সালাউদ্দিনের সামনে মনোনয়ন প্রত্যাশীদের ঐক্য প্রদর্শন
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ০২ নভেম্বর ২০২৫, ১২:০০ এএম
সালাউদ্দিনের সামনে মনোনয়ন প্রত্যাশীদের ঐক্য প্রদর্শন
নারায়ণগঞ্জে জমিয়তে উলামায়ে ইসলামের আয়োজিত আজমতে সাহাবা সম্মেলন ঘিরে স্থানীয় রাজনীতিতে এক নতুন আবহ সৃষ্টি হয়েছে। সমাবেশটি জমিয়তে উলামায়ে ইসলামের হলেও সমাবেশে বিপুল পরিমান বিএনপির কর্মী সমর্থকদের আলাদা মিলনমেলায় পরিণত হয়েছিলো। তা ছাড়া নারায়ণগঞ্জ-৫ ও নারায়ণগঞ্জ-৪ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের সরব উপস্থিতি লক্ষ্য করা যায়।
এইদিকে জমিয়তে উলামায়ে ইসলামীর আয়োজিত এই সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন, বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। নারায়ণগঞ্জের তার উপস্থিতিতে তাকে স্বাগতম জানাতে নারায়ণগঞ্জের প্রভাবশালী দুইটি আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের মাঝে দ্বন্দ্ব থাকলে ও সব ভূলে এক মঞ্চে একে উপস্থিতসহ সকলেই সকলের সাথে করেছেন কুশল বিনিময়।
গতকাল শনিবার (০১ নভেম্বর) বিকেলে নারায়ণগঞ্জ কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে আয়োজিত এ ধর্মীয় সমাবেশে ইসলামী মূল্যবোধ ও সাহাবায়ে কেরামের মর্যাদা তুলে ধরার কথা বলা হলেও, মঞ্চ ও মাঠ দুটো স্থানেই প্রাধান্য পেয়েছে সবচেয়ে বড় রাজনৈতিক দলের নেতাকর্মীদের উপস্থিতিতে। সম্মেলনের শুরু থেকেই নজর কাড়ে স্থানীয় বিএনপি ও তাদের অঙ্গসংগঠনের বিপুল উপস্থিতি।
শহরের বিভিন্ন ওয়ার্ড থেকে সংগঠিত হয়ে নেতাকর্মীরা এ সম্মেলনে যোগ দেন। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় যে, ঈদগাহ ময়দানে জায়গা সঙ্কুলানেও সমস্যা দেখা দেয়। আয়োজকরা বারবার মাইকে শৃঙ্খলা বজায় রাখার অনুরোধ জানান। সালাউদ্দিন আহমেদের বক্তব্য শোনার জন্য ভিড় বাড়তে থাকে, পাশাপাশি তাকে ঘিরে সেলফি ও গ্রুপ ছবির প্রতিযোগিতা লক্ষ্য করা যায়।দীর্ঘদিন পর নারায়ণগঞ্জে কেন্দ্রীয় একজন প্রভাবশালী নেতার সরাসরি উপস্থিতি বিএনপি নেতাকর্মীদের মনোযোগ আরও বাড়িয়ে দেয়।
এদিকে গতকাল এক মঞ্চে উপস্থিতি লক্ষ্য করা গেছে নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক নারায়ণগঞ্জ-৪ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী মামুন মাহমুদ, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও নারায়ণগঞ্জ-৪ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী মাসুকুল ইসলাম রাজীব, জেলা যুবদলের সদস্য সচিব ও নারায়ণগঞ্জ-৪ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী মশিউর রহমান রনি, ফতুল্লা থানা বিএনপির সভাপতি ও নারায়ণগঞ্জ-৪ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী শহিদুল ইসলাম টিটু, ফতুল্লা থানা বিএনপির সাধারণ সম্পাদক ও নারায়ণগঞ্জ-৪ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী এড. বারী ভূঁইয়া।
এরা সকলেই মনোনয়ন যুদ্ধে থাকলে ও সব ভূলে এক মঞ্চে একত্রিতভাবে সকল দ্বন্দ্ব ভূলে ঐক্য প্রদর্শন দেখান। একইভাবে নারায়ণগঞ্জ-৫ আসনেই সেই একইভাবে ঐক্য দেখান। এই আসন থেকে এই সম্মেলনে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আবু জাফর আহমেদ বাবুল, নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী মাসুদুজ্জামান মাসুদ, মহানগর বিএনপির আহ্বায়ক ও নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী এড. সাখাওয়াত হোসেন খান, মহানগর বিএনপির সদস্য সচিব ও নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী এড. আবু আল ইউসুফ খান টিপু, সাবেক যুবদল নেতা ও মহানগর বিএনপির মনোনয়ন প্রত্যাশী মাকসুদুল খন্দকার খোরশেদ।
এরা সকলেই নারায়ণগঞ্জ-৪ ও ৫ আসনে বিএনপি থেকে মনোনয়ন দাবি করছেন। এদিকে কিছুদিন পূর্বে মাসুদুজ্জামানকে নিয়ে আরো দুই মনোনয়ন প্রত্যাশী সাখাওয়াত ও টিপু নানা বিরোধীচারণ করলে ও কিছুদিন পূর্বে কেন্দ্রীয় হাইকমাণ্ডের ডাকে ঐক্যবদ্ধ থাকার হুঁশিয়ারী নিয়ে আসলেও বিভিন্ন কায়দায় একে অপরকে ঘায়েল করতে চালিয়ে যাচ্ছে নানা কৌশলী খেলা। কিন্তু সব ভূলে এক মঞ্চে বিএনপির স্থায়ী কমিটির সদেস্যর দুই পাশে বসে নেতাকর্মীদের সরব ঐক্যবদ্ধতা দেখা যায়। এর বাহিরে ও পুরো মাঠ জুড়ে জমিয়তে উলামায়ের নেতাকর্মীদের থেকে বেশি লক্ষ্য করা যায় বিএনপির নেতাকর্মীদের।
যাকে ঘিরে এক কথায় বলা চলে বিএনপির উপর ভর করেই হেফাজতের এই সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এর পাশাপাশি জমিয়তে উলামায়ে নেতাকর্মী, বিএনপির স্থায়ী কমিটির সদস্যদের সামনে বিএনপর এই ঐক্য প্রদর্শন অনেকটাই চোখে পড়ার মতো। এদিকে স্থানীয় পর্যবেক্ষকদের মতে, নারায়ণগঞ্জের রাজনীতিতে সাম্প্রতিক বছরগুলোতে ইসলামী ধারার দলগুলোর প্রভাব বেড়েছে।
বিএনপি জমিয়ত হেফাজত সংশ্লিষ্ট বিভিন্ন গ্রুপের মধ্যকার সাংগঠনিক সম্পর্কও নতুন করে জোরদার হচ্ছে। সামনে জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে এই সম্পর্ক আরও দৃশ্যমান হতে পারে বলে মনে করছেন তারা। তা ছাড়া সম্মেলনে উপস্থিত বিএনপি নেতারা দাবি করেছেন, তারা কেবল আমন্ত্রণ পাওয়ার কারণে অংশ নিয়েছেন এবং এটিকে ধর্মীয় ও সামাজিক সম্প্রীতি রক্ষার অংশ হিসেবেই দেখছেন। তাদের বক্তব্য, ইসলামী সংগঠন হোক বা সামাজিক সংগঠন—যেকোনো প্ল্যাটফর্মে উপস্থিত থেকে জনগণের সঙ্গে যোগাযোগ রাখা একটি রাজনৈতিক দলের দায়িত্ব।
সম্মেলনের বিভিন্ন বক্তা ইসলামী মূল্যবোধ রক্ষা, সামাজিক শান্তি, নৈতিক অবক্ষয় রোধ, সাহাবায়ে কেরামের জীবনাদর্শ অনুসরণ এসব বিষয় কেন্দ্র করে বক্তব্য রাখেন। তবে মাঝেমধ্যেই বক্তৃতায় রাজনৈতিক সুর ফুটে ওঠে বিশেষ করে সাম্প্রতিক দেশের রাজনৈতিক পরিস্থিতি, সামাজিক অস্থিরতা, ন্যায়বিচার ও ধর্মীয় স্বাধীনতা নিয়ে মন্তব্য উঠে আসে।জেলা ও মহানগর বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদেরও উপস্থিতি ছিল লক্ষণীয়। তা ছাড়া মনোনয়ন প্রত্যাশীরা দীর্ঘদিন পর নারায়ণগঞ্জের একটি চমক প্রদর্শন করেছেন।


