Logo
Logo
×

রাজনীতি

বিএনপি নিয়ে মান্নানের বেফাঁস মন্তব্য হাইকমান্ডের টেবিলে

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ১২ নভেম্বর ২০২৫, ১২:০০ এএম

বিএনপি নিয়ে মান্নানের বেফাঁস মন্তব্য হাইকমান্ডের টেবিলে

বিএনপি নিয়ে মান্নানের বেফাঁস মন্তব্য হাইকমান্ডের টেবিলে

Swapno



# মান্নানের বিষয়ে মির্জা আব্বাস হাইকমান্ডের সাথে কথা বলবেন


ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে বিএনপির সম্ভাব্য মনোনয়ন পেয়েছেন আজহারুল ইসলাম মান্নান। মনোয়ন পাওয়ার পর থেকেই একের পর এক বেফাঁস মন্তব্য করে বিপাকে পড়েছেন তিনি। সম্প্রতি চাঁদাবাজি প্রসঙ্গে এক সাংবাদিকের প্রশ্নে সারাদেশে বিএনপি নেতাকর্মী এবং ঢাকায় বিএনপি নেতা বিএনপি আব্বাসের কর্মীদের নিয়ে বিতর্কিত মন্তব্য ভাইরাল হওয়ার পর এটি এখন বিএনপিসহ অন্যান্য দলের বহুল চর্চিত বিষয়।


মান্নানের এমন কর্মকাণ্ড এখন বিএনপির হাইকমান্ডেও আলোচনা হচ্ছে।  এদিকে  মান্নানের এ বিষয়ে ঢাকা-৮ আসনের বিএনপির সম্ভাব্য মনোনীত প্রার্থী এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের সাথে মুঠোফোনে তার প্রতিক্রিয়া জানতে চাওয়া হলে তিনি বিশ্রামে থাকায় তার বরাতে জাহিদ নামে একজন ঘনিষ্ঠ ব্যক্তি জানান, ‘মান্নানের যে বিষয়টি উনি শুনেছেন, ব্যবস্থা নেয়া হবে। তিনিও আরও জানান, মির্জা আব্বাস এই বিষয়ে প্রতিক্রিয়া দলীয় হাইকমান্ডের নিকট জানাবে।


সূত্র বলছে, গত (১০ নভেম্বর) সামাজিক যোগাযোগ মাধ্যমে একজন সাংবাদিকের সাথে মতবিনিময়ের অডিও ক্লিপ ফাঁস হয় সোনারগাঁ উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নান এবং নারায়ণগঞ্জ-৩(সোনারগাঁ-সিদ্ধিরগঞ্জ) আসনের সম্ভাব্য মনোনীত প্রার্থী মান্নানের। অডিও ক্লিপ থেকে তাদের মতবিনিময়ে উঠে বিএনপির বিরুদ্ধে বেফাঁস ভয়ঙ্কর মন্তব্য। অডিও ক্লিপটি পর্যালোচনা করলে দেখা যায়, সাংবাদিক ইমরান দৈনিক মুক্ত খবর থেকে আপনার বিরুদ্ধে কিছু অভিযোগ এসেছে মোগরাপাড়া চৌরাস্তা ফুটপাতে চাঁদাবাজি তারপর সরকারী জায়গা, সিএনজি স্ট্যান্ড,বাস স্ট্যান্ড,বাস কাউন্টার ৫ই আগস্টের পর আপনার ছেলে টোল প্লাজা দখল করে ৫কোটি টাকা।


এসময় আজহারুল ইসলাম মান্নান তখন পাল্টা প্রশ্ন করে বলেন, আপনি কোন পত্রিকার সাংবাদিক এই পত্রিকা কই কথায় চলে? আগে গিয়া নিজেরা তদন্ত কইরা হিয়ার পরে পত্রিকায় লেখেন। সাংবাদিক ইমরান তদন্ত করে খুঁজ খবর নিয়েই আপনার সাথে কথা বলছি। জবাবে মান্নান বলেন,আমি আমার পোলায় গিয়া চৌরাস্তা এবং ফুটপাতের সব খাই? জবাবে সাংবাদিক বলেন এগুলো আপনার লোকজন করেন। জবাবে মান্নান বলেন, সারা বাংলাদেশের বিএনপির লোকজন করে ঢাকাতে মির্জা আব্বাসের পোলাপাইন হগল করে। আন্তাজে না জিগায়া না জাইনা কেন লেখতাছেন।


সাংবাদিক ইমরান বলেন, যারা করে আপনার লোক আপনার নাম পরবে। মান্নান বলেন,দুই বছর আগে টোল প্লাজার কি হইছে না হইছে কারা করছে আমরা বাপ পুতে ঢাকা ছিলাম ৫ই আগস্টের দিন। আপনারা তদন্ত করে লেখেন আমার নাম আইছে তদন্তে তারা কি কইছে মান্নান সাবের পোলায় মান্নান সাবে নিছে গা?শুনেন না জাইনা ভাই আপনার সাথে তর্ক করতে রাজি না। আপনারা পত্রিকায় লেখবেন লেহেন গা যান।


মান্নানের বিএনপির বিরুদ্ধে এমন ভয়ঙ্কর মন্তব্য দেশজুড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বরাতে ছড়িয়ে পড়ে এবং বিএনপির নেতাকর্মীদের পক্ষ থেকে নিন্দার ঝড় বইতে থাকে। সেই সাথে এই অডিও ক্লিপটি ঢাকা-৮ আসনের বিএনপির সম্ভাব্য মনোনীত প্রার্থী এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের দৃষ্টিগোচর হয়েছে।


এদিকে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া অডিও কল রেকর্ডকে ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করে সম্পাদিত (এডিট) করা হয়েছে বলে দাবি করেছেন নারায়ণগঞ্জ-৩ (সিদ্ধিরগঞ্জ-সোনারগাঁও) আসনে বিএনপির মনোনীত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থী আজহারুল ইসলাম মান্নান। তিনি অভিযোগ করেছেন, ‘তার বিরুদ্ধে একটি স্বার্থান্বেষী মহল পরিকল্পিত ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে।’

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন