অগ্নীপরীক্ষায় মান্নান
নারায়ণগঞ্জ-৩ আসনে বিএনপির সম্ভাব্য মনোনীত প্রার্থী আজহারুল ইসলাম মান্নান মনোনীত হওয়ার পরও প্রতিনিয়ত বিতর্কিত কর্মকান্ড এবং বেফাস মন্তব্যের প্রতিবাদে ক্ষোভে ফুঁসে উঠেছেন নারায়ণগঞ্জ-৩ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী। শীঘ্রই একীভূত শক্তিতে নারায়ণগঞ্জ-৩ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশীরা মান্নানের লাগাম টেনে ধরতে যাচ্ছেন। ইতিমধ্যেই নারায়ণগঞ্জ-৩ আসনের মনোনয়ন প্রত্যাশীদের সমন্বয়ে একটি যৌথ সভা অনুষ্ঠিত হয়েছে।
শীঘ্রই মান্নানের মনোনয়ন পুনর্বিবেচনার জন্য যৌথ উদ্যোগে একটি আবেদন যেতে পারে দলীয় প্রধানের বরাবর, একই সাথে নারায়ণগঞ্জ-৩ আসনের একটি উপজেলা-থানাতে এক মঞ্চে বিশাল সভা অনুষ্ঠিত হতে পারে। তবে গতকালই সিদ্ধিরগঞ্জে মানববন্ধন করেছে বিএনপির বিভিন্ন ইউনিটের ব্যানারে মান্নানের মনোনয়ন বাতিল এবং বিএনপির বিরুদ্ধে বেফাস মন্তব্য সেই সাথে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে নিয়ে কটূক্তি করে মন্তব্য করায়।
সূত্র নিশ্চিত করেছে যে, শীঘ্রই নারায়ণগঞ্জ-৩ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আলহাজ¦ মুহাম্মদ গিয়াসউদ্দিন, মামুন মাহমুদ, রেজাউল করিম,এস এম ওলিউর রহমান আপেল, অধ্যাপক ওয়াহিদ বিন ইমতিয়াজ বকুল, মুজাহিদ মল্লিক একই মঞ্চে ফিরতে যাচ্ছেন। ইতিমধ্যেই তাদের সকলের যৌথ উদ্যোগে একটি সভা সম্পন্ন হয়েছে। যেখান থেকে সিদ্ধান্ত হয়েছে শীঘ্রই বিতর্কিত এবং সম্ভাব্য মনোনয়ন লাভের পরও বিতর্ক অপকর্ম থেকে সংযত না থাকায় নারায়ণগঞ্জ-৩ আসনে বিএনপির সম্ভাব্য মনোনীত প্রার্থী আজহারুল ইসলাম মান্নানের মনোনয়ন পুনর্বিবেচনার জন্য আবেদন করবেন নারায়ণগঞ্জ-৩ আসনে এই ছয়জন মনোনয়ন প্রত্যাশী।
তারা আবেদনের মূল প্রতিপাদ্য হচ্ছে এধরণের বিতর্কিত প্রার্থী যে বিএনপি তথা দলের স্থায়ী কমিটির সদস্যকে কটূক্তি করে বেড়ান সম্ভাব্য প্রার্থী হয়েও বিতর্কিত হচ্ছেন বরাবর এবং আগামীতে সকলে একীভূত হয়ে তার মত বিতর্কিত প্রার্থীকে বিজয়ী করে এই আসনটি দলকে উপহার দেয়ার অবস্থা অনেকটাই ক্ষীণ। যার কারণে নারায়ণগঞ্জ-৩ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আলহাজ¦ মুহাম্মদ গিয়াসউদ্দিন, মামুন মাহমুদ, রেজাউল করিম, এস এম ওলিউর রহমান আপেল,
অধ্যাপক ওয়াহিদ বিন ইমতিয়াজ বকুল, মুজাহিদ মল্লিক তাদের সিদ্ধান্ত হচ্ছে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মনোনয়ন পুনর্বিবেচনা করে তাদের মধ্য যে কাউকে মনোনীত করা হলে যারা মনোনয়ন প্রত্যাশী রয়েছেন তাদের সকলের যোগ্যতার ভিত্তিতে ঐক্যভাবে এই আসনটিতে ধানের শীষের প্রার্থীকে জয়ী করতে পারবেন। তারই অংশ হিসেবে মনোনয়ন প্রত্যাশীদের যৌথ স্বাক্ষরে মনোনয়ন পুনর্বিবেচনার আবেদন করা হচ্ছে। এছাড়া নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ-সিদ্ধিরগঞ্জ)দুটি এলাকাতেই এসকল মনোনয়ন প্রত্যাশীরা তাদের সক্ষমতার জানান দিতে যাচ্ছেন। তবে বিএনপির মনোনয়ন প্রত্যাশীরা একীভূত হলেই বদলে যেতে যাচ্ছে নারায়ণগঞ্জ-৩ আসনে বিএনপির রাজনৈতিক দৃশ্যপট।


