Logo
Logo
×

রাজনীতি

মনোনয়ন বঞ্চিত হলেন বিএনপির সাবেক এমপিরা

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ০৪ নভেম্বর ২০২৫, ১২:০০ এএম

মনোনয়ন বঞ্চিত হলেন বিএনপির সাবেক এমপিরা

মনোনয়ন বঞ্চিত হলেন বিএনপির সাবেক এমপিরা

Swapno

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এককভাবে ভোটের প্রস্তুতি নিয়ে সারাদেশে ২৩৮ টি আসনে এমপি প্রার্থীদের নাম ঘোষনা করেছে বিএনপি। তার মাঝে নারায়ণগঞ্জের ৫টি আসনের ৪টিতে বিএনপির প্রার্থীদের নাম ঘোষনা করা হয়েছে। প্রার্থমিক ভাবে নারায়ণগঞ্জের প্রার্থী ঘোষনায় মনোনয়ন প্রত্যাশীদের মাঝে অনেকেই বঞ্চিত হয়েছে। বিশেষ করে নারায়ণগঞ্জের ৫টি আসনে বিগত সময়ে যারা জনপ্রিয়তা নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়েছে তারা এবার কেউই বিএনপি থেকে মনোনয়ন পান নাই।


এদিকে সারাদেশের ন্যায় গতকাল সন্ধ্যার পরে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর হোসেন নারায়ণগঞ্জের ৫টি আসনের মাঝে ৪টি আসনের মনোনীত প্রার্থীর নাম ঘোষনা করেন। তার মাঝে নারায়ণগঞ্জ-১ আসনে জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মোস্তাফিজুর রহমান দিপু, নারায়ণগঞ্জ-২ আসনে নজরুল ইসলাম আজাদ, নারায়ণগঞ্জ-৩ আসনে বিএনপি থেকে মনোনীত হয়েছে আজহারুল ইসলাম মান্নান, নারায়ণগঞ্জ-৫ আসনে মাসদুজ্জামান মাসুদের নাম ঘোষনা করা হয়।কিন্তু নারায়ণগঞ্জ-৪ আসনকে ফাকা রাখা হয়।



 অপরদিকে টানা সাড়ে ১৫ বছর ক্ষমতা ধরে রাখার পরেও টিকতে না পেরে ছাত্রজনতার আন্দোলনের তোপের মুখে পরে ক্ষমতা ছেড়ে পালিয়ে যান আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। আর এতে করেই আওয়ামী লীগের দীর্ঘ দিনের ক্ষমতার সমাপ্তি ঘটে। কিন্তু তাদের পতন হওয়ার ২০২৪ সনের ৮ আগষ্ট অন্তবর্তিকালিন সরকার দায়িত্বে আসেন। তবে তারা সরকারের দায়িত্বে এসে আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় ত্রয়োদশ সংসদ নির্বাচন হবে বলে জানান।


এজন্য তার রোডম্যাপ ঘোষনা করেছে। এতে করে নির্বাচনের ঘন্টা বাজতে শুরু করেছে। নারায়ণগঞ্জের বিএনপির সাবেক এমপিরা মাঠ গুছিয়ে নিলেও প্রাথমিক তালিকায় বিএনপির সাবেক এমপিরা বাদ পড়েছে।  যদিও বিগত দিনে রাজপথে থেকে সাবেক এমপিরা ভুমিকা পালন করে গেছে।


দলীয় সুত্রমতে, সরকার ও দলের মধ্যে সীমারেখা টানতে চাচ্ছে বিএনপি, যা জিয়াউর রহমানের শাসনামলে ছিল। বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আমলে যেভাবে দল চলত সেই নীতিতে যাচ্ছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এতে করে দলের মাঝে যেমন নতুন নেতৃত্ব তৈরী হতে যাচ্ছে তেমনি যোগ্যরা জনপ্রতিনিধিত্বে আসতে পারবে বলে মনে করেন দলের নেতাকর্মীরা।


সুত্রমতে, শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আমলে যারা দলের সংসদ সদস্য বা মেয়র নির্বাচিত হতেন, তারা দলের দায়িত্বে থাকতেন না। কেউ একসঙ্গে মন্ত্রী, এমপি ও জেলা বা মহানগরের শীর্ষ পদে থাকতে পারতেন না। বর্তমানে তারেক রহমান তার বাবার দেখানো নীতিতেই হাঁটতে চাইছেন বলে বিশ্লেষকদের মত। বিএনপি'র মহানগর ও জেলা কমিটিতে যারা বড় পদ পাচ্ছেন, তাদের ভবিষ্যতে এমপির টিকিট পান নাই।  


দলের কেন্দ্রীয় নেতাদের তথ্যমতে , বেগম খালেদা জিয়ার সঙ্গে যারা দলের জন্য কাজ করেছেন, তাদের মধ্যে অনেকেরই বয়স ৭০ বছরের আশেপাশে। তারা দলের সম্ভাব্য এমপি প্রার্থী হিসেবে  বঞ্চিত হয়েছে। নারায়ণগঞ্জের সাবেক এমপি হিসেবে বিএনপির হয়ে যাারা জনপ্রতিনিধিত্ব করেছে তারা ৫ আগষ্টের পরে মাঠে নেমে দলের দেয়া রাষ্ট্রমেরামতের ৩১ দফা মানুষের কাছে তুলে দরে প্রচারনায় ছিলেন। এছাড়া প্রত্যেকের নির্বাচনি এলাকায় সভা সমাবেশ করে মাঠ গুছানোর কাজে ব্যস্ত সময় পার করেছেন  সাবেক এমপিরা।
তারমাঝে ২০০০ সনে নারায়ণগঞ্জ-৪ আসনে বিএনপি থেকে মনোনীত হয়ে তখন এমপি নির্বাচিত হন বীর মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন।


তিনি ২০০০ থেকে ২০০৬ পর্যন্ত সংসদ সদস্য ছিলেন। এছাড়া দীর্ঘ দিন জেলা বিএনপির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। জেলা বিএনপির সাবেক সভাপতি গিয়াস উদ্দিন ৫ আগষ্টের পরে তার নির্বাচনী এলাকায় ৩১ দফা জনসম্পৃক্ততার মাধ্যমে প্রতিটি এলাকায় ইতোমধ্যে সভা সমাবেশ করে মাঠ গুছালেও তাকে দল থেকে কোন আাসনে মনোনীত করা হয় প্রাথমিক ভাবে।


তাছাড়া আড়াইহাজার নারায়ণগঞ্জ-২ আসনের বিএনপির তিনবারের সাবেক এমপি আতাউর রহমান আঙ্গুর নেতাকর্মীদের নিয়ে সভা সমাবেশ করে প্রচারনায় থেকেও তিনি প্রাথমিক প্রার্থী তালিকা নেই। বয়সের এক পর্যায়ে চলে গেলেও তিনি মাঠে রাজনীতিতে সক্রিয় ভাবে ভুমিকা পালন করেছেন। এছাড়া নির্বাচন কেন্দ্রিক মাঠ গুছিয়ে পিছেয়ে থাকেন নাই সাবেক এই জনপ্রতিনিধি।


নারায়ণগঞ্জ-৩ সোনারগাঁ আসনে বিএনপি সাবেক এমপি এবং প্রতিমন্ত্রী অধ্যাপক রেজাউল করিম মাঠ পর্যায়ে থেকেছেন। সেই সাথে দীর্ঘন দিন কোনঠাসা হয়ে থাকলেও সম্প্রতি মাঠে নেমে কর্মীদের নিয়ে জোরালো ভাবে রাষ্ট্রমেরামতের ৩১ দফা নিয়ে কাজ করেও দলের প্রাথমিক এমপি মনোনীত তালিকায় তার নাম নেই।


নারায়ণগঞ্জ-৫ আসনের সাবেক তিন বারের এমপি এড. আবুল কালাম জোরালো ভাবে মনোনয়ন চেয়ে মাঠে ছিলেন। তাছাড়া বিএনপির প্রতিষ্ঠাকালিন থেকে তাদের পরিবার থেকে মনোনয়ন পেয়ে এমপি নির্বাচিত হয়ে আসছিলেন। কিন্তু আগামী ত্রয়োদশ সংসদ নির্বাচনে তিনি দল থেকে মনোনয়ন চাইলেও দলের প্রাথমিক এমপি তালিকা তার নাম ঘোষনা কর্ াহয় ন্ইা।


এতে করে বিশ্লেষন করে দেখা যায় নারায়ণগঞ্জের ৫টি আসনে যারা সাবেক এমপি হিসেবে নির্বাচিত হয়েছেন তাদের কাউকে প্রাথমিক মনোনয়ন তালিকায় রাখা হয় নাই।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে দল থেকে যাকে মনোনয়ন দেয়া হয়েছে তাকে জয়ী করার জন্য কাজ করার নির্দেশনা দেয়া হয়েছে। তবে যারা দল থেকে মনোনয়ন পেয়েছে সাবেক এমপিরা তাদের জন্য একটা ফ্যাক্ট। আর এজন্য সাবেক জনপ্রতিনিধিদের পরামর্শ নিয়ে মাঠে কাজ করলে তারা আর এগিয়ে যেতে পারবেন।  

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন