না.গঞ্জের দুটি আসনের অসন্তোষ নিয়ে বিপাকে বিএনপি
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৫, ১২:০০ এএম
না.গঞ্জের দুটি আসনের অসন্তোষ নিয়ে বিপাকে বিএনপি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৩৭ আসনে সম্ভ্যাব্য প্রার্থী ঘোষণার পর থেকে বিএনপিতে বাড়ছে দলীয় কোন্দল। তা ছাড়া মনোনীত প্রার্থীদের বিরুদ্ধে নানা অভিযোগ তুলে নারায়ণগঞ্জের ৩ টি আসনে মনোনয়ন পুনর্বিবেচনার দাবিতে নারায়ণগঞ্জ-৩ আসনের ৭ মনোনয়ন বঞ্চিত এবং নারায়ণগঞ্জ-৫ আসনের ৪ মনোনয়ন বঞ্চিত নেতাকর্মী বিক্ষোভ, প্রতিবাদ, সংবাদ সম্মেলন ও মশাল মিছিল চালিয়ে যাচ্ছে।
তা ছাড়া ইতিমধ্যে নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপির পরিচিত মুখ ৪ মনোনয়ন বঞ্চিত নেতা ঐক্যজোট হয়ে বর্তমানে দলীয় বিভিন্ন পোগ্রামসহ ধানের শীষের ৩১ দফা প্রচারণায় মাঠে রয়েছে। একই সাথে এরাব বর্তমানে বিএনপির প্রাথমিক মনোনীত প্রার্থী মাসুদুজ্জামানের মনোনয়ন বাতিল চেয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বরাবার চিঠি দিয়েছেনসহ তারা প্রকাশ্যে মাসুদুজ্জামানকে আওয়ামী লীগের দোসর আখ্যা দিয়ে নানা মন্তব্য করছেন।
একই সাথে নারায়ণগঞ্জ-৩ আসনে বিএনপির মনোনয়ন বঞ্চিত ৭ প্রবীন নেতা বর্তমানে ঐক্যবদ্ধ হয়ে তারেক রহমানের কাছে মান্নানের মনোনয়ন বাতিল চেয়ে চিঠি দিয়েছেনসহ বর্তমানে ৭ জন ঐক্যবদ্ধ হয়ে বিশাল জনসভা করবেন বলছেন। তা ছাড়া ইতিমধ্যে নিয়মিত মান্নানের মনোনয়ন বাতিল চেয়ে সিদ্ধিরগঞ্জ-সোনারগাঁওয়ে ব্যাপক মশাল মিছিল সংঘঠিত হতে দেখা গেছে। যাকে ঘিরে বর্তমানে নারায়ণগঞ্জ-৩ ও নারায়ণগঞ্জ-৫ আসনের মনোনয়ন বঞ্চিতদের বিদ্রোহকে ঘিরে ব্যাপক উত্তেজনাসহ বিপাকে বিএনপি নেতারা। বর্তমানে মনোনয়ন চূড়ান্তের আগমুহুত্ব পর্যন্ত প্রকাশ্যে বিএনপিসহ অঙ্গসংগঠনের একাধিক নেতাকর্মীরা প্রাথমিক মনোনীত প্রার্থীদের সমর্থন থেকে পিছিয়ে অনেকেই।
সূত্র বলছে, এই দুইটি আসনে প্রার্থী বদলের জন্য জোর লবিং-তদ্বীর নিয়ে ব্যস্ত হয়ে পড়েছেন মনোনয়ন বঞ্চিতরা। এতে দিনদিন মনোনয়ন নিয়ে জটিলতা বাড়ছে দলটিতে। খুব শিগগির এসব কোন্দল নিরসন না করতে পারলে নির্বাচনের ফলাফলে বিপর্যয় ঘটবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। বিএনপি নেতাকর্মীরা জানান, বিএনপির ঘোষিত অনেক আসনে নব্য, হাইব্রিড, বিগত দিনের সুবিধাভোগী, আন্দোলন-সংগ্রামে নিস্কিয়দের মনোনয়ন দেওয়া হয়েছে। সম্ভ্যাব্য ওই তালিকায় ত্যাগী, যোগ্য আর জনপ্রিয় নেতাদের বঞ্চিত করা হয়েছে। আর এতে ক্ষোভে ফুঁসছে তৃণমূলের নেতাকর্মীরা। যাকে ঘিরে বর্তমানে এই প্রাথমিক প্রার্থী বদলের দাবিতে রাজপথে নেমেছেন তারা।
বিএনপির মাঠ পর্যায়ের নির্বাহী কমিটির নেতারা বলছেন, কয়েক দফা মাঠ জরিপ, সাংগঠনিক নেতাদের মতামতের ভিত্তিতে এবারের সম্ভ্যাব্য প্রার্থী ঘোষণা করা হয়েছে। তবে এটাই চূড়ান্ত নয়। তফশিল ঘোষণার আগে-পরে এই তালিকায় প্রয়োজন অনুসারে কিছু কিছু পরিবর্তন হতে পারে। তবে কোনো অবস্থাতেই তৃণমূলের কোন্দলকে মেনে নেওয়া হবে না। সবাইকে ঐক্যবদ্ধ করে নির্বাচনে যেতে হবে। এ জন্য যা যা করার দরকার দল তাই করবে। দলের পক্ষ থেকেও বলা হয়েছে- এই তালিকা চূড়ান্ত নয়।
এ ছাড়া চলছে নবীন আর প্রবীনের মধ্যে লড়াই। কেউ কাউকে ছাড় দিতে নারাজ। আবার অনেক আসনে মনোনয়ন নিয়ে নেতাকর্মীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হলেও সাংগঠনিক শাস্তির ভয়ে মনোনয়নবঞ্চিত নেতারা প্রকাশ্যে কঠোর কোনো প্রতিক্রিয়া দেখাচ্ছেন না। তবে ভেতরে-ভেতরে ক্ষোভ ও দুঃখে ফুঁসছেন। কিন্তু বর্তমানে বিপাকে বিএনপি ও অঙ্গগসানের অনেকেই বর্তমানে মহানগর যুবদল এক পক্ষ মাসুদুজ্জামান ও মান্নানকে সমর্থন দিলেও তাদেরই আরেক পক্ষ প্রকাশ্যে সমর্থন দিচ্ছেন বিদ্রোহীদের। একই সাথে স্বেচ্ছাসেবক দল, কৃষকদল, ছাত্রদল এমনকি বিএনপির বিভিন্ন ওয়ার্ড এবং ইউনিয়নের নেতাকর্মীরা বিপাকে পরে কোন পক্ষ নিয়ে বর্তমানে ধানের শীষের পক্ষেই মাঠে রয়েছেন।
এদিকে নারায়ণগঞ্জ-৩ আসনে বিএনপির মনোনীত প্রার্থী আজহারুল ইসলাম মান্নান বিএনপির সকলকে চাঁদাবাজ বলাসহ বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের লোকজনকে চাঁদাবাজ আখ্যা দেওয়া তার মনোনয়ন বাতিল ও বহিস্কার চেয়ে সোনারগাঁও-সিদ্ধিরগঞ্জে মানববন্ধন ও করছে বিএনপি নেতাকর্মীরা। একই সাথে ইতিমধ্যে মান্নানের মনোনয়ন বাতিলের দাবিতে নারায়ণগঞ্জ-৩ আসনে বিএনপির মনোনয়ন বঞ্চিত ৭ জন এক কাতারে এসেছেন এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বরাবর চিঠি প্রদান করেছেন। যৌথ এই চিঠিতে স্বাক্ষর করেন নারায়ণগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী বিএনপির নির্বাহী কমিটির সদস্য অধ্যাপক রেজাউল করিম, নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মুহম্মদ গিয়াস উদ্দিন, জেলা বিএনপি’র আহবায়ক অধ্যাপক মামুন মাহমুদ,
যুব উন্নয়ন অধিদপ্তরের সাবেক পরিচালক ওয়ালিউর রহমান আপেল, সোনারগাঁও উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি মোহাম্মদ আবু জাফর, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-সভাপতি অধ্যাপক ওয়াহিদ বিন ইমতিয়াজ বকুল, সোনারগাঁ উপজেলা বিএনপি’র সাবেক ১নং সহসভাপতি আল মুজাহিদ মল্লিক। তা ছাড়া তার মনোনয়ন বাতিল চেয়ে মশাল মিছিল। তা ছাড়া নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপির প্রাথমিক মনোনীত প্রার্থী নব্য বিএনপি নেতা মাসুদুজ্জামান মাসুদের মনোনয়ন বাতিল চেয়ে ইতিমধ্যে সংবাদ সম্মেলন করেছে মনোনয়ন বঞ্চিত ৪ নেতা। মহানগর বিএনপির আহ্বায়ক এড. সাখাওয়াত হোসেন খান, সাবেক সাংসদ সদস্য এড. আবুল কালাম, মহানগর বিএনপির সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু ও মহানগর বিএনপি নেতা আবু জাফর আহম্মেদ বাবুল।
এরা বর্তমানে জোরালোভাবে ঐক্যবদ্ধ হয়ে মাঠে দলীয় বিভিন্ন কর্মসূচি পালন করছেন এবং তাদের আশ্বাস রয়েছে যেহেতু মাসুদুজ্জামান মাসুদ বিগত দিনে আওয়ামী লীগের সাথে আতাঁত ছিলেন তার প্রমানসহ পানির মতো প্রকাশ্যে সেই ক্ষেত্রে মনোনয়ন বঞ্চিতরা ঐক্য থাকলে ধানের শীষ ঘরে ফিরবে। একই সাথে নারায়ণগঞ্জ-৩ আসনের ঐক্যবদ্ধ থাকা ৭ মনোনয়ন বঞ্চিত নেতার দাবী মান্নান একজন অজনপ্রিয় নেতা তার বিরুদ্ধে ডজনে ডজনে অভিযোগ রয়েছে। বর্তমানে প্রাথমিক মনোনীত প্রার্থী ও মনোনয়ন বঞ্চিতদের লড়াইয়ে বিপাকে বিএনপি।


