না.গঞ্জ-৩ আসনে মনোনীত বনাম বঞ্চিতদের পাল্টাপাল্টি সমাবেশ
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৫, ১২:০০ এএম
না.গঞ্জ-৩ আসনে মনোনীত বনাম বঞ্চিতদের পাল্টাপাল্টি সমাবেশ
নারায়ণগঞ্জ-৩ আসনে মনোনয়ন বঞ্চিত ৭জনের সমন্বয়ে এবং সম্ভাব্য মনোনীত প্রার্থীর পক্ষ থেকে সোনারগাঁয়ের কাঁচপুরে পাল্টাপাল্টি সমাবেশ অনুষ্ঠিত হতে যাচ্ছে। একই মর্মে সোনারগাঁ থানা ওসি বরাবর দুপক্ষ থেকে আবেদন করা হয়েছে। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত সোনারগাঁ থানা মনোনীত প্রার্থী মান্নান বলয়ের সমাবেশকে পৃথক স্থানে করার পরামর্শ দেয়া হয়েছে। তবে মান্নান বলয় একই স্থানে সমাবেশ করার জন্য অনড়। সেদিক দিক থেকে মনোনয়ন বঞ্চিত ৭জন নির্বাচনের আগে পাল্টাপাল্টি সমাবেশকে স্থগিত করারও সিদ্ধান্ত নেয়ার চিন্তা করছেন। শনিবার (২২ নভেম্বর) এই সমাবেশে সফল করার লক্ষ্যে উভয় পক্ষের ব্যাপক প্রস্তুতি ও তৎপরতা লক্ষ করা যাচ্ছে।
একই দিনে একই স্থানে বিএনপির এই সমাবেশকে কেন্দ্র করে জনমনে আতঙ্কও উত্তেজনা বিরাজ করছে। গত ২০নভেম্বর সোনারগাঁ পৌর বিএনপির সহ-সভাপতি মো: পনির হোসেন স্বাক্ষরিত এক চিঠিতে সোনারগাঁও থানার অফিসার ইনচার্জ কে পাঠানো হয়। চিঠিয়ে উল্লেখ করা হয়, আগামী শনিবার, ২২ নভেম্বর সোনারগাঁ এবং সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির ৭ মনোনয়ন প্রত্যাশীর নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হবে কাঁচপুরের বালুর মাঠে দুপুর ২টার দিকে। সোনারগাঁও থানা পুলিশের কাছে সমাবেশ উপলক্ষে প্রয়োজনীয় সহায়তার অনুরোধ জানানো হয়েছে। উল্লেখিত এই সমাবেশের প্রস্তুতির বিষয় ছড়িয়ে পড়লে শুক্রবার ২১ নভেম্বর সম্ভাব্য মনোনীত প্রার্থী মান্নান বলয় থেকে সিদ্ধান্ত হয়।
২২ নভেম্বর একই দিনে ১ ঘন্টা ব্যবধানে দুপুর ৩টায় নির্বাচনী সমাবেশের ঘোষণা দেন নারায়ণগঞ্জ-৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও সোনারগাঁও উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নান। থানা পুলিশকে দেওয়া মান্নানের স্বাক্ষরিত এক চিঠি জানানো হয়, শনিবার বিকাল ৩ টা কাঁচপুর বালুর মাঠে কাঁচপুর ইউনিয়ন বিএনপি ও অংগসংগঠনের উদ্যোগে নির্বাচনী আলোচনা ও সমাবেশ অনুষ্ঠিত হবে।
পাল্টাপাল্টি সমাবেশকে কেন্দ্র করে কাঁচপুর এলাকায় বিএনপির মনোনীত এবং বঞ্চিতদের মধ্যে উত্তোজনা চলমান রয়েছে। সেই সংঘাতের আশঙ্কা থাকায় উভয় গ্রুপে সংঘাত মোকাবেলায় প্রস্তুতি রাখা হচ্ছে। কিন্তু কালকে উভয় পক্ষের মধ্যে সমাঝোতার মধ্য দিয়ে পৃথক স্থানে সমাবেশ করার জন্য প্রশাসন থেকে অনুরোধ জানানো হচ্ছে। এছাড়া বঞ্চিত গ্রুপ সংঘাত এড়াতে সমাবেশ স্থগিতও করতে পারেন। যদিও পাল্টাপাল্টি সমাবেশ যদি অনুষ্ঠিত হয়ে যায় নির্বাচনের আগেই মনোনীত বনাম বঞ্চিতরা মুখোমুখি অবস্থানে ফিরতে পারেন।


