বলপ্রয়োগ করে নেতাকর্মীদের বসে আনার চেষ্টা মান্নানের
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৫, ১২:০০ এএম
বলপ্রয়োগ করে নেতাকর্মীদের বসে আনার চেষ্টা মান্নানের
নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ-সিদ্ধিরগঞ্জ) আসনে বিএনপির সম্ভাব্য মনোনীত প্রার্থী আজহারুল ইসলাম মান্নান চূড়ান্ত মনোনীত হওয়ার পূর্বেই বল প্রয়োগ করে বিপরীত মেরুতে থাকা নেতাকর্মীদের বসে আনার চেষ্টা। তারই অংশ প্রথম যুবদলের নেতাদের শোকজ পরবর্তীতে এক যুবদল নেতাকে বহিষ্কার। এভাবে সহযোগী সংগঠনে আতঙ্ক সৃষ্টি করে অন্যান্য মনোনয়ন প্রত্যাশীদের পক্ষে থাকা নেতাদের প্রকাশ্যে মাঠ পর্যায়ে মনোনয়ন প্রত্যাশীদের পক্ষে তাদের কার্যক্রম স্থগিত রেখেছে। সেই সাথে সংগঠনের কেন্দ্রীয় নেতা এবং সংগঠনের নেতৃত্বে থাকা নেতাদের দ্বারা বল প্রয়োগ করে মান্নান তার বিরোধী বলয়ের নেতাদের তার বলয়ে যোগদান করাচ্ছেন।
সূত্র বলছে, গত ১৮নভেম্বর সোনারগাঁ উপজেলা যুবদলের আহ্বায়ক শহিদুর রহমান স্বপন এবং নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সদস্য শহিদুল ইসলামকে শোকজের মধ্য দিয়ে মান্নান তার বিরোধী নেতাদের শায়েস্তা শুরু করেন। পরবর্তীতে মান্নানের মনোনয়ন বাতিলের দাবিতে মশাল মিছিলে অংশ নেয়ায় সোনারগাঁ উপজেলা য্বুদলের যুগ্ম আশরাফ প্রধানকে বহিষ্কার করান। এরপর থেকে যুবদলের নেতারা মান্নান আতঙ্কে নড়েচড়ে বসেন।
তারই অংশ হিসেবে ২৪নভেম্বর গিয়াস অনুসারী হিসেবে পরিচিত শহিদুল ইসলাম এবং মামুন মাহমুদের অনুসারী নারায়ণগঞ্জ মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক আক্তারুজ্জামান মৃধাকে মান্নান বলয়ে যোগদান করান নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল এবং সদস্য সচিব শাহেদ আহমেদ। পরবর্তীতে ২৪নভেম্বর সন্ধ্যায় আজহারুল ইসলাম মান্নান বিরোধী ভূমিকায় থাকা নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবকদলের সদস্য সচিব সালাউদ্দিন সালুর বাসভবনে যান তার বলয়ে যোগদান করাতে খোদ নিজেই সেই সাথে শুক্রবার তার জনসভা অংশ নিতে নির্দেশ দেন।
সম্প্রতি মান্নানের বিরোধীতা করা ৭জন মনোনয়ন প্রত্যাশীর পক্ষে নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবকদলের সদস্য সচিব সালাউদ্দিন সালুর নেতৃত্বে একটি জনসভা পালন করা হলে এরপর থেকে কেন্দ্রীয় নেতাদের দ্বারা এবং স্থানীয় গণমাধ্যমবং সামাজিক যোগাযোগ মাধ্যমে সালু বহিষ্কার চান মান্নান বলয় থেকে তারই অংশ হিসেবে গতকাল সালু বাসভবনে নিজেই নেতাকর্মীদের নিয়ে হাজির হয়ে সালুকে তার বলয়ে যোগ দিতে বাধ্য করেন। এভাবেই বল প্রয়োগ করে নেতাকর্মীদের বসে আনার চেষ্টা করছেন মান্নান।


