Logo
Logo
×

রাজনীতি

না.গঞ্জ-৪ আসনে সংসদ সদস্য পদে

প্রার্থী হওয়ার ঘোষণা দিলেন মোহাম্মদ আলী

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ০৩ ডিসেম্বর ২০২৫, ১২:০০ এএম

প্রার্থী হওয়ার ঘোষণা দিলেন  মোহাম্মদ আলী

প্রার্থী হওয়ার ঘোষণা দিলেন মোহাম্মদ আলী

Swapno



নারায়ণগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা কমান্ড আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী নারায়ণগঞ্জ-৪ আসন থেকে নির্বাচনের ঘোষণা দিয়েছেন। একই সাথে তিনি বক্তাবলী পরগনাবাসির সমর্থন চাইলেও তারা তাকে নির্বাচন করার আহবান জানান। তিনি দল থেকে মুক্তিযোদ্ধা কোটায় মনোনয়ন চেয়েছে দল তাকে দিবে বলে আশাবাদী। দল থেকে না পেলেও তিনি স্বতন্ত্র প্রার্থী হবেন বলে জানান তিনি।


গতকাল ২৯ নভেম্বর বিকেলে বক্তাবলী কানাইনগর এক স্মরণসভায় তিনি সকলের উদ্দেশ্যে বলেন, আপনারা চাইলে মতামত দিলে আমি নির্বাচন করবো। এসময় সাবেক এমপি মোহাম্মদ আলী বলেন, বক্তাবলীর মাটি মানুষের  সাথে আমি মিশে গেছি। এই এলাকার মানুষ যদি আমাকে সমর্থন করেন, আমাকে নির্বাচন করার জন্য দোয়া করেন এবং সাহস দেন তাহলে আমি নির্বাচন করবো। আমি আপনাদের দোয়া নিয়ে এগিয়ে যেতে চাই।


এসময় তিনি নির্বাচন করার ঘোষণা দেন।। একই অনুষ্ঠানে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা নঈম জাহাঙ্গীর বলেন, আমরা কিছু দিন নারায়ণগঞ্জ শিল্পকলা একাডেমিতে বলেছিলাম মুক্তিযোদ্ধা কোটা থেকে কেউ যদি মনোনয়ন পায় তাহলে সেটা পাবে মোহাম্মদ আলী। আমি তাকে বলবো আমাদের যৌথ উদ্যোগে বক্তাবলী পরগনার স্বিকৃতি না পাওয়া মুক্তিযোদ্ধাদের নাম তালিকা ভুক্ত করার জন্য কাজ করবো।


 সেই সাথে তাদের পাশে দাড়ানোর চেষ্টা করবো। এসময় তিনি আরও বলেন,  ইতিহাস কখনো মিথ্যা বানোয়াট তথ্যের উপর টিকে থাকতে পারবে না। আগামী প্রজন্মও মিথ্যা তথ্যের উপর বাংলাদেশ বিনিমার্ণ করতে পারবে না। ৭১ সালের মুক্তিযোদ্ধা হয়েছিল দেশের মানুষের অধিকার আদায়ের জন্য। সাধারণ মানুষ ছিল মুক্তিযুদ্ধের মূল শক্তি। মুক্তিযুদ্ধের পর যে ইতিহাস তৈরি করা হয়েছিল তা এক ব্যক্তির নামে, এক পরিবারের নামে। সেই ইতিহাস বাংলাদেশে আর ফিরবে না।


উল্লেখ্য, নারায়ণগঞ্জে বিগত দিনে বহু রাজনীতিকের উত্থান হয়েছে মোহাম্মদ আলীর হাত ধরে। দেশের শীর্ষস্থানীয় ব্যবসায়ী সংগঠন এফবিসিসিআই এর নির্বাচনেও কুশীলব হিসেবে কাজ করেন তিনি। ১৯৯৬ সালের বিতর্কিত নির্বাচনে এমপিও হয়েছিলেন কিছুদিনের জন্য। এছাড়া তিনি নারায়ণগঞ্জে কিংমেকার হিসেবে পরিচিতি পান।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন