Logo
Logo
×

রাজনীতি

না.গঞ্জের ৩টি আসনে মনোনয়ন ইস্যুতে চরম উত্তেজনা

Icon

লিমন দেওয়ান

প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৫, ১২:০০ এএম

না.গঞ্জের ৩টি আসনে মনোনয়ন ইস্যুতে চরম উত্তেজনা

না.গঞ্জের ৩টি আসনে মনোনয়ন ইস্যুতে চরম উত্তেজনা

Swapno

ঘোষিত প্রাথমিক মনোনয়ন পরিবর্তন করে কোন আসনে চাওয়া হচ্ছে শিক্ষিত প্রার্থী, আবার কোন আসনে ত্যাগী-নির্যাতিত-তৃণমূল থেকে উঠে আসা প্রার্থী। এমনই নানান দাবিতে নারায়ণগঞ্জের ৩টি আসনে বিরাজ করছে ব্যাপক উত্তেজনা। বর্তমানে নারায়ণগঞ্জের ২, ৩, ৫ আসন জুড়েই বিএনপির প্রাথমিক মনোনীত প্রার্থী পরিবর্তন চেয়ে চলছে মনোনয়ন বঞ্চিতদের সংবাদ সম্মেলন, মানববন্ধন ও মশাল মিছিল। একই সাথে মনোনয়ন বঞ্চিতদের সেই কর্মসূচিগুলোর কাউন্টার সরূপ প্রাথমিক মনোনীত প্রার্থী ও তাদের সমর্থকরা সেই সব আসন জুড়ে করছেন নির্বাচনী প্রচারণা ও সভা সমাবেশ।


যাকে ঘিরে বর্তমানে রাজনৈতিক মাঠে উত্তেজনা বিরাজমান রয়েছে। এদিকে গতকাল নারায়ণগঞ্জ-৩ আসনে বিএনপির প্রাথমিক মনোনীত প্রার্থী আজহারুল ইসলাম মান্নানের মনোনয়ন পরিবর্তন এবং বিএনপিকে চাঁদাবাজ বলায় তার বহিস্কার চেয়ে মানববন্ধন করেন সিদ্ধিরগঞ্জ থানা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ সিদ্ধিরগঞ্জবাসী। একই দিনে সন্ধ্যায় নারায়ণগঞ্জ-২ আসনে মনোনয়ন বঞ্চিত মাহমুদুর রহমান সুমন, আতাউর রহমান আঙ্গুর, পাড়ভীন আক্তারের সমর্থকরা নারায়ণগঞ্জ-২ (আড়াইহাজার) বিএনপির মনোনীত প্রার্থী নজরুল ইসলাম আজাদের প্রাথমিক মনোনয়ন বাতিল চেয়ে মশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে।


দুইটি আসনে মনোনয়ন বঞ্চিতদের এই কর্মসূচির কাউন্টার দিতে সিদ্ধিরগঞ্জে প্রতিবাদ সভা ও মিছিল করেছে মান্নান সমর্থকরা। একই সাথে নজরুল ইসলাম আজাদের সমর্থকরা তিন মনোনয়ন বঞ্চিতদের মশাল মিছিলের কাউন্টার সরূপ দালাল তাড়াও শ্লোগানে শোডাউন করেছেন। তা ছাড়া গত শনিবার (১৫ নভেম্বর) নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপির প্রাথমিক মনোনীত প্রার্থী মাসুদুজ্জামানের বিরুদ্ধে নানা অভিযোগসহ তিনি বিএনপির কেউ না, তিনি আওয়ামী লীগের দোসর ছিলেন এমন আখ্যা চেয়ে এই আসনের প্রাথমিক মনোনয়ন বাতিল চেয়েছেন মনোনয়ন বঞ্চিত এড. সাখাওয়াত হোসেন খান, আবুল কালাম, এড. আবু আল ইউসুফ খান টিপু, আবু জাফর আহম্মেদ বাবুল, আবুল কাউসার আশা।


তা ছাড়া এরা মাসুদুজ্জামানের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে গত সোমবার আওয়ামী লীগের শার্টডাউন কর্মসূচির বিরুদ্ধে এবং শেখ হাসিনার মৃত্যুদণ্ড রায়ের জন্য চমক দেখানো শোডাউন দিয়েছেন। সব মিলিয়ে নারায়ণগঞ্জের এই তিনটি আসনে ব্যাপক উত্তেজনা লক্ষ্য করা যাচ্ছে। দলীয় সূত্র জানিয়েছেন এ বিষয়গুলো দলের হাইকামান্ড অবগত। যে কোন সময় দ্রুতই আস্তে পারে যে কোন সিদ্ধান্ত।


সূত্র বলছে, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার জন্য বিএনপি ইতিমধ্যে ২৩৭ আসনে প্রাথমিক মনোনয়ন ঘোষণা করা হয়েছে। এর মধ্যে কয়েকটি আসনে প্রার্থীদের মনোনয়ন স্থগিতও করেছে। নির্বাচন যত ঘনিয়ে আসছে দলীয় অভ্যন্তরীণ অস্থিরতা তত প্রকাশ পাচ্ছে। এদিকে নারায়ণগঞ্জের ৪টি আসনে বিএনপির মনোনয়ন ঘোষণা করার পর নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনে বিএনপির মনোনীত প্রার্থী মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপুকে সমর্থন করেন মনোনয়ন বঞ্চিতরা। এর পর থেকেই সকলেই ঐক্যবদ্ধভাবে ধানের শীষের পক্ষে কাজ করতে থাকেন।


কিন্তু মনোনয়ন ঘোষণার পর দেশের বিভিন্ন জায়গায় মনোনয়ন বঞ্চিতদের মানববন্ধন ও অবরোধের মতো নানা বিছিন্ন ঘটনাকে লক্ষ্য করা গেলে ও নারায়ণগঞ্জে ছিলো অস্থবিরতা। কিন্তু মনোনয়ন ঘোষণার ১২ দিনের মাথায় নারায়ণগঞ্জে মনোনয়ন বঞ্চিতদের মধ্যে উত্তেজনার দেখা মিলে। প্রথমে নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপির মনোনয়ন বঞ্চিত ৫ বিএনপি নেতা সেই আসনে বিএনপির প্রাথমিক মনোনীত প্রার্থী মাসুদুজ্জামান মাসুদের মনোনয়ন বাতিল চেয়ে কেন্দ্রের কাছে আকুল আবেদন জানান।


একই সাথে রাজপথের ত্যাগী-নির্যাতিত এবং তৃণমূলের নেতাকর্মীদের মনোনীত করলে এই আসনে ব্যাপক ভোটে ধানের শীষ জয় লাভ করবে বলে আশ্বাস দেন। একই সাথে যারা দীর্ঘ ১৫ বছর মাঠের রাজনীতিতে সক্রিয় নেতারা আশায় ছিলেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তারা দলীয় মনোনয়ন পাবেন। তবে এক আসনে একাধিক মনোনয়ন প্রত্যাশী থাকায় সবার মন রক্ষা করা সম্ভব হচ্ছে না দলটির। এক্ষেত্রে মনোনয়ন প্রত্যাশীরা দলীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কাছে মনোনয়ন পুনর্বিবেচনার আবেদন করছেন।


সারাদেশে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সকল নেতাকর্মীরা চাঁদাবাজি করে এমন মন্তব্যের প্রতিবাদে নারায়ণগঞ্জ-৩ (সিদ্ধিরগঞ্জ ও সোনারগাঁও) আসনের বিএনপির মনোনিত প্রার্থী আজহারুল ইসলাম মান্নানের মনোনয়ন বাতিল ও বহিস্কারের দাবিতে গতকাল মঙ্গলবার (১৮ নভেম্বর) সকাল ১১ টায় ঢাকা-চট্টগ্রাম মহাড়কের চিটাগংরোডস্থ ডাচ্বাংলা ব্যাংকের সামনে এই মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন সিদ্ধিরগঞ্জ থানা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। একই সাথে নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপির প্রাথমিক মনোনীত প্রার্থী বাতিল চেয়ে ৫ মনোনয়ন বঞ্চিত ঐক্যবদ্ধ হয়ে মহানগর বিএনপির ব্যানার পরিপূর্ণ করায়।


মহানগর বিএনপির বহুরূপী যুগ্ম আহ্বায়ক সরকার হুমায়ূন কবীর, রাজনীতির বসন্তের কোকিল মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক সবির খান সেন্টু ও ওয়ান ম্যান ‘শো’ নেতা আনোয়ার হোসেন আনুর আয়োজনে নারায়ণগঞ্জ-৫ আসনে ধানের শীষের প্রার্থী সমাজসেবক, ক্রীড়া ও শিক্ষানুরাগী মাসুদুজ্জামানের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়ে নারায়ণগঞ্জ প্রেস ক্লাব ভবনের তৃতীয় তলায় এক রেস্তোরাঁয় মত বিনিময় করেন মহানগর বিএনপির ব্যানারে সামনে বা পিছনে ছিলো না মহানগর বিএনপির আহ্বায়ক/সদস্য সচিব/সিনিয়র যুগ্ম আহ্বায়ক কেউ। যা নিয়ে শুরু হয়েছে সমালোচনা।


যা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন মহানগর বিএনপি নেতারা। আড়াইহাজারে বিএনপির মনোনয়ন বঞ্চিত তিন প্রার্থীর কর্মী-সমর্থকরা মশাল মিছিল বের করেস্থানীয় কৃঞ্চপুরা পায়রা চত্বর থেকে উপজেলা সদরের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা প্রদক্ষিন করা হয়। এসময় তারা নারায়ণগঞ্জ-২, আসনে বিএনপি থেকে প্রাথমিকভাবে ঘোষিত নজরুল ইসলাম আজাদকে প্রার্থী তালিকা থেকে বাদ দেওয়ার জোরদাবী জানানো হয়। পরবর্তীতে সেই ৩ মনোনয়ন বঞ্চিতদের বিরুদ্ধে মাঠে নামেন নজরুল ইসলাম আজাদের ছোট ভাই বিশিষ্ট ব্যবসায়ী রাকিবুল ইসলাম রাকিব। এরা ও সুমন-আঙ্গুর-পাড়ভীনকে হুঁশিয়ারী দিয়ে বক্তব্যে দেন। এদিকে মনোনয়ন বঞ্চিত ও মনোনীত প্রার্থীদের পাল্টাপাল্টি বক্তব্যে উত্তেজিত রাজনৈতিক অঙ্গন।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন