Logo
Logo
×

রাজনীতি

কাশেমীর খেজুর গাছের সাথে প্রতিদ্বন্দ্বিতায় স্বতন্ত্র প্রার্থী !

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ০৮ নভেম্বর ২০২৫, ১২:০০ এএম

কাশেমীর খেজুর গাছের সাথে প্রতিদ্বন্দ্বিতায় স্বতন্ত্র প্রার্থী !

কাশেমীর খেজুর গাছের সাথে প্রতিদ্বন্দ্বিতায় স্বতন্ত্র প্রার্থী !

Swapno

নারায়ণগঞ্জ-৪ আসনটি দেশের  গুরুত্বপূর্ণ সংসদীয় আসনগুলোর মধ্যে অন্যতম। সারাদেশে বিএনপি ইতোমধ্যে ২৩৭টি আসনের মনোনয়ন ঘোষণা করলেও কৌশলগত কারণে এই আসনে এখনো আনুষ্ঠানিকভাবে সম্ভাব্য কাউকে মনোনীত করা হয়নি। রাজনৈতিক অঙ্গনে জোরালোভাবে আলোচনা হচ্ছে বিএনপি নেতৃত্বাধীন জোট থেকে জমিয়তে উলামা ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব মুফতি মনির হোসেন কাসেমী-ই হচ্ছেন সম্ভাব্য প্রার্থী।


এর আগে কাসেমী একই জোটের ব্যানারে এ আসনে ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করেছিলেন। কিন্তু বর্তমান নির্বাচনি বিধিনিষেধ ও রাজনৈতিক সমীকরণে এবার আর ধানের শীষ তার জন্য বরাদ্দ থাকছে না। বিএনপি যদি তাকে মনোনয়ন দেয়ও তাহলে তাকে তার দলীয় প্রতীক ‘খেজুর গাছ’ নিয়েই নির্বাচন করতে হবে। আর এই বিষয়টিই এখন আসনজুড়ে তীব্র রাজনৈতিক আলোচনার জন্ম দিয়েছে।



এদিকে নারায়ণগঞ্জ-৪ আসনের তৃণমূল বিএনপি ও অঙ্গসংগঠনের বহু নেতাকর্মী দীর্ঘদিন ধরেই ধানের শীষ প্রতীক কেন্দ্রীক নির্বাচন প্রচারণায় অভ্যস্ত। ফলে খেজুর গাছ প্রতীক নিয়ে নির্বাচন হলে সংগঠনগত একতা ও কর্মীদের মাঠের তৎপরতায় ভাটা পড়তে পারে এমন আশঙ্কা দেখা দিয়েছে। এ কারণে অনেকেই মনে করছেন ধানের শীষ না পেলে কাসেমীর জয়লাভ কঠিন হবে। এই সুযোগকে কেন্দ্র করে এ আসনে একাধিক শক্তিশালী মুখ নিজেদের স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে নামার প্রস্তুতি নিচ্ছেন বলে নিশ্চিত সূত্রে জানা গেছে।


এ কৌশলে যাদের নাম সবচেয়ে বেশি আলোচনায় তারা হলেন, মোহাম্মদ আলী (কিং মেকার খ্যাত রাজনৈতিক ব্যাক্তিত্ব), বিএনপির নির্বাহী কমিটির সদস্য শাহ আলম, বহিষ্কৃত বিএনপি নেতা রিয়াদ মোহাম্মদ চৌধুরী ও সেন্টু চেয়ারম্যান।


সূত্র বলছে তাদের মধ্যে অনেকগুলো বৈঠকও সম্পন্ন হয়েছে, এবং তারা একটি ঐক্যমতের কাছাকাছি পৌঁছেছেন বলে একাধিক সূত্র নিশ্চিত করেছে। আলোচনার কেন্দ্র যদি মনির কাসেমী খেজুর গাছ প্রতীক নিয়ে নির্বাচনে আসেন, তবে এই চারজনের মধ্য থেকে একজন শক্তিশালী প্রার্থী স্বতন্ত্র প্রতীক নিয়ে মাঠে নামবেন। এবং সে ক্ষেত্রে নির্বাচন হবে দই পক্ষের লড়াই। জোট প্রার্থী বনাম স্বতন্ত্র শক্তি।


রাজনৈতিক সচেতনদের মতে, এই আসনে স্বতন্ত্র প্রার্থী মাঠে নামলে ভোটারদের ভোট তিনভাগে বিভক্ত হতে পারে, যার প্রভাব সরাসরি পড়বে ফলাফল ঘনিষ্ঠ ও উত্তেজনাপূর্ণ হয়ে ওঠায়। তবে এ ব্যাপারে কেউ সরাসরি প্রকাশ্যে মুখ না খুললেও নকশা ইতোমধ্যে তৈরি, মাঠে চলছে অঘোষিত প্রচারণা। এখন দেখার বিষয়  বিএনপি কাকে মনোনয়ন দেয় এবং খেজুর গাছ প্রতীকের প্রশ্নে তৃণমূলের প্রতিক্রিয়া শেষ পর্যন্ত কোন দিকে গড়ায়।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন