মোহাম্মদ আলীকে নিয়ে টিপুর ফেসবুক স্ট্যাটাস, আলোচনার ঝড়
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৫, ১২:০০ এএম
মোহাম্মদ আলীকে নিয়ে টিপুর ফেসবুক স্ট্যাটাস, আলোচনার ঝড়
নারায়ণগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোহাম্মদ আলীর সমালোচনা করে ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু। স্ট্যাটাসে টিপু লেখেন, ‘আমি বিস্মিত ও হতবাক হচ্ছি,যখন দেখি ফ্যাসিস্ট আ’লীগের নেতাও কর্মীরা আগামী জাতীয় সংসদ নির্বাচনে জনরোষের কারণে অংশ গ্রহণ করতে ভয় পাচ্ছে,সেখানে ফ্যাসিস্টদের পেত্মাতা এবং নাঃগঞ্জের গডফাদার শামীম ওসমান ও সেলিম ওসমানের দোসর ও উপদেষ্টা এবং যে গত ২০২৪ইং সনের ৫ই আগষ্টের পর নাঃগঞ্জের জেলা প্রশাসকের কার্যালয়ে””জয় বাংলা “ শ্লোগান দিয়ে আ’লীগ ও গডফাদার ওসমান পরিবারকে নাঃগঞ্জে প্রতিষ্ঠিত করতে চেয়েছিলো,
সেই বহুরূপী এবং নাঃগঞ্জের বহু অপকর্মের খলনায়ক নামধারী মুক্তিযোদ্ধ ,তেল পানি মোহাম্মদ আলী নাঃগঞ্জ -৪ আসন ফতুল্লা থানা থেকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশ গ্রহন করার ঘোষণা দেওয়ার সাহস কোথায় থেকে পায়? শুধু মাত্র ফ্যাসিস্ট আ’লীগ সরকারের নাঃগঞ্জের গডফাদার ওসমান পরিবারের ইঙ্গিতে পূনরায় ওসমান পরিবারকে নাঃগঞ্জের প্রতিষ্ঠিত করা ও ফ্যাসিস্ট আ’লীগের অবৈধ আন্দোলনের কৌশল হিসেবে নাঃগঞ্জ জেলায় অরাজকতা করার অপকৌশল হিসাবে বহুরূপী মোহাম্মদ আলী নাঃগঞ্জ -৪ আসন ফতুল্লা থানা থেকে জাতীয় সংসদ নির্বাচনে অংশ গ্রহন করার পাঁয়তারা।
তাই আমি নাঃগঞ্জ জেলা, ফতুল্লা থানা ও নাঃগঞ্জ মহানগর বিএনপি ও অঙ্গ সংগঠনের সকল নেতা কর্মীকে অপকৌশলকে রুখে দাঁড়াবার ও তাকে অবাঞ্চিত ঘোষণা করার জোর দাবী জানাচ্ছি।নাঃগঞ্জ বিএনপি’র ও অঙ্গ সংগঠনের কোন নেতা ও কর্মীকে ফ্যাসিস্ট দালাল বহুরূপী মোহাম্মদ আলীকে পূণরায় আবারো অবাঞ্চিত ঘোষণা করা হলো।কোন মতেই ফ্যাসিস্ট আ’লীগের দালাল ও নাঃগঞ্জের গডফাদার ওসমান পরিবারের দালাল বহুরূপী মোহাম্মদ আলীকে নাঃগঞ্জে রাজনৈতিক, সামাজিক ও প্রশাসনিক প্রোগ্রামে দেখা মাত্র প্রতিহত করা হবে।
ফ্যাসিস্ট আ’লীগের নেতা ও কর্মীদের যেমন ক্ষমা নাই, তেমনি ফ্যাসিস্ট আ’লীগের এবং গডফাদার ওসমান পরিবারের দালাল বহুরূপী মোহাম্মদ আলীর ক্ষমা নেই। বহুরূপী মোহাম্মদ আলীকে ক্ষমা করা , নিজের সাথে ও নিজ দলের এবং নাঃগঞ্জবাসীর সাথে প্রতারণা করা!যে বহুরূপী মোহাম্মদ আলী এখনো ওসমান পরিবারের সম্পদ পাহাড়া দেয়, গডফাদার সেলিম ওসমানকে তার ফতুল্লা প্রতিষ্ঠান উইজডম গার্মেন্টসে বর্তমানেও আসা ও যাওয়ার সুযোগ দিচ্ছে এবং
নাঃগঞ্জ শহর, ফতুল্লা থানা এবং নাঃগঞ্জ জেলার সকল রাজনৈতিক, সামাজিক ও প্রশাসনিক খবরা,খবর গডফাদার শামীম ওসমান ও সেলিম ওসমানকে আদান ও প্রদান করেন, তার সাথে কোন আপোষ নেই এবং তাকে ছাড় দেওয়া চলবে না। নারায়ণগঞ্জ জেলা ও মহানগর বিএনপি ও অঙ্গ সংগঠনের কোন নেতাকর্মীরা যদি বহুরূপী মোহাম্মদ আলীর পক্ষ নেয়,তারা ফ্যাসিস্ট আ’লীগ ও নাঃগঞ্জের গডফাদার ওসমান পরিবারের দালাল হিসেবে চিহ্নিত হবে! অতএব সাধু সাবধান!’


