নারায়ণগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে
মনোনয়ন প্রত্যাশীদের পাল্টাপাল্টি চ্যালেঞ্জিং র্যালী
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ০৮ নভেম্বর ২০২৫, ১২:০০ এএম
মনোনয়ন প্রত্যাশীদের পাল্টাপাল্টি চ্যালেঞ্জিং র্যালী
আজ ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচির অংশের পাশাপাশি কিছুদিন পূর্বে ঘোষিত জেলা ও মহানগর বিএনপির র্যালীটি এবার চ্যালেঞ্জিং র্যালীতে পরিণত হয়েছে। এদিকে জেলা ও মহানগরকে কেন্দ্র এই র্যালী উদযাপনের কর্মসূচি দিলে ও একাধিক জেলা ও মহানগর বিএনপির ব্যানার থাকবে বলে আশঙ্কা রয়েছে। এরই পাশাপাশি এই দিবসে সম্ভাব্য মনোনীত প্রার্থী এবং মনোনয়ন প্রত্যাশীদের মাঝে পাল্টাপাল্টিভাবে চ্যালেঞ্জিং র্যালী করতে যাচ্ছেন।
যাকে লক্ষ্য করে নানা আয়োজন হাতে নিয়েছেন নেতাকর্মীরা। এ কর্মসূচি সফল করতে প্রস্তুত রয়েছে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর বিএনপি এবং অঙ্গ সংগঠনসমূহ। বর্তমানে নারায়ণগঞ্জের এই ৫টি আসনেই চ্যালেঞ্জিং র্যালীর প্রস্তুতি শুরু করেছেন নেতাকর্মীরা।
সূত্র জানিয়েছে, আজ ৭ নভেম্বর দিবসটি উপলক্ষে পৃথক ব্যানারে র্যালির আয়োজন করেছে জেলা ও মহানগর বিএনপি। এছাড়াও নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপির সম্ভাব্য মনোনীত প্রার্থী মাসুদুজ্জামান মাসুদের নির্দেশনায় বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয়েছে খানপুর থেকে একই সাথে দুই মনোনয়ন প্রত্যাশী ও মহানগর বিএনপির আহ্বায়ক এড. সাখাওয়াত হোসেন খান ও সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপুর নেতৃত্বে মহানগর বিএনপির ব্যানারে পালন করা হবে দিবসের র্যালীটি। তা ছাড়া বন্দরে নারায়ণগঞ্জ-৫ আসনের আরেক মনোনয়ন প্রত্যাশী আবুল কালাম বিকালে মহানগর বিএনপির ব্যানারে বিশাল র্যালীর আয়োজন করেছেন।
একই সাথে নারায়ণগঞ্জ-৫ আসনে আরেক মনোনয়ন প্রত্যাশী আবু জাফর আহমেদ বাবুল ইতিমধ্যে সামাজিক কার্যক্রমসহ ডেঙ্গু প্রতিরোধে ফগার মেশিন ব্যবহারসহ নানা কার্যক্রম করছেন এই দিনে ও নানা আয়োজন রেখেছেন তিনি।
নারায়ণগঞ্জ-৪ আসনে মনোনয়ন প্রত্যাশী ও জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এবং নারায়ণগঞ্জ-৪ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী মাসুকুল ইসলাম রাজীবের নেতৃত্বে কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বিকেল তিনটায় ফতুল্লার সাইনবোর্ড পাসপোর্ট অফিস এলাকায় নেতাকর্মীরা সমবেত হবেন। সেখান থেকে জেলা বিএনপির পক্ষ থেকে র্যালি শুরু হয়ে ভূঁইঘর বাসস্ট্যান্ডে এসে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হবে। এর বাহিরে ও নারায়ণগঞ্জ-৪ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম টিটু চ্যালেঞ্জিং র্যালীর প্রস্তুতি রেখেছেন।
তা ছাড়া জেলা যুবদলের সদস্য সচিব ও নারায়ণগঞ্জ-৪ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী মশিউর রহমান রনি চমক দেখাতে সাইবোর্ড গ্রান্ড চাদনী রেস্টুরেন্টের সামনে থেকে র্যালী করবেন। সব মিলিয়ে একে অপরের থেকে বড় র্যালী প্রতিষ্ঠিত করতে নানা আয়োজন রেখেছেন। তা ছাড়া ও দীর্ঘ বছর পর চ্যালেঞ্জিং র্যালী করতে প্রস্তুতি রেখেছেন নারায়ণগঞ্জ-৪ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আলহাজ¦ শাহ-আলম। সকাল ১০ টায় র্যালীটি পঞ্চবটি বনানী হলের সামনে থেকে বেড় হয়ে পাগলা গিয়ে শেষ হবে। আর এই র্যালী শাহ-আলমের জীবনের সর্বশেষ বা এর মাধ্যমেই তার রাজনীতি নতুন রূপে শুরু হতে পারে।
তা ছাড়া ও সোনারগাঁও-সিদ্ধিরগঞ্জে এই নারায়ণগঞ্জ-৩ আসনে বিএনপির সম্ভাব্য মনোনীত প্রার্থী আজহারুল ইসলাম বিশাল র্যালীর আয়োজন করেছেন একই সাথে এই আসনে আরেক মনোনয়ন প্রত্যাশী আলহাজ¦ মুহাম্মদ গিয়াস উদ্দিন সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির ব্যানারে সর্বকালের সেরা মিছিলের আয়োজন করেছেন চ্যালেঞ্জিং সরূপ। এদিকে আলোচনা উঠছে এই সংহতি ও বিপ্লব দিবস উপলক্ষে আয়োজিত র্যালী মাধ্যমে আগামী নির্বাচনের সম্ভাব্য মনোনীত প্রার্থীদের মনোনয়নে প্রভাব পরতে পারে। এ ছাড়া ও রদ-বদলের আশঙ্কার প্রভাব রয়েছে বলে গুঞ্জন উঠছে।
এ বিষয়ে জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ জানান, কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বিকেল তিনটায় ফতুল্লার সাইনবোর্ড পাসপোর্ট অফিস এলাকায় নেতাকর্মীরা সমবেত হবেন। সেখান থেকে জেলা বিএনপির পক্ষ থেকে র্যালি শুরু হয়ে ভুইঘর বাসস্ট্যান্ডে এসে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হবে।
মহানগর বিএনপির আহ্বায়ক এড. সাখাওয়াত হোসেন খান বলেন, আমরা শহরের হোসিয়ারি সমিতির সামনে সংক্ষিপ্ত সমাবেশ শেষে বঙ্গবন্ধু সড়ক হয়ে মন্ডলপাড়া পুল পর্যন্ত র্যালি করবো।
মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু বলেন, আমরা ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালনে ব্যাপক প্রস্তুতি রেখেছি। আমরা হাজারো হাজারো বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের নিয়ে আনন্দ উল্লাসের মাধ্যমে র্যালীটি সফল করবো ইনশাআল্লাহ।
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসুকুল ইসলাম রাজীব বলেন, ফতুল্লার সাইনবোর্ড পাসপোর্ট অফিস এলাকায় নেতাকর্মীরা সমবেত হবে পরবর্তীতে ভূঁইঘর এসেই সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে র্যালীটি শেষ হবে।


