Logo
Logo
×

রাজনীতি

যুবদলের প্রতিষ্ঠাবাষির্কীতে শফিক ও মাহবুবের চমক

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ৩১ অক্টোবর ২০২৫, ১২:০০ এএম

যুবদলের প্রতিষ্ঠাবাষির্কীতে শফিক ও মাহবুবের চমক

যুবদলের প্রতিষ্ঠাবাষির্কীতে শফিক ও মাহবুবের চমক

Swapno



বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মহানগর ছাত্রদলের সাবেক সহ-সভাপতি ও যুবদল নেতা শফিকুল ইসলাম শফিক ও যুবদল নেতা মাহবুব হোসেনের নেতৃত্বে হাজারো হাজারো যুবদলের নেতাকর্মীদের নিয়ে উৎসবমুখর পরিবেশ সিদ্ধিরগঞ্জ থানা যুবদলের বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। 


শুক্রবার (৩১ অক্টোবর) বিকেলে সিদ্ধিরগঞ্জ থানা যুবদলের উদ্যোগে আয়োজিত এ র‌্যালিতে নাসিকের আওতাধীন ১০টি ওয়ার্ড থেকে হাজারো নেতাকর্মী অংশগ্রহণ করেন।
র‌্যালিটি সিদ্ধিরগঞ্জ পুল এলাকা থেকে শুরু হয়ে শিমরাইল মোড়ে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। র‌্যালি ঘিরে এলাকাজুড়ে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।


র‌্যালিতে প্রধান অতিথি হিসেবে হিসেবে উপস্থিত থেকে সংক্ষিপ্ত বক্তব্যে মাজেদুল ইসলাম বলেন, “বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল একটি সুশৃঙ্খল সংগঠন। বিগত আন্দোলন-সংগ্রামে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। ভবিষ্যতেও দেশ ও দলের স্বার্থে যুবদল নেতাকর্মীরা অগ্রণী ভূমিকা রাখবে।”


তিনি আরো বলেন, “আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সেই নির্বাচনে অংশগ্রহণ করবে এবং জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠায় লড়াই করবে।”


র‌্যালিতে আরো উপস্থিত ছিলেন থানা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবুল হোসেন, সাংগঠনিক সম্পাদক আকবর হোসেন, ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক মো. তৈয়ব হোসেন, যুবদল নেতা জাকির হোসেন, মো. ফাহিম, মো. মিলন, মো. রাশেদ, মো. বুলবুল, মো. হাসান রাজাসহ ১০টি ওয়ার্ড যুবদল নেতাকর্মীসহ প্রমুখ। 


Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন