Logo
Logo
×

রাজনীতি

এখনো না.গঞ্জ-৪ আসনে ত্রিমুখী লড়াই

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ০৮ নভেম্বর ২০২৫, ১২:০০ এএম

এখনো না.গঞ্জ-৪ আসনে ত্রিমুখী লড়াই

এখনো না.গঞ্জ-৪ আসনে ত্রিমুখী লড়াই

Swapno

আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে নারায়ণগঞ্জ-৪ আসনে এখনো জোটের ভোটের নানা হিসেব নিকেশে ত্রিমুখী লড়াই চলমান রয়েছে। এদিকে গত ৩নভেম্বর বিএনপি থেকে মনোনয়ন দেয়া হলেও নারায়ণগঞ্জ-৪ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ঘোষণা করা হয়নি। এছাড়া নারায়ণগঞ্জ-৪ আসনে বিএনপির জোটের প্রার্থীকে মনোনয়ন দেয়া হবে গুঞ্জন চলমান থাকলেও বর্তমানে জামায়াত ইসলামের সম্ভাব্য প্রার্থী আব্দুল জব্বার এবং জমিয়তে উলামায়ে ইসলামের প্রার্থী মনির হোসেন কাশেমী ব্যতীত বিএনপির প্রায় একাধিক মনোনয়ন প্রত্যাশীর পক্ষ থেকে নারায়ণগঞ্জ-৪ আসনে ত্রিমুখী লড়াই চলছে।


সূত্র বলছে, নারায়ণগঞ্জ-৪ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী হিসেবে আলোচনায় রয়েছেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি মুহাম্মদ গিয়াসউদ্দিন, নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক মামুন মাহমুদ,শাহ আলম,নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাশুকুল ইসলাম রাজীব,নারায়ণগঞ্জ জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি। তাদের মধ্যে সকলেই বিএনপির মনোনয়ন প্রত্যাশী হিসেবে লবিং তদবিরে ব্যস্ত সময় পার করছেন। কেননা বিএনপি থেকে মনোনয়ন ঘোষণা করলেও নারায়ণগঞ্জ-৪ আসনে বিএনপির মনোনয়ন ঘোষণা করেনি।


যেটা নিয়ে বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে ধুম্রজাল সৃষ্টির সাথে আতঙ্কও বিরাজ করছে। কেননা নারায়ণগঞ্জ-৪ আসনে বিএনপির জোটের জন্য সিটটি খালি রেখেছেন এমনটিও ভোটের মাঠে বিএনপির নেতাকর্মীদের দ্বারাই প্রচারিত হচ্ছে। সেই সাথে উক্ত আসনে বিএনপির সমমনা দল হিসেবে জমিয়তে উলামায়ে ইসলামের প্রার্থী মনির হোসেন কাশেমীকে মনোনীত করা হতে পারে।


এমন খবরে আতঙ্কে রয়েছে বিএনপির মনোনয়ন প্রত্যাশী এদিকে বিএনপির প্রত্যাশীরা দলীয় মনোনয়নের সাথে সাথে উক্ত আসনে জোটের প্রার্থী ব্যতীত দলীয় প্রার্থী দেয়া হয় এমনটাও প্রচেষ্টা চালাচ্ছেন। অপরদিকে জামায়াত ইসলামের প্রার্থী হিসেবে মাও আব্দুল জব্বার নির্বিঘ্নে ভোটের মাঠে প্রচার প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন। সেই সাথে বিএনপিন থেকে এখানে প্রার্থী ঘোষণা করা হলেও তিনি কিভাবে নির্বাচন কার্যক্রম পরিচালনা করবেন।


বিএনপি থেকে জোটের প্রার্থী দেয়া হলেও কিভাবে নির্বাচন করবেন সেভাবে কর্মপরিকল্পনা নির্ধারণ করছেন। তবে বিএনপির একাংশের নেতারা জোটের প্রার্থী মনোনীত করা হলে স্বতন্ত্র প্রার্থী প্রস্তুত করার লক্ষ্যেও কাজ করছেন। সার্বিক দিক বিভেচনা করলে দেখা মিলে বিএনপি, জামায়াত ইসলাম, জোটগত দল জমিয়তে উলামায়ে ইসলামের প্রার্থীদের মধ্যে নারায়ণগঞ্জ-৪ আসনে ত্রিমুখী লড়াই চলমান রয়েছে।  

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন