Logo
Logo
×

রাজনীতি

বিএনপির বহিষ্কৃতদের কপাল খুলেছে

Icon

এম মাহমুদ

প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৫, ১২:০০ এএম

বিএনপির বহিষ্কৃতদের কপাল খুলেছে

বিএনপির বহিষ্কৃতদের কপাল খুলেছে

Swapno

দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থী কার্যকলাপের জন্য দেশব্যাপী বিএনপির বহিষ্কৃত নেতাদের বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হচ্ছে। আওয়ামীলীগ সরকারের শাসন আমলে এবং ২০২৪ সালের ৫ই আগস্টে পর রাজনৈতিক পটপরিবর্তনের পরবর্তী সময়ে নানা অপকর্মে জড়িয়ে বহিষ্কার হন দেশব্যাপী বিএনপির প্রভাবশালী নেতারা সেই সাথে নারায়ণগঞ্জেরও বহু ভাগা ভাগা নেতা নানা অপকর্ম দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থী কার্যকলাপের জন্য বহিষ্কৃত হন।


কিন্তু দেশব্যাপী বহিষ্কৃত বিএনপি নেতারা বহিষ্কার আদেশ প্রত্যাহারের জন্য আবেদন করে ক্ষমা প্রার্থনা করেও কোন প্রকার প্রতিক্রিয়া না পেলেও গত ২৪অক্টোবর থেকে দেশব্যাপী বিএনপির বহিষ্কৃত বিভিন্ন অঞ্চলের নেতাদের বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হচ্ছে। সেই সাথে নারায়ণগঞ্জেরও আলোচিত বহিষ্কৃত নেতাদেরও বহিষ্কারাদেশ প্রত্যাহার হয়েছে। তবে এখনো অধিকাংশ বহিষ্কৃত নেতারা বহিষ্কার আদেশ মুক্তি পাননি।


সূত্র বলছে,দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থী কার্যকলাপের জন্য দলের প্রাথমিক সদস্যসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছিল সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাধারণ সম্পাদক ইকবাল হোসেন,নারায়ণগঞ্জ শ্রমিকদলের আহ্বায়ক এসএম আসলাম,সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক টিএইচ তোফা, রূপগঞ্জ উপজেলা বিএনপির সহ-সভাপতি আলমগীর হোসেন। তবে তাদেরকে বহিষ্কার আদেশ প্রত্যাহার করা হয়েছে। কিন্তু এখনো যারা বহিষ্কার হয়ে আছেন তাদেরও বহিষ্কার আদেশ প্রত্যাহারের আলোচনা চলমান রয়েছে।


তারা হচ্ছেন- ফতুল্লা থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক রিয়াদ মোহাম্মদ চৌধুরী, নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক লুৎফর রহমান খোকা, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সাধারণ সম্পাদক  এটি এম কামাল, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সাবেক যুগ্ম-আহ্বায়ক আতাউর রহমান মুকুল, ১২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর শওকত হাসেম শকু, বন্দর উপজেলা বিএনপি নেতা হান্নান, সুলতান আহম্মেদ, গোলাম নবী মুরাদ।


কারণ প্রতিদিনই বিএনপির পক্ষ থেকে বিএনপির পক্ষ বিভিন্ন জেলা উপজেলা থানা ওয়ার্ড ইউনিয়ন পর্যায়ের বহিষ্কৃত নেতাদের বহিষ্কার আদেশ প্রত্যাহার করা হয়েছে। এদিকে বহিষ্কার আদেশ প্রত্যাহার হলেও তারা স্বপদে বহাল হচ্ছেন কিনা তা নিয়ে রয়েছে শংসয়। কারণ বিএনপির প্যাডে স্বপদে বহালের বিষয়টি উল্লেখিত হচ্ছে না। তবে প্রাথমিক সদস্য পদ ফিরিয়ে দেয়ার বিষয়টি স্পষ্ট হয়েছে। এদিকে নারায়ণগঞ্জের বহিষ্কৃতদের বহিষ্কার আদেশ প্রত্যাহারের মাধ্যমে নারায়ণগঞ্জ জেলার প্রভাবশালী বহু বহিষ্কৃত নেতার কপাল খুলছে বলে ইঙ্গিত পাওয়া যাচ্ছে না। যার ফলে বিএনপির বহিষ্কৃত নেতারা ইতিমধ্যে স্বস্তিতে রয়েছে।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন