Logo
Logo
×

রাজনীতি

গুলি চালানোর কথা কাদেরকে ফোনে জানান শামীম ওসমান

Icon

যৃুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ০৯ নভেম্বর ২০২৫, ১২:০০ এএম

গুলি চালানোর কথা কাদেরকে  ফোনে জানান শামীম ওসমান

গুলি চালানোর কথা কাদেরকে ফোনে জানান শামীম ওসমান

Swapno

২০২৪’র জুলাই আন্দোলন চলাকালীন সময়ে ছাত্র-জনতার আন্দোলন দমাতে নারায়ণগঞ্জে শিক্ষার্থীদের ওপর গুলি চালিয়েছিলেন নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য শামীম ওসমান ও তার সহযোগীরা এমন নানান ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখা গিয়েছিলো। যাকে ঘিরে ইতিমধ্যে একাধিক ছাত্র হত্যা মামলার আসামী হয়েছেন এই প্রভাবশালী আওয়ামী লীগ নেতা। বর্তমানে ও সিদ্ধিরগঞ্জসহ নারায়ণগঞ্জের বিভিন্ন থানায় জুলাই আন্দোলনের ছাত্র হত্যা মামলা হলেই সেখানে শামীম ওসমানকে প্রধান আসামী করা হয়। এদিকে গত (০৭ নভেম্বর) বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ও নারায়ণগঞ্জের গডফাদার খ্যাত শামীম ওসমানের ভয়ঙ্কর ফোনালাপ ফাঁস হয়, সেখানে ওবায়দুল কাদেরের কাছে জুলাই আন্দোলনে অস্ত্র ব্যববহারের কথা স্বীকার করেছিলেন শামীম ওসমান। শামীম ওসমানের এই ভয়ঙ্কর ফোনালাপ ফাঁসে নারায়ণগঞ্জ জুড়ে হৈ চৈ শুরু হয়েছে।

ওবায়দুল কাদের ও শামীম ওসমানের জুলাই আন্দোলনের অস্ত্র ব্যবহারের ফোনলাপ ইতিমধ্যে ভাইরাল।


শামীম ওসমান : আমি আগে আপনার থেকে অনুমতি নেই ছাত্ররা থানায় হামলা করতে গিয়েছিলো, পুলিশ কিছু করতে পারতেছিলো না। আমার কাছে পুলিশ সাহায্যে চাইলে, আমি বাধ্য হয়ে হাতে অস্ত্র তুলে নেই। এখন হাতে অস্ত্র ছাড়া কিছু করা যাচ্ছে না, আমরা ওদের দৌড়াইয়া পানির মধ্যে নামাইছি আর দুইটারে ধরছি। এখন আমি যাচ্ছি সিদ্ধিরগঞ্জের দিকে। আমরা এখন সার্পোট চাই আর পুরো চিটাগাং রোড খালি করতে চাই। আপনার কাছে বলে দিলাম, আপনি নেত্রীর কাছে বলে দিয়েন অস্ত্র হাতে ছবি দেখলে সে যেন রাগ না করেন।

ওবায়দুল কাদের : আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই।

আরেকটি রেকডিংয়ে শামীম ওসমান : আসসালামুআলাকুম

ওবায়দুল কাদের : কি হয়েছে শামীম, কি অবস্থা।

শামীম ওসমান : আমাদের নারায়ণগঞ্জের বর্তমান অবস্থা প্রশাসন আছে বলে মনে হচ্ছে না। পরবর্তীতে আমি না পেরে স্বরাষ্ট্রমন্ত্রীকে কল করলাম ওরা অস্ত্রঘার লুট করতে গিয়েছিলো রাইফেল-টাইফেল পরে আবার সেখানে আগুন দিছে।

বর্তমানে বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের কাছে নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সাংসদ সদস্য গডফাদার খ্যাত শামীম ওসমানের অস্ত্র ব্যবহারের কথা স্বীকারের অভিও রেকাডিং প্রায় ভাইরাল। ইতিমধ্যে ন্যাশনাল, লোকাল মিডিয়াগুলোর মধ্যে বর্তমান পরিস্থিতিতে ‘টক অব দ্যা’ টাউনে পরিণত হয়েছে। এদিকে এই অডিও ভাইরালের পূর্বেই গত বুধবার রাতে নারায়ণগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সংঘটিত ঘটনায় সাবেক সংসদ সদস্য এ কে এম শামীম ওসমান, তার ছেলে অয়ন ওসমান এবং ভাতিজা আজমেরী ওসমান সহ ৮০ জন নামধারী আসামির বিরুদ্ধে হত্যাচেষ্টার মামলা হয়েছে। নারায়ণগঞ্জের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলি আদালতের নির্দেশে মামলাটি সিদ্ধিরগঞ্জ থানায় রেকর্ড করা হয়।মামলার সূত্রে জানা যায়, গত বছর ১৮ জুলাই দুপুরে সিদ্ধিরগঞ্জের জালকুড়ি বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় ছাত্র জনতার আন্দোলন চলাকালে গুলি ও দেশীয় অস্ত্রের আঘাতে আহত হন নাফসিন আহমেদ জিসান (১৯)। আহত জিসান গত ১৯ সেপ্টেম্বর সুবিচারের দাবিতে আদালতে একটি আবেদন করেন। আদালত আবেদনটি আমলে নিয়ে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশকে মামলাটি রেকর্ড করার নির্দেশ দেন।


জুলাই আন্দোলনে (১৯ জুলাই) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নারায়ণগঞ্জে শিক্ষার্থীদের ওপর গুলি চালিয়েছেন সাবেক সংসদ সদস্য শামীম ওসমান ও তার সহযোগীরা। এমন ভিডিও শনিবার (২৪ আগস্ট) ফেসবুকে ছড়িয়ে পড়েছিলো। ছাত্র-জনতার অভ্যুত্থানে ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হয় এবং শেখ হাসিনা দেশ ছাড়েন। আন্দোলনে নিহতের ঘটনায় শেখ হাসিনা, স্থানীয় সংসদ সদস্য শামীম ওসমানসহ আওয়ামী লীগের নেতা-কর্মীদের নামে একাধিক মামলা হয়েছে। সরকার পতনের পর শামীম ওসমান ও তার সহযোগীরা আত্মগোপনে রয়েছেন। গত ১৯ জুলাই চাষাড়ার বঙ্গবন্ধু সড়কে শামীম ওসমানের নেতৃত্বে সন্ত্রাসীদের আগ্নেয়াস্ত্র দিয়ে গুলি করার ভিডিওতে দেখা যায়, শামীমের বাহিনী আগ্নেয়াস্ত্র হাতে একের পর এক গুলি ছুড়ছে। শামীমের শ্যালক ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক তানভীর আহমেদ টিটুকেও গুলি ছুড়তে দেখা গেছে।ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, শামীম ওসমান ও তার বাহিনী অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র নিয়ে বঙ্গবন্ধু সড়ক দিয়ে শহরের ডিআইটি এলাকার দিকে এগিয়ে যাচ্ছে। এ সময় তার শ্যালক বিসিবির পরিচালক তানভীর আহমেদ টিটু মিছিলের সামনে অবস্থান করে হাতে থাকা আগ্নেয়াস্ত্র দিয়ে এলোপাতাড়ি গুলিবর্ষণ করতে করতে এগিয়ে যাচ্ছেন। শামীম ওসমানের পেছনে দুটি অস্ত্র হাতে ছিলেন ডিবিসি নিউজের নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি রাজু আহমেদ। আর পেছনের সারিতে পিস্তল হাতে ছিলেন শামীম ওসমানের বেয়াই ফয়েজ উদ্দিন লাভলু ও তার ছেলে মিনহাজুল ইসলাম ভিকি। এ সময় তাদেরও গুলি ছুঁড়তে দেখা যায়। এদিকে পটপরিবর্তনের পর দেশ ছেড়ে পালালে ওসমান পরিবারের সদস্যদের আর দেখা পাওয়া যায়নি। সে সময় যেসব মন্ত্রী-এমপি ও নেতাদের অবস্থান জানতে উৎসুক হয়ে পড়ে পুরো দেশ তাদের তালিকায় আছে নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক এমপি একেএম শামীম ওসমানের নাম। শামীম ওসমান ও তার স্বজনরা দেশে নাকি বাইরে আছেন তা নিয়েও ছিল আলোচনা-সমালোচনা। এদিকে বর্তমানে নারায়ণগঞ্জের ৭টি থানায় প্রায় কয়েক শতাধিক মামলার আসামী হয়ে বর্তমানে দেশে দেশে পলাতক জীবন পাড় করছেন শামীম ওসমান।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন