Logo
Logo
×

রাজনীতি

আমি আখের গোছাতে রাজনীতিতে আসিনি - শাহ আলম

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ০২ নভেম্বর ২০২৫, ১২:০০ এএম

আমি আখের গোছাতে রাজনীতিতে আসিনি - শাহ আলম

আমি আখের গোছাতে রাজনীতিতে আসিনি - শাহ আলম

Swapno
বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও নারায়ণগঞ্জ-৪ আসনের মনোনয়ন প্রত্যাশী শাহ্ আলম বলেছেন, ‘আমি পদ ধরে রাখার মানুষ নই। দলের নির্দেশে ফতুল্লা থানা বিএনপির সভাপতির পদ ছেড়েছি, তবে দলের সঙ্গে আমার সম্পর্ক অটুট। আমি অতীতেও বিএনপি নেতাকর্মীদের পাশে ছিলাম, ভবিষ্যতেও থাকবো।’ শুক্রবার (৩১ অক্টোবর) ফতুল্লায় নির্বাচনী প্রচারণার প্রস্তুতি সভায় তিনি এসব কথা বলেন।

শাহ্ আলম বলেন, ‘দলের একটি নির্দেশ ছিল— এক নেতা এক পদ। সেই নির্দেশের প্রতি শ্রদ্ধা রেখে আমি পদ ছেড়েছি। আমি চাই নতুন নেতৃত্ব তৈরি হোক। কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হিসেবে আমি এখনও দায়িত্ব পালন করছি।’

তিনি আরও বলেন, ‘২০১৮ সালে আন্দোলন সংগ্রামের সময় আমি নেতাকর্মীদের পাশে ছিলাম। আন্দোলন করেছি বলেই আমার বিরুদ্ধে ২৪টি মামলা। আমার মিল-ফ্যাক্টরি বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়েছিল, তবুও আমি দল ছেড়ে যাইনি।’

ব্যক্তিগত ভোগান্তির কথা তুলে ধরে শাহ্ আলম বলেন, ‘আমার ওপর অনেক জুলুম-অত্যাচার হয়েছে। তবুও আমি বিএনপির পতাকা নিয়ে দাঁড়িয়ে আছি। আমাদের নেতা তারেক রহমান বলেছেন, প্রার্থী হবেন তারা যাদের ইমেজ ভালো, যারা দখলবাজি বা চাঁদাবাজির সঙ্গে জড়িত নন। আমি বিশ্বাস করি, আল্লাহ চাইলে এবারও মনোনয়ন পাব।’

তিনি বলেন, ‘বিএনপি ভাল মানুষের দল, সন্ত্রাসী বা চাঁদাবাজদের দল নয়। আমি নির্বাচিত হলে সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদক ব্যবসায়ীদের প্রশ্রয় দেব না। আমি জীবনে কখনো থানায় তদবির করিনি, কাউকে মিথ্যা মামলা দিইনি। প্রশাসনের কাজে হস্তক্ষেপ করবো না।’ অঙ্গীকারের প্রসঙ্গে শাহ্ আলম বলেন, ‘নির্বাচিত হলে ফতুল্লা ও কুতুবপুর নিয়ে একটি থানা এবং বাকি ইউনিয়নগুলো নিয়ে আরেকটি থানা গঠনের উদ্যোগ নেব। আলীরটেক ও গোগনগর নতুনভাবে যুক্ত হয়েছে— তাদের বিশেষভাবে সহযোগিতা করবো। জলাবদ্ধতা দূর করতে আমি আগেও কাজ করেছি, ভবিষ্যতেও সেটাকেই অগ্রাধিকার দেব।’

তিনি বলেন, ‘আমি আখের গোছাতে রাজনীতিতে আসিনি। কেউ বলতে পারবে না, আমি কারও এক টাকাও লুন্ঠন করেছি। সমাজের জন্যই আমি কাজ করি। তাই মানুষ আমাকে ভালবাসে। আমি আশাবাদী, দল আমাকে মনোনয়ন দেবে।’


‎এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম পান্না, নারায়নগঞ্জ জেলা সাবেক সহ যুগ্ম  সম্পাদক এম এ আকবর, ফতুল্লা থানা বিএনপির সাবেক আহবায়ক জাহিস হাসান রোজেল, ফতুল্লা থানা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক আলাউদ্দিন বারী,  কুতুবপুর ইউনিয়ন পাঁচ নং ওয়ার্ড মেম্বার বাবুল মিয়া ,  এনায়েতনগর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্বাস আলী বাবুল, ফতুল্লা থানা যুবদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি আরাফাত আলম জিতু, সাবেক সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান রিপন, কুতুবপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক তাহের মোল্লা,

নারায়ণগঞ্জ জেলা শ্রমিক দলের সভাপতি মন্টু মিয়া, ফতুল্লা থানা বিএনপির আহ্বায়ক কমিটির সাবেক সদস্য শাহজাহান আলী, জেলা মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের আহ্বায়ক আরিফুল ইসলাম টিটু, কাশীপুর ইউনিয়ন বিএনপির সাবেক সহ সভাপতি আমিরুল ইসলাম, কতবড় ইউনিয়ন ৯ নং ওয়ার্ড মেম্বার হান্নানুর রফিক রঞ্জু সহ  সভায় ফতুল্লা ও কুতুবপুরের বিভিন্ন ওয়ার্ডের বিএনপি নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন