Logo
Logo
×

রাজনীতি

বিএনপির বিপরীতে জামায়াত ইসলামের প্রার্থীদের অবস্থান

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ০৯ নভেম্বর ২০২৫, ১২:০০ এএম

বিএনপির বিপরীতে জামায়াত ইসলামের প্রার্থীদের অবস্থান

বিএনপির বিপরীতে জামায়াত ইসলামের প্রার্থীদের অবস্থান

Swapno


নারায়ণগঞ্জের চারটি আসনে বিএনপির এবং জামায়াত ইসলামের সম্ভাব্য প্রার্থী ঘোষণা করা হয়েছে। তবে  এই চারটি আসনে বিএনপির মনোনীত প্রার্থীদের বিপরীতে জামায়াতের লড়াইয়ের প্রস্তুতি কতটা মজবুত পর্যালোচনা করা দেখা যাক।  


সূত্র বলছে, নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনে বিএনপির সম্ভাব্য মনোনীত প্রার্থী মোস্তাফিজুর রহমান দিপু এবং জামায়াতের প্রার্থী ব্যবসায়ী আনোয়ার হোসাইন মোল্লা। এদিকে দুজনই রূপগঞ্জের স্থানীয় বাসিন্দা। কিন্তু স্থানীয় জনসাধারণের নিকট জনপ্রিয় প্রার্থী হিসেবে বিভেচিত মোস্তাফিজুর রহমান দিপু। অপরদিকে জামায়াত ইসলামের প্রার্থী আনোয়ার হোসাইন মোল্লার তেমন পরিচিত রূপগঞ্জ জুড়ে নেই বললেই চলে। যার কারণে ভোটের মাঠের লড়াইয়ে অনেকটা পিছিয়ে জামায়াত ইসলামের প্রার্থী। তাছাড়া ভোটের মাঠের প্রচারণায়ও তেমন একটা দেখা মেলেনি জামায়াত ইসলামের প্রার্থীকে।কিন্তু বিএনপির প্রার্থী দিপু আওয়ামীলীগ পতনের পর থেকেই রূপগঞ্জের ভোটের মাঠে সক্রিয় হন।


নারায়ণগঞ্জ-২ (আড়াইহাজার) আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থী নজরুল ইসলাম আজাদ এবং জামায়াত ইসলামের প্রার্থী অধ্যাপক ইলিয়াস মোল্লা। বিএনপির প্রার্থী নজরুল ইসলাম আজাদ এর আগে ২০১৮ সালে বিএনপির প্রার্থী হয়ে নির্বাচন করেন। এর আগে আড়াইহাজারে ভোটের লড়াইয়ে তিনি আসেননি। কিন্তু বিএনপির আন্দোলন সংগ্রাম এবং আওয়ামীলীগ পতনের পর থেকে ভোটের মাঠে সুপরিচিত মুখ হয়ে উঠেন আজাদ। অপরদিকে জামায়াত ইসলামের প্রার্থী ড. ইকবাল হোসাইন ভুঁইয়া তিনি দুপ্তারা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ছিলেন। সেই সাথে তিনি জামায়াতের প্রার্থী হওয়ার পর থেকেই পুরো আড়াইহাজার জুড়ে প্রচারে নামেন। তাছাড়া ভোটের মাঠে লড়াইয়ের জন্য পুরো দস্তরে প্রস্তুত হচ্ছেন জামায়াত ইসলামের প্রার্থী।


নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ) আসনে বিএনপির সম্ভাব্য মনোনীত প্রার্থী আজহারুল ইসলাম মান্নান এবং জামায়াত ইসলামের প্রার্থী হিসেবে রয়েছেন ড. ইকবাল হোসাইন ভুঁইয়া। বিএনপির মনোনীত প্রার্থী আজহারুল ইসলাম মান্নানকে নিয়ে নিজ দলের অনুসারী মনোনয়ন প্রত্যাশীদের নিয়ে মতপার্থক্য ছিল। কিন্তু দলীয় সিদ্ধান্তে তিনি মনোনীত হওয়ার পর তার পক্ষেই রয়েছে বিএনপির মনোনয়ন প্রত্যাশী সমর্থকরা।


কিন্তু সোনারগাঁজুড়ে আওয়ামীলীগ পতনের পর মান্নান বলয়ের প্রভাব বিস্তারে বিতর্কে ছিলেন। অপরদিকে জামায়াতের কেন্দ্রীয় শুরা সদস্য ও নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ) আসনের সম্ভাব্য প্রার্থী ড. ইকবাল হোসাইন ভুঁইয়া আওয়ামীলীগ পতনের পর থেকেই জামায়াতের প্রার্থী হিসেবে শিক্ষিত,মার্জিত, বিনয়ী হিসেবে পুরো সোনারগাঁজুড়েই জামায়াতের প্রার্থী হিসেবে পরিচিতি লাভ করেন। সেই সাথে ভোটের মাঠেও তাকে নিয়ে ব্যাপক আলোচনায় থাকায় বিএনপির প্রার্থী মান্নানের বিপরীতে ফ্যাক্টর হতে পারেন জামায়াত ইসলামের ফ্যাক্টর।


নারায়ণগঞ্জ-৫ (সদর-বন্দর) আসনে বিএনপির সম্ভাব্য মনোনীত প্রার্থী মাসুদুজ্জামান এবং জামায়াত ইসলামের প্রার্থী মাওলানা মঈনুদ্দিন আহমেদ। বিএনপির প্রার্থী হিসেবে মাসুদুজ্জামানের আত্মপ্রকাশ ঘটে আওয়ামীলীগের পতনের পরবর্তী সময় এর ইতিপূর্বে তার পরিচিতি ছিল ব্যবষায়ীক। কিন্তু নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী হয়ে বিএনপির সদস্য হন এবং এর আগে থেকেই বিএনপির সমর্থকদের দ্বারা নারায়ণগঞ্জ-৫ আসনের নির্বাচনী এলাকায় তার প্রচার করেন।


কিন্তু ভোটের মাঠে ফ্যাক্টর হতে মনোনীত হওয়ার পর থেকেই কাজ করছেন। অপরদিকে নির্বাচন করবেন দলের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, নারায়ণগঞ্জ মহানগর ও জেলার সাবেক আমির মাওলানা মঈনুদ্দিন আহমেদ জামায়াত ইসলামের নেতা হিসেবে  ব্যাপক নারায়ণগঞ্জের রাজনৈতিক অঙ্গনে পরিচিত মুখ হলেও ভোটের মাঠে পরিচিত নন। সেই সাথে নারায়ণগঞ্জ-৫ আসনে ভোটের মাঠে প্রচারণার ক্ষেত্রেও তেমন সক্রিয় নন।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন