Logo
Logo
×

রাজনীতি

সাত প্যাঁচে গ্যাড়াকলে মান্নান

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ২২ নভেম্বর ২০২৫, ১২:০০ এএম

সাত প্যাঁচে গ্যাড়াকলে মান্নান

সাত প্যাঁচে গ্যাড়াকলে মান্নান

Swapno

ত্রয়োদশ জাতীয় নির্বাচনের নির্বাচনী প্রস্তুতির শেষ সময়ে জমে উঠেছে নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ- সিদ্ধিরগঞ্জ) আসনের রাজনীতি। এই আসনে বিএনপির সাত হেভীওয়েট মনোনয়ন বঞ্চিত প্রার্র্থী এবার প্রকাশ্য অসন্তোষ প্রকাশ করেছেন বিএনপির সম্ভাব্য মনোনিত প্রার্থী আজহারুল ইসলাম মান্নানের বিরুদ্ধে। জুলাই অভ্যুত্থানে হাসিনা সরকারের পতনের পর থেকে একের পর এক বিতর্কিত কর্মকাণ্ডে জড়িত মান্নান। এবার সেসব বিতর্কিত কর্মকাণ্ড তুলে ধরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান  তারেক রহমানের টেবিলে মান্নানের মনোনয়ন বাতিলের দাবিতে নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ-সিদ্ধিরগঞ্জ) আসনের মনোনয়ন প্রত্যাশীরা একীভূত হয়ে আবেদন করেছেন। সেই সাথে মান্নান বিএনপির মনোনয়ন লাভের ক্ষেত্রে অযোগ্যতার বিস্তর কারণ চিহ্নিত করে নারায়ণগঞ্জ-৩(সোনারগাঁ-সিদ্ধিরগঞ্জ) আসনের ৬জন মনোনয়ন প্রত্যাশী তাদের স্বাক্ষর এবং মান্নান ব্যতীত নারায়ণগঞ্জ-৩ আসনে বিএনপির অন্যান্য প্রার্থীদের মনোনীত করলেও সকল মনোনয়ন প্রত্যাশীরা তারেক রহমানের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে ধানের শীষের প্রার্থীকে জয়ী করবেন। এমন আবেদনের নিম্মিত্তে সবচেয়ে চিহ্নিত বিষয় হচ্ছে উক্ত আসনে বিএনপির মনোনীত প্রার্থীর বিপরীতে জামায়াত ইসলামের প্রার্থী যোগ্যতা সম্পন্ন এবং বর্তমান সম্ভাব্য প্রার্থী মান্নানকে পরাজিত করে আসনটি জামায়াত ইসলাম ছিনিয়ে নিতে পারেন।



তারেক রহামানের নিকট মান্নানের মনোনয়ন বাতিলের জন্য আবেদন করেছেন, নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ-সিদ্ধিরগঞ্জ) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আলহাজ¦ মুহাম্মদ গিয়াসউদ্দিন, মামুন মাহমুদ, রেজাউল করিম,এস এম ওলিউর রহমান আপেল,অধ্যাপক ওয়াহিদ বিন ইমতিয়াজ বকুল, মুজাহিদ মল্লিক। নারায়ণগঞ্জ-৩ আসনের সাবেক সাংসদ অধ্যাপক রেজাউল করিমের বাসভবনে এই ছয় মনোনয়ন প্রত্যাশী ব্যতীত সোনারগাঁ উপজেলা বিএনপির সাবেক সভাপতি আবু জাফরসহ সকলের যৌথ সভার মাধ্যমে একক সিদ্ধান্তে তারেক রহমান বরাবর একটি আবেদন করেন। যেখানে এই ৭ জনের স্বাক্ষরিত একটি আবেদন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বরাবর নারায়ণগঞ্জ-৩ আসনে মান্নানের মনোনয়ন বাতিলের ক্ষেত্রে নানাবিধ যুক্তি তুলে ধরা হয়। যেখানে প্রথমেই মান্নানের শিক্ষাগত যোগ্যতাকে প্রশ্ন রেখে জামায়াত ইসলামের প্রার্থী ইকবাল ভূইয়ার সাথে তুলনা করা হয়। যেখানে মান্নানের থেকে জামায়াত ইসলামের প্রার্থী যোগ্যতার ভিত্তিতে স্থানীয় নির্বাচনী এলাকায় মান্নানের থেকে গ্রহণযোগ্য যেটা এই ৭জন আবেদনকারী অভিমত করেছেন। সেই সাথে ২০২৪ সালের ৫ই আগষ্ট এর পরবর্তীতে সোনারগাঁও উপজেলা জুড়ে মান্নানের নেতৃত্বে চাঁদাবাজি, জায়গাজমি দখল, নদীপথে চাঁদাবাজী, মামলা-মোকদ্দমা, বালু ব্যবসা ও অনৈতিক ভাবে টাকা আদায় এবং বিপুল পরিমাণ অর্থের বিনিময়ে আওয়ামীলীগ ও জাতীয় পার্টির মেম্বারদের কে ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নিয়োগের মধ্য নির্বাচনী এলাকায় বিএনপির বিতর্কিত নেতা হিসেবে প্রতিষ্ঠিত হয়েছেন। এছাড়া ২০২৪ সালের ৫ই আগষ্ট থেকে পরবর্তী চারদিন মেঘনা সেতুর টোলপ্লাজার আদায়কৃত টোল জোড়পূর্বক লুট করে নেয়। এছাড়া নারায়ণগঞ্জ-৩ আসনে সিদ্ধিরগঞ্জ এলাকাকে যুক্ত করায় সিদ্ধিরগঞ্জবাসীকে সন্ত্রাসী উল্লেখ করে বক্তৃতা দিয়ে সিদ্ধিরগঞ্জবাসী ক্ষুদ্ধ করে তুলেছেন। নারায়ণগঞ্জ-৩(সোনারগাঁ-সিদ্ধিরগঞ্জ) আসনে বিএনপির সম্ভাব্য মনোনীত প্রার্থী হিসেবে আজহারুল ইসলাম মান্নানকে মনোনীত করায় নির্বাচনী এলাকায় বিএনপির ৬ জন মনোনয়ন প্রত্যাশীদের পর্যবেক্ষণ মোতাবেক বিএনপির প্রার্থী হিসেবে নির্বাচনী এলাকার জনগণের নিকট তিনি গ্রহণযোগ্য প্রার্থী নন। যার ফলে আজহারুল ইসলাম মান্নানের পরিবর্তে নারায়ণগঞ্জ-৩ আসনে বিএনপির ৬জন বিএনপির মনোনয়ন প্রত্যাশীর মধ্যে যে কাউকেই মনোনয়ন দেয়া হলে দলীয় সিদ্ধান্তের ভিত্তিতে ঐক্যবদ্ধভাবে দলীয় প্রার্থীকে জয়ী করার সম্ভব।  যার কারণে তারেক রহমানের বরাবর এই ৬জন প্রার্থী দাবি করছেন দলীয় স্বার্থে বিএনপি দলীয় প্রাথমিক মনোনীত প্রার্থী আজহারুল ইসলাম মান্নানের মনোনয়ন পরিবর্তন।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন