Logo
Logo
×

রাজনীতি

লাপাত্তা আ.লীগ মাঠে বিএনপি

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৫, ১২:০০ এএম

লাপাত্তা আ.লীগ মাঠে বিএনপি

লাপাত্তা আ.লীগ মাঠে বিএনপি

Swapno

আওয়ামী লীগের ‘নাশকতা পরিকল্পনা’ ঠেকাতে রাত থেকেই মাঠে তৎপর রয়েছে বিএনপি ও অঙ্গসংগঠনের  নেতাকর্মীরা। ইতিমধ্যে নগরীতে র‌্যাব-পুলিশের চেক পোস্টসহ প্রশাসনের নানা অভিযান থাকলে ও নগরীর অলিতে গলিতে মটর বাইক বহর, লাঠি হাতে নিয়ে বিভিন্ন গলিতে মহড়া অবহৃত রেখেছে বিএনপি নেতাকর্মীরা। এর আগে গত (১১ নভেম্বর) অনানুষ্ঠানিক ভাবে বিভিন্ন এলাকায় বার্তা দেয়া হয়েছে আওয়ামী লীগের নাশকতা প্রতিহত করতে।


একই সাথে (১৩ নভেম্বর) সারাদিন মাঠে থেকে আওয়ামী লীগকে প্রতিহত করার কথা জানিয়েছে নেতাকর্মীরা। এদিকে গতকাল (১২ নভেম্বর) বিকাল থেকেই মাঠে অবস্থান করছেন বিএনপি ও অঙ্গসগঠনের নেতাকর্মীরা। এদিকে সূত্র মতে, সন্ধ্যার পূর্বে আওয়ামী লীগের একটি মিছিল অরাজকতা সৃষ্টি চেষ্টা করতে চাইলে ও হঠাৎ শত শত নেতাকর্মী নিয়ে মহানগর বিএনপির সদস্য সচিব এড. আবু ইউসুফ খান টিপু মাঠে নামলে অনেকটাই সজাগ হয়ে যান আওয়ামী লীগের সেই নাশকতাকারীরা। তা ছাড়া ইতিমধ্যে রাতভর প্রতিটি মোড়ে মোড়ে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা পাহাড়ায় থাকবেন তা ছাড়া বিএনপির অঙ্গসংগঠনের কর্মী বাহিনীরা মটর শোডাউন দিচ্ছেন।


এদিকে বর্তমানে শহরে আবু আল ইউসুফ খান টিপুর নেতৃত্বে একদল চাষাড়া পাহাড়া দিয়ে যাচ্ছেন। একই সাথে সদর থানা যুবদল পাহাড়ায় রেখেছেন চাষাড়া, লিংক রোড এর একাংশ, খানপুর, কিল্লারপুল, হাজীগঞ্জ। অন্যদিকে সাইবোর্ড, ভূঁইঘর, জালকুড়ি, এলাকায় মহড়ায় রয়েছেন ফতুল্লা থানা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। তা ছাড়া প্রতিটি ইউনিয়নে সেখানকার বিএনপি, যুবদল নেতারা মাঠ দখলে রেখেছে। যাকে ঘিরে গবীর রাতে বা সকালে আওয়ামী লীগ নাশকতার পরিকল্পনা করলে ও তা সম্ভব নয় বলে ধারণা করা হচ্ছে। এদিকে বর্তমানে একের পর এক বিক্ষোভ মিছিল লক্ষ্য করা যাচ্ছে নারায়ণগঞ্জ জুড়ে।যাকে ঘিরে সকলের মুখে মুখে মাঠ দখলে নিয়েছে বিএনপি লাপাত্তা আওয়ামী লীগ।



সূত্র বলছে, সরকার বিরোধী কর্মসূচির অংশ হিসেবে সারাদেশে নাশকতা শুরু করেছে আওয়ামী লীগের নেতাকর্মীরা। রাজধানীতে একাধিক ককটেল বিষ্ফোরণ ও বাসে অগ্নিসংযোগের ঘটনায় ক্ষুব্ধ সাধারণ মানুষ। ইতোমধ্যে একজন নিরীহ বাস চালক পুড়ে মারা গেছে আওয়ামী লীগের অগ্নি সন্ত্রাসের কবলে পড়ে। এমন অবস্থায় সতর্ক রয়েছে নারায়ণগঞ্জের পুলিশ প্রশাসন। নাশকতা রুখতে বেশ কিছু স্থানে আওয়ামী লীগের নেতাকর্মীদের গ্রেপ্তার করেছে পুলিশ। সেই সাথে সংঘাত ও নাশকতাকারীদের উপস্থিতি পাওয়া মাত্র তাদের প্রতিহত করার কথা জানিয়েছে রাজনৈতিক দলের নেতাকর্মীরা।


বর্তমানে নেতাকর্মীরা মাঠে সোচ্চার রয়েছেন। বর্তমানে একদিন আগে থেকেই নারায়ণগঞ্জ জেলা ও মহানগর বিএনপির নেতারা তাদের কর্মী ও সমর্থকদের সতর্ক থেকে জনগণের জান-মালের নিরাপত্তা রক্ষায় ভূমিকা পালনে মাঠে তৎপরতা দেখাচ্ছে। নাশকতাকারীদের প্রতিহত করার পাশাপাশি তাদের আইন শৃঙ্খলা বাহিনীর হাতে সোপর্দ করতে বার্তা দিয়েছে। তা ছাড়া গতকালের মতোই আজকে ও  (১৩ নভেম্বর) দিনভর একাধিক মিছিল ও মহড়া দিতে পারে বিএনপির নেতাকর্মীরা।


তা ছাড়া জেলা পুলিশ জানিয়েছেন, শহরের বিভিন্ন গুরুত্বপুর্ন স্থাপনা যেমন বাস টার্মিনাল, লঞ্চ টার্মিনাল, সরকারি প্রতিষ্ঠান, বিভিন্ন রাজনৈতিক দলের কার্যালয়ের সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন ও নজরদাড়ি বৃদ্ধি করা হয়েছে। সেই সাথে নাশকতার সাথে জড়িত সন্দেহভাজনদের গ্রেপ্তার কার্যক্রমও জোড়দার করা হয়েছে। সব মিলিয়ে আওয়ামী লীগের নাশকতা কর্মসূচি ঠেকাতে সতর্ক অবস্থানে রয়েছে সবাই।


মহানগর বিএনপির আহ্বায়ক এড. সাখাওয়াত হোসেন খান বলেছেন, এটা একটা ভোগাস কর্মসূচি। আগামীকাল কেউ মাঠে নামবে না। মানুষের মাঝে উদ্বেগ সৃষ্টি করার জন্য একটা স্ট্যান্ডবাজী ছাড়া আর কিছুই না। তাই এটাকে আমরা তেমন গুরুত্ব দিচ্ছি না। তবে যদি এমন কোনোকিছু হয়, সেক্ষেত্রে প্রত্যেক ওয়ার্ডে ওয়ার্ডে আমাদের নেতাকর্মীরা প্রস্তুত ও সক্রিয় আছে। আমি মনে করি, সাধারণ জনগণই তদের প্রতিহত করবে। তা ছাড়া মহানগর বিএনপি আজকে মাঠে ছিলো আগামীকাল ও মহানগর বিএনপি মাঠে সোচ্চার থাকবে।


মহানগর বিএনপির সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু বলেন, অবৈধ লকডাউনের বিরুদ্ধে আমরা শহরে মিছিল করেছি। কিন্তু আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ কাউকে খুঁজে পাইনি। ১৬ বছর ধরে শেখ হাসিনা দেশের মানুষকে শান্তিতে থাকতে দেননি, মৌলিক অধিকার ও ভোটের অধিকার কেড়ে নিয়েছেন। এখন তিনি পার্শ্ববর্তী দেশে বসে বাংলাদেশের মানুষকে জিম্মি করতে চাইছেন।


তিনি আরও বলেন, “আমরা বেঁচে থাকতে কোনো ধরনের অরাজকতা মেনে নেব না। আগামী দু’দিন জেলার প্রতিটি ইউনিয়ন, পাড়া-মহল্লা ও ওয়ার্ডে নেতাকর্মীদের পাহারা দিতে হবে এবং আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের কাউকে দেখলে প্রশাসনের কাছে হস্তান্তরের আহ্বান জানানো হয়েছে। আগামীকাল (১৩ নভেম্বর) আমরা দিনভর, রাতভর আওয়ামী লীগের সকল প্রকারের নাশকতা প্রতিহত করতে মাঠে নানা কর্মসূচি রেখেছি।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন