সম্ভাব্য তালিকায় ঠাঁই পাননি যারা
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ২৩৭টি সংসদীয় আসনে সম্ভাব্য প্রার্থীর তালিকা প্রকাশ করেছে বিএনপি। তবে সেই প্রাথমিক তালিকা থেকে অনেকেই ছিঁটকে পড়েছেন। নারায়ণগঞ্জ জেলার পাঁচটি সংসদীয় আসনের মধ্যে বিএনপি থেকে চারটি সংসদীয় আসনে সম্ভাব্য প্রার্থী ঘোষণা করা হয়েছে। কিন্তু বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী এই চারটি আসনে একাধিক প্রার্থী প্রাথমিক তালিকায় নেই। তবে তারা সম্ভাব্য প্রার্থীর তালিকা প্রকাশের পর তাদের রাজনৈতিক গতিবিধি এবং আগামীর পরিকল্পনা কী এখনোই মন্তব্য করছে না।
সূত্র বলছে, নারায়ণগঞ্জ-৪ আসন বাদ রেখে বাকি চারটি আসনে প্রার্থী ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে প্রার্থীদের নাম ঘোষণা করেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপির ঘোষণা অনুযায়ী, নারায়ণগঞ্জ-১ আসনে মোস্তাফিজুর রহমান দিপু ভূঁইয়া, নারায়ণগঞ্জ-২ আসনে নজরুল ইসলাম আজাদ, নারায়ণগঞ্জ-৩ আজহরুল ইসলাম মান্নান এবং নারায়ণগঞ্জ-৫ মাসুদুজ্জামান মাসুদ ধানের শীষ প্রতীকের সম্ভাব্য প্রার্থী।এদিকে সম্ভাব্য প্রার্থী তালিকা থেকে ছিঁটকে পড়েছেন নারায়ণগঞ্জের চারটি আসনের একাধিক প্রার্থী।
তারা হচ্ছেন-
নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জে) আসনে মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে ছিলেন দলটির নির্বাহী কমিটির সদস্য কাজী মনিরুজ্জামান মনির, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শরিফ হোসেন টুটুল, যুবদল নেতা দুলাল।
নারায়ণগঞ্জ-২ (আড়াইহাজার) আসনে মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে ছিলেন সাবেক সংসদ সদস্য আতাউর রহমান খাঁন আঙ্গুর ও তার ভাতিজা বিএনপির সহঅর্থনৈতিক বিষয়ক সম্পাদক মাহমুদুর রহমান সুমন, মহিলা দলের সাংগঠনিক সম্পাদক পারভীন আক্তার।
নারায়ণগঞ্জ-৩ (সিদ্ধিরগঞ্জ-সোনারগাঁ) আসনে মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ, সাবেক সংসদ সদস্য মুহাম্মদ গিয়াসউদ্দিন, সাবেক প্রতিমন্ত্রী রেজাউল করিম ও যুব উন্নয়নের সাবেক মহাপরিচালক এসএম ওলিউর রহমান আপেল।
নারায়ণগঞ্জ-৫ আসনে (সদর-বন্দর) মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে ছিলেন তিনবারের সংসদ সদস্য আবুল কালাম, মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, সদস্যসচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু,বিএনপিপন্থী ব্যবসায়ী আবু জাফর আহমেদ বাবুল।
বিএনপির সম্ভাব্য তালিকায় ঠাঁই মেলেনি নারায়ণগঞ্জের চারটি আসনের এসকল মনোনয়ন প্রত্যাশীর। সম্ভাব্য তালিকায় ঠাঁই না মেলায় সম্ভাব্য দলীয় প্রার্থীর পক্ষে কাজ করার বিষয়ে এখনোই মন্তব্য করছে না তালিকায় ঠাঁই না পাওয়া মনোনয়ন প্রত্যাশীরা। তবে নাম প্রকাশে অনিচ্ছিুক বিএনপির মনোনয়ন প্রত্যাশী বলেছেন, সম্ভাব্য প্রার্থীর তালিকা প্রকাশের আগে আমরা যেমন দলের কাজ করেছি এখনো করবো।
কিন্তু এখনই সম্ভাব্য প্রার্থীর পক্ষে কাজ করছি না কারণ তিনি চূড়ান্ত হলেই আমাদের সমর্থকদের নিয়ে তাকে সমর্থন করব। আমাদের পক্ষ থেকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশিত সকল কার্যক্রম ধারাবাহিক ভাবে পরিচালিত হবে।


