মামুন মাহমুদকে নিয়ে ঐক্যজোটে টেনশন
নারায়ণগঞ্জ-৩(সোনারগাঁ-সিদ্ধিরগঞ্জ) আসনে বিএনপির সম্ভাব্য মনোনীত প্রার্থী আজহারুল ইসলাম মান্নানের মনোনয়ন বাতিলের দাবিতে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বরাবর আবেদন জানিয়ে নারায়ণগঞ্জ-৩ আসনের ৬জন মনোনয়ন প্রত্যাশী এবং সোনারগাঁ উপজেলা বিএনপির সাবেক সভাপতি খন্দকার আবু জাফর ঐক্যজোট করেন। সেখান থেকে সিদ্ধান্ত হয় আগামীতে তাদের নেতৃত্বে ঐক্যবদ্ধ ভাবে সোনারগাঁ-সিদ্ধিরগঞ্জ এলাকায় সভা সমাবেশ দলীয় কার্যক্রম এক মঞ্চে পালন করবেন। কিন্তু ঐক্যজোট গঠনের পরই ওমরা পালনে দেশত্যাগ করেন নারায়ণগঞ্জ-৩(সোনারগাঁ-সিদ্ধিরগঞ্জ) আসনের বিএনপির সম্ভাব্য প্রার্থী মামুন মাহমুদ।
এরমধ্যে নারায়ণগঞ্জ-৩(সোনারগাঁ-সিদ্ধিরগঞ্জ) আসনে অন্যান্য মনোনয়ন প্রত্যাশীদের নেতৃত্বে জনসভা এবং বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বিশাল দোয়া মাহফিল করেছেন। কিন্তু নারায়ণগঞ্জ-৩(সোনারগাঁ-সিদ্ধিরগঞ্জ) আসনের বিএনপির সম্ভাব্য প্রার্থী মামুন মাহমুদ ওমরাহ পালন শেষে দেশে ফিরে নিজের ব্যক্তিগত রাজনৈতিক কার্যক্রম সভা মাহফিল পরিচালনা করলেও ঐক্যজোটের মাধ্যমে এখনো তিনি কোন প্রকার একীভূত ভাবে সভা সমাবেশ বা একীভূত হচ্ছে না। যেটা নিয়ে ঐক্যজোট করা মনোনয়ন প্রত্যাশীদের সমর্থকদের মধ্যেও সন্দেহের দানা বাঁধছে।
সূত্র বলছে, নারায়ণগঞ্জ-৩(সোনারগাঁ-সিদ্ধিরগঞ্জ) আসনে বিএনপির সম্ভাব্য মনোনীত প্রার্থী আজহারুল ইসলাম মান্নানের মনোনয়ন বাতিলের দাবিতে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বরাবর আবেদন জানানোর মধ্য দিয়ে সেখান থেকে সিদ্ধান্ত হয় ঐক্যবদ্ধ ভাবে দলীয় এবং বিভিন্ন কার্যক্রম পরিচালনা করবেন তারা ঐক্যবদ্ধ ভাবে। আর এই ঐক্যে রয়েছেন নারায়ণগঞ্জ-৩(সোনারগাঁ-সিদ্ধিরগঞ্জ) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী মুহাম্মদ গিয়াসউদ্দিন,মামুন মাহমুদ,রেজাউল করিম,এস এম ওলিউর রহমান আপেল,অধ্যাপক ওয়াহিদ বিন ইমতিয়াজ বকুল,মুজাহিদ মল্লিক এবং সোনারগাঁ উপজেলা বিএনপির সাবেক সভাপতি খন্দকার আবু জাফর।
এই ঐক্যজোট গঠনের পর ওমরাহ করতে যান মামুন মাহমুদ। কিন্তু এরমধ্যে এসকল মনোনয়ন প্রত্যাশীদের উদ্যোগে তাদের পরিকল্পনা অনুযায়ী সোনারগাঁয়ে একটি জনসভা করেছেন এবং দোয়া মাহফিল করছেন। এরমধ্যেই মাহমুদ মাহমুদ দেশে ফিরলেও তার নেতৃত্বে সিদ্ধিরগঞ্জে অপর এক জনসভা এবং ঐক্যজোটের নেতৃত্বে যেকোন প্রকার প্রোগ্রাম হওয়ার কথা থাকলেও মামুন মাহমুদ ওমরাহ পালন শেষে তার ব্যক্তিগত বিভিন্ন সভা সমাবেশ দোয়া মাহফিল পরিচালনা অংশ নিয়ে আসলেও ঐক্যজোটের নেতৃত্বে এক মঞ্চে মামুন মাহমুদের উপস্থিতিতে কোন প্রকার সভা সমাবেশ দোয়া এমন কোন প্রকার এখনো প্রোগ্রাম না হওয়ায় ঐক্যজোটের মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে তীব্্র সমালোচনা চলমান রয়েছে।
তাদের মতে, আমাদের নেতাদের মধ্যে দীর্ঘদিনের রাজনৈতিক বৃহৎ অনৈক্যের অবসান করে ঐক্যবদ্ধ হয়েছেন নারায়ণগঞ্জ-৩(সোনারগাঁ-সিদ্ধিরগঞ্জ) আসনে বিএনপি এবং জনগণের স্বার্থে। তাদের এমন সিদ্ধান্তের পর অনেক আত্মবিশ্বাসী হয়েছি আমরা আগামীতে রাজনীতিতে টিকে থাকার জন্য। কিন্তু এরমধ্যেই আমাদের নেতাদের মধ্যে ঐক্যের প্রতিচ্ছবি দেখা গেলেও সেখানে যেকোন কারণে নারায়ণগঞ্জ-৩(সোনারগাঁ-সিদ্ধিরগঞ্জ) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী মামুন মাহমুদ অনুউপস্থিত ছিলেন। কিন্তু মামুন মাহমুদের নেতৃত্বে তিনি সিদ্ধিরগঞ্জের বাসিন্দা হিসেবে আমাদের সকল মনোনয়ন প্রত্যাশীদের একক মঞ্চে দেখা যাবে এমন কার্যক্রম অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। এমনটা অজ্ঞাত কারণে এখনো হচ্ছে না।
তবে আমাদের এখন প্রশ্ন ঘুরপাক খাচ্ছে নারায়ণগঞ্জ-৩(সোনারগাঁ-সিদ্ধিরগঞ্জ) আসনে বিএনপির সম্ভাব্য মনোনীত প্রার্থী বাতিলের আবেদনের জন্যই কি আমাদের নেতাদের সাথে ঐক্যমতে ফিরেছিলেন মামুন মাহমুদ। কারণ তিনি ওমরাহ পালন শেষে ব্যক্তিগত ভাবে বিভিন্ন সভা সমাবেশে দোয়া মাহফিলে অংশ নিচ্ছেন। কিন্তু তার নেতৃত্বে একই মঞ্চে সকলের অংশগ্রহণে যেকোন একটি প্রোগ্রাম হওয়ার কথা থাকলেও সেটা অজ্ঞাত কারণে হচ্ছে না। এদিকে ঐক্যজোটের এক মনোনয়ন প্রত্যাশীদের সাথে কথা হলে জানান, মামুন মাহমুদের নেতৃত্বে জেলা বিএনপি ব্যানারে আমাদের সকলের উপস্থিতিতে বেগম খালেদা জিয়ার সুস্থতা দোয়া কামনায় একটি মিলাদ মাহফিল আয়োজনের পরিকল্পনা রয়েছে।


