোমুখি অবস্থানে যেতে পারেন।


সূত্র বলছে,  নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ-সিদ্ধিরগঞ্জ) আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থী মান্নানকে নিমিষেই নির্বাচনী প্রতিযোগীতায় ইসলামী আন্দোলনের প্রার্থী পরিবর্তন করে গোলাম মসীহকে প্রার্থী করেছেন। সূত্র নিশ্চিত করেছেন যে, ২০০৮ সালের দিকে জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়েও নির্বাচন করেননি। পরবর্তীতে টানা দুবার জাতীয় সংসদে বিরোধীদলীয় নেতা রওশন এরশাদের রাজনৈতিক সচিব হিসেবে নিয়োগ পান গোলাম মসীহ। গোলাম মসীহ ২০১৫ সালের জুলাই থেকে ২০২০ সালের জুলাই পর্যন্ত সৌদি আরবে বাংলাদেশের রাষ্ট্রদূত এবং আইসির স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেন।


এছাড়া ২০২৪ সালের জাতীয় সংসদ নির্বাচনেও জাপার মনোনয়ন প্রত্যাশী হিসেবে আলোচনায় থেকে জোটের প্রার্থী হিসেবে জাপাকে নারায়ণগঞ্জ-৩ আসনে প্রার্থী না দেয়ার আলোচনা থাকায় পরবর্তীতে নির্বাচনী আলোচনা থেকে আবারও দূরে সরে যান। ২০২৫ সালের অক্টোবরের প্রথম দিকে দলটির আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা হিসেবে নিয়োগ পান গোলাম মসিহ। এরপর থেকেই ইসলামী আন্দোলনের পক্ষে আন্তর্জাতিক অবস্থান বাড়াতে কাজ করে যাচ্ছেন। যার ফলাফল স্বরূপ সোনারগাঁয়ের বাসিন্দা হিসেবে বিএনপির স্বশিক্ষিত দুর্বল প্রার্থী মান্নানের বিপরীতে ইসলামী আন্দোলনের প্রার্থী পরিবর্তন করে হেভীওয়েট প্রার্থী হিসেবে গোলাম মসীহকে নিয়োগ দেন।


যার কারণে গোলাম মসীহকে নিয়ে মান্নানের বিপরীতে নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ-সিদ্ধিরগঞ্জ) আসনে ব্যাপক আলোচনা সমালোচনা রয়েছে। নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ-সিদ্ধিরগঞ্জ) আসন থেকে জামায়েতে ইসলামীর প্রার্থী হচ্ছেন জামায়াতের কেন্দ্রীয় শুরা সদস্য ড. মো. ইকবাল হোসাইন ভুইয়া। তিনি ইতিপূর্বে জামায়াতে ইসলামীর হয়ে উপজেলা ভাইস চেয়ারম্যান নির্বাচন করেছিলেন।


শিক্ষানুরাগী হিসেবে শিক্ষিত সমাজে তার গ্রহণযোগ্যতা রয়েছে। এছাড়া ইকবাল ভূইয়া জামায়াত ইসলামের প্রার্থী হিসেবে শক্ত অবস্থানে রয়েছেন। এছাড়া নারায়ণগঞ্জ(সোনারগাঁ-সিদ্ধিরগঞ্জ) আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থী আজহারুল ইসলাম মান্নানের পরিবর্তন না ঘটে বিএনপির মনোনয়ন বঞ্চিতদের মধ্য থেকে স্বতন্ত্র প্রার্থী হওয়ার মত আলোচনা রয়েছে। যার কারণে স্বাভাবিক ভাবেই বলা যাচ্ছে নারায়ণগঞ্জ-৩ আসনে মান্নানের বিপরীতে শক্তিশালী ইসলামীদলের প্রার্থীরা।  

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন