মান্নানের বেফাঁস মন্তব্যের অডিও ক্লিপ ফাঁস
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ১২ নভেম্বর ২০২৫, ১২:০০ এএম
মান্নানের বেফাঁস মন্তব্যের অডিও ক্লিপ ফাঁস
# সারা বাংলাদেশে বিএনপির লোক করে, ঢাকাতে মির্জা আব্বাসের পোলাপাইন হগল করে
নারায়ণগঞ্জ-৩ আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থী আজহারুল ইসলাম মান্নান প্রতিনিয়ত বেফাঁস মন্তব্য করে চলেছেন বিভিন্ন রাজনৈতিক সভা সমাবেশ এবং রাজনৈতিক ব্যক্তিবর্গের সামনে, এমনকি সাংবাদিকদের সাথেও। সর্বশেষ নারায়ণগঞ্জ-৩ আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থী হওয়ার পরও এক সংবাদ প্রকাশের ক্ষেত্রে মান্নানের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগের বিষয়ে জানতে চান একজন গণমাধ্যমকর্মী সেসময় মান্নান নিজের দোষ ঢাকতে সারা বাংলাদেশের বিএনপির নেতাদের অভিযুক্ত করেন এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের সমর্থকদের দিকে আঙুল তুলেন।
তার বেফাঁস মন্তব্য মুহুর্তেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। প্রতিনিয়ত মান্নান কখনো সিদ্ধিরগঞ্জ এবং বন্দরবাসীকে নিয়ে বাজে মন্তব্য করছেন কখনো বিএনপির সকল সমর্থক এবং বিএনপির নীতি নির্ধারকদের বিরুদ্ধে মন্তব্য করতে দ্বিধাবোধ করছেন না।
নারায়ণগঞ্জ-৩ আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থী আজহারুল ইসলাম মান্নানের ভাইরাল সেই অডিও ক্লিপ পর্যালোচনা করলে দেখা যায়, সাংবাদিক ইমরান দৈনিক মুক্ত খবর, ঢাকা থেকে আপনার বিরুদ্ধে কিছু অভিযোগ এসেছে মোগরাপাড়া চৌরাস্তা ফুটপাতে চাঁদাবাজি তারপর সরকারী জায়গা, সিএনজি স্ট্যান্ড,বাস স্ট্যান্ড, বাস কাউন্টার ৫ ই আগস্টের পর আপনার ছেলে টোল প্লাজা দখল করে ৫ কোটি টাকা। এসময় আজহারুল ইসলাম মান্নান তখন পাল্টা প্রশ্ন করে বলেন, আপনি কোন পত্রিকার সাংবাদিক এই পত্রিকা কই, কোথায় চলে? আগে গিয়া নিজেরা তদন্ত কইরা, হিয়ার পরে পত্রিকায় লেখেন।
সাংবাদিক ইমরান তদন্ত করে খোঁজ খবর নিয়েই আপনার সাথে কথা বলছি। জবাবে মান্নান বলেন, আমি, আমার পোলায় গিয়া চৌরাস্তা এবং ফুটপাতের সব খাই? জবাবে সাংবাদিক বলেন, এগুলো আপনার লোকজন করেন। জবাবে মান্নান বলেন, সারা বাংলাদেশের বিএনপির লোকজন করে, ঢাকাতে মির্জা আব্বাসের পোলাপাইন হগল করে। আন্তাজে না জিগায়া, না জাইনা কেন লেখতাছেন।
সাংবাদিক ইমরান বলেন, যারা করে আপনার লোক, আপনার নাম পড়বে। মান্নান বলেন, দুই বছর আগে টোল প্লাজার কি হইছে, না হইছে, কারা করছে, আমরা বাপ-পুতে ঢাকা ছিলাম ৫ আগস্টের দিন। আপনারা তদন্ত করে লেখেন আমার নাম আইছে তদšে,Í তারা কি কইছে, মান্নান সাবের পোলায় মান্নান সাবে নিছে গা? শুনেন, না জাইনা ভাই আপনার সাথে তর্ক করতে রাজি না। আপনারা পত্রিকায় লেখবেন, লেহেন গা, যান।


