Logo
Logo
×

রাজনীতি

ঐক্যের সুর বিএনপি নেতাদের

Icon

যৃুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ৩০ অক্টোবর ২০২৫, ১২:০০ এএম

ঐক্যের সুর বিএনপি নেতাদের

ঐক্যের সুর বিএনপি নেতাদের

Swapno


# দলীয় চাপে মনোনয়ন প্রত্যাশীদের সুর পরিবর্তন


নারায়ণগঞ্জের পাঁচটি আসনে বিএনপির প্রায় অর্ধশত বিএনপির মনোনয়ন প্রত্যাশী রয়েছে। দীর্ঘ দিন ধরেই মনোনয়ন প্রত্যাশাকে কেন্দ্র করে প্রার্থীদের সুরে তীর্যক মন্তব্য একে অপরকে ঘায়েল করে ভর্ৎসনা করে বক্তব্য প্রতিনিয়ত উত্তেজনা সৃষ্টি করতেন নির্বাচনী এলাকায়। এছাড়া নির্বাচনী এলাকায় বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের আচরণে উপস্থাপিত হত উক্ত নির্বাচনী এলাকায় বিএনপিই বিএনপির প্রতিপকক্ষ।

সূত্র বলছে, গত ১৯-২০অক্টোবর নারায়ণগঞ্জের তিনটি আসনের মনোনয়ন প্রত্যাশীদের সাথে বিএনপির দলীয় হাই কমান্ডের সাথে বৈঠক হয় গুলশান কার্যালয়ে। এদিকে সাপ্তাহ না ঘুড়তেই আবারও নারায়ণগঞ্জের পাঁচটি আসনের মনোনয়ন প্রত্যাশীরা ঢাকা বিভাগীয় মনোনয়ন প্রত্যাশীদের সাথে ২৭ অক্টোবর গুলশান কার্যালয়ে বৈঠক করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তবে গত ১৯-২০অক্টোবর নারায়ণগঞ্জের তিনটি আসনের মনোনয়ন প্রত্যাশীদের সাথে বিএনপির দলীয় হাই কমান্ডের সাথে বৈঠকের পর থেকে পাল্টে যেতে থাকে নারায়ণগঞ্জের পাঁচটি আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের আচরণ। নারায়ণগঞ্জ-১ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী মোস্তফিজুর রহমান দিপু এবং কাজী মনিরুজ্জামানের মধ্যে বিএনপির প্রার্থী হিসেবে প্রবল প্রতিযোগীতা চলমান থাকলেও বর্তমানে অনেকটা নমনীয়।

অপরদিকে নারায়ণগঞ্জ-২ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী নজরুল ইসলাম আজাদ,মাহমুদুর রহমান সুমন,আতাউর রহমান আঙ্গুর,পারভীন আক্তার মনোনয়ন নিয়ে তীব্র প্রতিযোগীতায় মাতলেও মাহমুদুর রহমান সুমন সকল প্রার্থীকে উদ্দেশ্য করে ঐক্যের ডাক দিয়েছেন। নারায়ণগঞ্জ-৩ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আজহারুল ইসলাম মান্নান উক্ত আসনের অন্যান্য প্রার্থীদের উদ্দেশ্য করে বিভিন্ন সময় বক্তব্য দিয়ে আসলেও বর্তমানে তিনি নমনীয় ভাবে বক্তব্য দিয়ে উক্ত আসনের মনোনয়ন প্রত্যাশী মুহাম্মদ গিয়াসউদ্দিন,মামুন মাহমুদ,রেজাউল করিম,বকুল,মুজাহিদ মল্লিককে এক টেবিলে বসার ডাক দিয়েছেন। কিন্তু নারায়ণগঞ্জ-৪ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে মনোনয়ন প্রত্যাশা নিয়ে তেমন প্রতিযোগীতা দেখা মেলেনি। কারণ মনোনয়ন প্রত্যাশীরা ধরেই নিয়েছেন নারায়ণগঞ্জ-৪ আসনটি জোটের প্রার্থীকে ছাড় দেয়া হবে। এদিকে মনোনয়ন প্রত্যাশীদের একাংশ প্রচেষ্টা চালাচ্ছেন আসনটি বিএনপির দখলে রাখতে।

নারায়ণগঞ্জ-৫ আসনে মনোনয়ন প্রত্যাশাকে কেন্দ্র করে মনোনয়ন প্রত্যাশী আবুল কালাম,সাখাওয়াত হোসেন খান, মাসুদুজ্জামান,আবু আল ইউসুফ খান টিপু,আবু জাফর বাবুল একে অপরকে উদ্দেশ্য একের পর তীর্যক মন্তব্য বাকযুদ্ধে লিপ্ত হলেও গুলশান কার্যালয়ে বৈঠকের পর অনেকটা নিরসন হয়েছে। তারই অংশ হিসেবে মহানগর যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালনে ঐক্যবদ্ধভাবে পালন করেন সাখাওয়াত হোসেন খান, মাসুদুজ্জামান,আবু আল ইউসুফ খান টিপু। মূলত, দলীয় বৈঠকে ঐক্যের রাজনীতি এবং মনোনয়ন নিয়ে প্রতিযোগীতা বা মনোনয়ন বঞ্চিত হলেও যেন দলীয় প্রার্থীর বিপরীতে স্বতন্ত্র প্রার্থী না হয় কঠোর নির্দেশনা দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।  

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন