Logo
Logo
×

রাজনীতি

নারায়ণগঞ্জ-৪ আসন নিয়ে চতুর্মুখী লড়াই

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ০৩ ডিসেম্বর ২০২৫, ১২:০০ এএম

নারায়ণগঞ্জ-৪ আসন নিয়ে চতুর্মুখী লড়াই

নারায়ণগঞ্জ-৪ আসন নিয়ে চতুর্মুখী লড়াই

Swapno

নারায়ণগঞ্জ-৪ আসনে সীমানা চূড়ান্ত পুনর্বিন্যাসের পর থেকে আসনটি ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ নিয়ে গঠিত হলেও পুনর্বিন্যাসের মাধ্যমে হয়েছে দুটি ইউনিয়ন নতুন যুক্ত হয়ে ফতুল্লা এলাকা নিয়ে। যার ফলে নারায়ণগঞ্জ-৪ আসনের মনোনয়ন প্রত্যাশীদের মধ্যেও নানা হিসেবে নিকেশ শুরু হয়। এছাড়া বিএনপি থেকে জোটের প্রার্থী হিসেবে মনির হোসেন কাশেমীকে মনোনীত করার গুঞ্জন চলমান থাকে। কিন্তু মনোনয়ন দেয়ার ক্ষেত্রে বিএনপি  আসনটি খালি রেখেছেন।


এরপর বিএনপি বা জোটের প্রার্থী করা হবে কিনা এই হিসেব নিকেশ আরও জটিল করে দেয় নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সাংসদ মোহাম্মদ আলী। তিনি এমন হিসেব নিকেশের মধ্যে নারায়ণগঞ্জ-৪ আসনে নির্বাচন করার ঘোষণা দেন। তবে তিনি কোন দল থেকে নির্বাচন করবেন ষ্পষ্ট না করলেও নারায়ণগঞ্জের বিভিন্ন অলি গলিতে ধানের শীষের পক্ষে পোস্টারিং করছেন।


সূত্র বলছে, নারায়ণগঞ্জ-৪ আসনে বিএনপির আলোচিত মনোনয়ন প্রত্যাশী হচ্ছেন বর্তমানে আলহাজ¦ মুহাম্মদ গিয়াসউদ্দিন, শাহ আলম,মোহাম্মদ আলী। মোহাম্মদ আলী নতুন ভাবে নির্বাচনের ঘোষণা দিয়ে নতুন আলোচনা সমালোচনার জন্ম দেয়। এছাড়া তাঁকে নিয়েও বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে বাকযুদ্ধ দেখা দিয়েছে। কিন্তু সম্প্রতি নির্বাচনী বিধিমালায় আরপিও সিস্টেম চালু করায় জোট করলেও সকল প্রার্থীই যার যার দলের প্রতীকে নির্বাচন করবেন। এদিকে এই সিস্টেমের পর নড়েচড়ে বসেন মনির হোসেন কাশেমী তিনি মতামত প্রকাশ করেন তিনি যেকোন প্রয়োজনে নির্বাচন করতে প্রস্তুত।


মনির হোসেন কাশেমীকে বিএনপি থেকে জোটের প্রার্থী ঘোষণা করা হবে এমন আলোচনায় বিএনপির মনোনয়ন প্রত্যাশী শাহ আলমসহ আরো অনেকেই যেকোন মূল্যে উক্ত আসনে বিএনপির মনোনীত প্রার্থীর লক্ষ্যে কাজ করছেন। এছাড়া মনির হোসেন কাশেমীকে জোটের প্রার্থী করা হতে পারে এমন আলোচনায় নারায়ণগঞ্জ-৪ আসনে স্বতন্ত্র প্রার্থী হতে পারেন মোহম্মদ আলী এমন সংবাদও আলোড়ন তুলেন। এদিকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আলহাজ¦ মুহাম্মদ গিয়াসউদ্দিন জনপ্রিয় বিএনপির ভালো মানের প্রার্থী দেয়ার জন্য কেন্দ্রীয় নেতাদের প্রতি আবেদন জানাচ্ছেন।


সেই সমালোচিত প্রার্থীদের নানা অপকর্মের ঘটনা ইঙ্গিতপূর্ণ বক্তব্য রেখে কেন্দ্রকে সতর্ক বার্তা দিয়ে অবগত করছেন। ত্র বলছে, নারায়ণগঞ্জ-৪ আসন থেকে ২০১৮ সালে একাদশ সংসদ নির্বাচনে ধানের শীষের প্রতীক এবং বিএনপির মনোনয়নে নির্বাচন করেছিলেন মনির হোসেন কাশেমী। তবে আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনেও বিএনপি জমিয়াতে উলামায়ের সাথে জোট গঠন করলে জোটের প্রার্থী হিসেবে মনির হোসেন কাশেমীকে ফের বিএনপি থেকে মূল্যায়ন করা হবে বলে বিভিন্ন ভাবে আলোচিত হচ্ছে।


মনির হোসেন কাশেমীকে ছাড় না দিতে ব্যাপকভাবে প্রস্তুত রয়েছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সাংসদ মোহম্মদ আলী। অপরদিকে কাশেমীকে বাদ দিয়ে বিএনপির মনোনীত প্রার্থী হয়ে আসতে ব্যাপক প্রচেষ্টা চালাচ্ছেন শাহ আলম। এদিকে নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সাংসদ গিয়াসউদ্দিন বর্তমান আলোচিত কাশেমীসহ মোহাম্মদ আলী,শাহ আলমের বর্তমান এবং পূূর্বের কার্যক্রম নিয়ে ইঙ্গিতপূর্ণ বক্তব্য রেখে বিএনপিকে সতর্ক বার্তা পাঠাচ্ছেন। এভাবেই চলছে নারায়ণগঞ্জ-৪ আসনে চতুর্মুখী লড়াই।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন