শীঘ্রই ঘোষণা হচ্ছে চুড়ান্ত প্রার্থীর তালিকা
যৃুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ০২ নভেম্বর ২০২৫, ১২:০০ এএম
শীঘ্রই ঘোষণা হচ্ছে চুড়ান্ত প্রার্থীর তালিকা
বর্তমান অন্তবর্তীকালীন সরকারের ঘোষণা অনুযায়ী আগামী বছরের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদ্বশ জাতীয় সংসদ নির্বাচন। সেই লক্ষ্যেই নির্বাচন বাস্তবায়নের দিকে এখন নির্বাচন কমিশনের নজর। দেশ জুড়ে বাংলাদেশে জাতীয়তাবাদী দল বিএনপির এখন চলছে সর্বোচ্চ প্রচারণা। চুড়ান্ত প্রার্থী ঘোষণার পূর্বে প্রতিটি আসনেই চলছে সর্বোচ্চ সংখ্যক মনোনয়ন প্রার্থীর নির্বাচনী গণসংযোগ ও প্রচারণা। আর এই প্রক্রিয়ার মধ্য দিয়েই মাঠ পর্যায়ে গ্রহণ যোগ্যতার বিষয়টি যাচাই করে নিচেছ বিএনপি। এরই মধ্যে যাচাইয়ের চুড়ান্ত পর্যায়ে আছে উল্লেখ করে খুব শীঘ্রই চুড়ান্ত প্রার্থীর তালিকা ঘোষণা দেওয়ার কথা জানিয়েছে কেন্দ্র। তাই নিজেদের যোগ্যতা প্রমাণের চেষ্টায় স্থানীয় প্রথম সারির পরিচিত মুখদের নিজেদের সমর্থনে ভেড়ানোর চেষ্টা করছেন মনোনয়ন প্রত্যাশীরা। প্রথম দিকে নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের তালিকা অনেক লম্বা থাকলেও ক্রমেই তার পরিধি ছোট হয়ে এসেছে। মনোনয়ন প্রত্যাশীদের অনেকেই এখন প্রভাবশালী মনোনয়ন প্রার্থীর পক্ষ নিয়ে কাজ করতে শুরু করে দিয়েছেন।
নির্বাচনকে কেন্দ্র করে সারা দেশের ন্যায় নারায়ণগঞ্জের প্রতিটি আসনেই চলছে নির্বাচনের মনোনয়ন প্রত্যাশীদের যোগ্যতা প্রমাণের সর্বোচ্চ চেষ্টা। তবে নারায়ণগঞ্জ-৫ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদ দল বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের নিয়ে চলছে ব্যাপক আলোচনা। এই আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের তালিকায় সর্বোচ্চ সংখ্যক হেভিওয়েট প্রতিদ্বন্দ্বী থাকায় শুধু নারায়ণগঞ্জ নয়, বিএনপির কেন্দ্রীয় নীতিনির্ধাকরদেরও ফোকাস এখানে। এরই মধ্যে এই আসনে যারা বিএনপির মনোনয়ন দৌড়ে আছেন, তারা সবাই নারায়ণগঞ্জ জেলা ও মহানগর বিএনপির প্রথম সারির নেতা সহ শহরের বিভিন্ন পেশার প্রভাবশালীদের নিজেদের দিকে টেনে নেওয়ার চেষ্টা করছেন। নারায়ণগঞ্জ এর হাই প্রোফাইল ব্যক্তিদের সমর্থন আদায় করার মাধ্যমে দলের হাই কমান্ডের নজর নিজেদের প্রতি বাগিয়ে আনার চেষ্টা করছেন।
স্থানীয় একাধিক সূত্রে জানা যায়, গত ৫ আগস্ট ফ্যাসিস্ট সরকারের পতনের পরই দেশে খুব অল্প সময়ের মধ্যেই ত্রয়োদ্বশ জাতীয় সংসদ নির্বাচন হওয়ার সম্ভাবনা জাগে। এরপর থেকেই নারায়ণগঞ্জ বিএনপির প্রথম সারির নেতারা নির্বাচনে অংশগ্রহণ করার স্বপ্ন বোনা শুরু করেন। তাই চলতি বছরের শুরুতেই সেই স্বপ্ন বোনার বাস্তব রূপ দিতে করেন তারা। এরমধ্যে নারায়ণগঞ্জ-৫ আসনের মনোনয়নের টিকেট পাওয়ার লড়াইয়ের সেই তালিকায় প্রথম থেকেই নাম শোনা যায় নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান ও সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপুর। একই সাথে নাম আসে এই আসন থেকে বিএনপির তিনবারের নির্বাচিত সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালামের নাম। এরপর এই আসন থেকে মহানগর বিএনপির একাধিক নেতা সহ বিএনপির অন্যান্য সংগঠনের প্রথম সারির একাধিক নেতাও এই দলীয় মনোনয়নের দৌড়ের অংশীদার বলে খবর আসতে থাকে। এই তালিকায় বিএনপির মনোনয়ন প্রত্যাশীর সংখ্যা ১ ডজনেরও উপরে চলে যায়।
গত ১৪ জুন শহরের বরফ কল মাঠে এক বিশাল ঈদপুর্নমিলনী আয়োজনের মাধ্যমে বিএনপির মনোনয়ন প্রত্যাশী হিসেবে নিজেকে আলোচনায় আনেন নারায়ণগঞ্জের প্রভাবশালী শিল্পপতি নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্সের সাবেক সভাপতি মাসুদুজ্জামান মাসুদ ওরফে মডেল মাসুদ। সেই আয়োজনে জেলা ও মহানগর বিএনপির বেশকিছু প্রথম সারির নেতাসহ নারায়ণগঞ্জ শহরের বেশকিছু পরিচিত মুখও সেখানে উপস্থিত ছিলেন। এরপরও বিএনপির বিভিন্ন নেতাসহ শহরের ব্যবাসায়ী সংগঠনের নেতাও মাসুদুজ্জামান মাসুদের সমর্থনে কাজ করেন। এরপর গত ২ অক্টোবর আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণায় নামেন নারায়ণগঞ্জের আরেক প্রভাবশালী শিল্পপতি প্রাইম গ্রুপের চেয়ারম্যান আবু জাফর আহমেদ বাবুল ওরফে প্রাইম বাবুল। তবে এই দুই প্রভাবশালী শিল্পপতি নির্বাচনী মাঠে নামার পরই পাল্টে যায় তালিকার দৃশ্য। এরই মধ্যে এই তালিকায় থাকা অনেকেই তাদের প্রার্থীতার কথা ভুলে তাদের সমর্থনে মাঠে নেমে যান।
এরই মধ্যে গত মাসে দেশের হিন্দু সমাজের সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান দুর্গা পূজাকে কেন্দ্র করে এবং দলীয় ৩১ দফা প্রচারণার কর্মসূচিতে সম্ভাব্য প্রার্থীদের তৎপরতা ব্যাপকভাবে বৃদ্ধি পায়। শহরের ৪২টি পুজা মণ্ডপ এবং বন্দরের ২৮টি পুজা মণ্ডপের প্রায় সকলগুলোতেই দেখা যায় সম্ভাব্য প্রার্থীদের সরব উপস্থিতি। বিভিন্ন পুজামণ্ডপ পরিদর্শন এবং আর্থিক অনুদান দেওয়া দৃশ্য ছিল অন্যান্য পুজার অনুষ্ঠানের ব্যতিক্রম হিসেবে। এছাড়া দলীয় ৩১ দফা প্রচারের মাধ্যমে গণসংযোগেও আছে ব্যাপক উপস্থিতি। তবে বর্তমানে এই আসনে বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশীর তালিকায় ৫ জনের নামই ব্যাপকভাবে শোনা যাচ্ছে। যে তালিকায় আছেন দুই জন শিল্পপতি এবং তিনজন অ্যাডভোকেটের নাম। অর্থাৎ মাসুদুজ্জামান মাসুদ, আবু জাফর আহমেদ বাবুল, অ্যাডভোকেট আবুল কালাম, অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান ও অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপুর নাম। যদিও এদের অনেকেই নিজেদের কেন্দ্রীয় গ্রিন সিগ্যনালের দাবিদার বলে ঘোষণা করছেন। তবে কিছুদিনের মধ্যেই দলীয় চুড়ান্ত তালিকা প্রকাশ করলে বুঝা যাবে, আগামীতে কে ধরছেন নারায়ণগঞ্জ-৫ আসনের বিএনপির হাল।


