Logo
Logo
×

রাজনীতি

মনোনীতদের দাপটে প্রত্যাশীরা বিপাকে

Icon

যৃুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ০৯ নভেম্বর ২০২৫, ১২:০০ এএম

মনোনীতদের দাপটে  প্রত্যাশীরা বিপাকে

মনোনীতদের দাপটে প্রত্যাশীরা বিপাকে

Swapno

নারায়ণগঞ্জ সংসদীয় চারটি আসনে বিএনপির সম্ভাব্য মনোনীতদের দাপটে বলয় ভাঙছে মনোনয়ন প্রত্যাশীদের। চূড়ান্ত মনোনয়নের আগেই বলয় ভাঙ্গায় রাজনৈতিক এলাকায় দলীয় দাপট হাড়াচ্ছে মনোনয়ন প্রত্যাশীরা। মনোনয়নকে কেন্দ্র করে বলয় ভাঙায় বর্তমান এবং ভবিষ্যৎ রাজনীতির হুমকির মুখে পড়তে যাচ্ছে বর্তমান বিএনপির মনোনয়ন প্রত্যাশীরা। এদিকে মনোনীতদের দাপটে মনোনয়ন প্রত্যাশীদের বলয় ভাঙার চিত্র সর্বত্র ফুঁটে উঠেছে নারায়ণগঞ্জ-১(রূপগঞ্জ) এলাকায়।

সূত্র বলছে, সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে প্রার্থীদের নাম ঘোষণা করেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ঘোষণা অনুযায়ী, নারায়ণগঞ্জ-১ আসনে মোস্তাফিজুর রহমান দিপু ভূঁইয়া, নারায়ণগঞ্জ-২ আসনে নজরুল ইসলাম আজাদ, নারায়ণগঞ্জ-৩ আজহরুল ইসলাম মান্নান এবং নারায়ণগঞ্জ-৫ মাসুদুজ্জামান মাসুদ ধানের শীষ প্রতীকের সম্ভাব্য প্রার্থী। তবে নারায়ণগঞ্জ-১ আসনে সম্ভাব্য মনোনীত প্রার্থী মোস্তাফিজুর রহমান দিপু ভূঁইয়ার দাপটে বলয় ভেঙ্গে চুড়মাড় হয়েছে উক্ত আসনে মনোনয়ন প্রত্যাশী এবং রূপগঞ্জের রাজনীতিতে দিপুর অন্যতম প্রতিদ্বন্দ্বি কাজী মনিরুজ্জামানের।

কেননা সম্ভাব্য মনোনয়ন তালিকায় ঠাঁই না পাওয়ার পর থেকেই কাজী মনিরুজ্জামানের বলয়ে নেতাকর্মীরা নারায়ণগঞ্জ-১ আসনে সম্ভাব্য মনোনীত প্রার্থী মোস্তাফিজুর রহমান দিপু ভূঁইয়ার দাপটে দিপু বলয়ে দলে দলে যোগ দিচ্ছে। যার ফলে ৭ই নভেম্বর বিপ্লব সংহতি দিবস উপলক্ষে কাজী মনিরুজ্জামন কর্মসূচি হাতে নিলেও সেটা স্থগিত করতে হয়। নারায়ণগঞ্জ-২ আসনে সম্ভাব্য মনোনীত প্রার্থী নজরুল ইসলাম আজাদ মনোনীত হওয়ার পর থেকেই আজাদ বলয়ের নেতাকর্মীদের প্রভাবে অন্যান্য মনোনয়ন প্রত্যাশী মাহমুদুর রহমান সুমন,আতাউর রহমান আঙ্গুর,পারভীন আক্তার তাদের সমর্থকদের নিয়ে কোন প্রকার দলীয় কর্মকান্ড করতে পারছে না। সেই সাথে মনোনয়ন প্রত্যাশীরা সমর্থকরা আতঙ্কে থাকায় তারাও নির্বাচনী এলাকায় কোন প্রকার কার্যক্রম হাতে নিতে পারছে না। নারায়ণগঞ্জ-৩ আসনে সম্ভাব্য মনোনীত প্রার্থী আজহারুল ইসলাম মান্নান তাকে ব্যতীত আরও ৭জন মনোনয়ন প্রত্যাশী রয়েছে।

এদিকে মান্নান মনোনীত হওয়ার পর সমর্থক আপন দুই ভাই আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে স্থানীয় এক জাপা নেতার বাড়িসহ কয়েকটি বাড়িতে আগুন দিয়ে জ¦ালিয়ে দেন। অপরদিকে মান্নান এবং তার সমর্থকরা অন্যান্য মনোনয়ন প্রত্যাশীদের কাছ থেকে সমর্থন আদায়ের স্ট্যান্ডবাজি করে বেড়াচ্ছেন। মান্নান বলয়ের প্রভাবকে মোকাবেলায় নারায়ণগঞ্জ-৩ আসনে অন্যান্য মনোনয়ন প্রত্যাশী রেজাউল করিম, ওলিউর রহমান আপেল,অধ্যাপক বকুল,মুজাহিদ মল্লিক এক মঞ্চে ফিরছেন। তবে নারায়ণগঞ্জ-৩ আসনে অপর এক মুহাম্মদ গিয়াসউদ্দিন মনোনয়ন বঞ্চিত হওয়ার পর ৭ই নভেম্বর বিপ্লব সংহতি দিবস উপলক্ষে বিশাল র‌্যালি করেছেন নির্বাচনী এলাকায়। এদিকে নারায়ণগঞ্জ-৪ আসনে সম্ভাব্য মনোনীত প্রার্থী মাসুদুজ্জামান তিনি মনোনয়ন প্রত্যাশী হওয়ার আগে থেকেই অন্যান্য মনোনয়ন প্রত্যাশীদের বলয় ভেঙে নেতাকর্মীদের তার বলয়ে যোগদান করিয়েছেন। তবে তিনি মনোনীত হওয়ার পর থেকেই বিপাকে পড়েছেন অন্যান্য মনোনয়ন প্রত্যাশী সাখাওয়াত হোসেন খান, আবু আল ইউসুফ খান টিপু,আবুল কালাম,আবু জাফর বাবুল। তাদের প্রত্যেকেরই সমর্থকদের মাসুদুজ্জামান বলয়ে ইন করানোর মিশন পরিচালনা করছেন। এদিকে মাসুদুজ্জামান মনোনয়নের পর থমকে পড়েন মনোনয়ন প্রত্যাশী সাখাওয়াত হোসেন খান, আবু আল ইউসুফ খান টিপু,আবুল কালাম,আবু জাফর বাবুল। কিন্তু৭ই নভেম্বর বিপ্লব সংহতি দিবস উপলক্ষে কর্মসূচির মধ্য দিয়ে আবারও উজ্জেবীত হন তারা।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন