Logo
Logo
×

রাজনীতি

গুলশান কার্যালয়ে চলছে বৈঠক শীঘ্রই একক চূড়ান্ত প্রার্থী ঘোষণা

Icon

যৃুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ২১ অক্টোবর ২০২৫, ১২:০০ এএম

গুলশান কার্যালয়ে চলছে বৈঠক  শীঘ্রই একক চূড়ান্ত প্রার্থী ঘোষণা

গুলশান কার্যালয়ে চলছে বৈঠক শীঘ্রই একক চূড়ান্ত প্রার্থী ঘোষণা

Swapno

আসন্ন জাতীয় সাংসদ নির্বাচনের বাকি মাত্র ৩ মাস। তা ছাড়া দ্রুত তফসিল ঘোষণার নির্ধারিত সময় নিয়ে চলছে আলোচনা, এমতা অবস্থায় বিএনপির চেয়ারর্পাসনের গুলশান কেন্দ্রীয় কার্যালয়ে নারায়ণগঞ্জ জেলার ৫টি সংসদীয় আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের নিয়ে বৈঠক করেছেন কেন্দ্রীয় নেতারা। বৈঠকে মনোনয়ন প্রত্যাশীদের কথা শুনেন এবং সকলকে ধানের শীষ প্রতীকের পক্ষে নির্বাচনী মাঠে কাজ করার নির্দেশ দেন। সূত্র জানিয়েছেন, ইতিমধ্যে প্রতিটি আসনের সকল মনোনয়ন প্রত্যাশীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বানসহ যাকে মনোনয়ন দেওয়া হবে তার পক্ষে ঐক্যবদ্ধ হয়ে মাঠে থাকার নির্দেশনা দিয়েছি দলীয় হাইকমান্ড।  

জানা গেছে, গত (১৯ অক্টোবর) রবিবার ও গতকাল (২০ অক্টোবর) সোমবার বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে নারায়ণগঞ্জের মনোনয়ন প্রত্যাশীদের সঙ্গে বৈঠক করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দীন আহমেদ সহ কেন্দ্রীয় শীর্ষ নেতারা।

এ সব বৈঠকে কোনো প্রার্থীর নাম এককভাবে ঘোষণা করা হয়নি। মনোনয়ন প্রত্যাশী নেতাদের দলের অবদান ও ভূমিকাসহ ত্যাগ জেল জুলুমের ফিরিস্তিও শুনেছেন। কেন্দ্রীয় নেতারা কঠোরভাবে মনোনয়ন প্রত্যাশীদের সাফ জানিয়েছেন, মনোনয়ন যাকেই দেয়া হোক তার পক্ষেই সকলে ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষ প্রতীককে বিজয়ী করতে কাজ করতে হবে। এর বাহিরে গেলে কঠোর শাস্তির মুখে পড়তে হবে।

অন্যদিকে ওইসব বৈঠক শেষে বিভিন্ন সূত্রে নিশ্চিত হওয়া গেছে যে, এদিকে গতকাল বিকালে নারায়ণগঞ্জ-১ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য কাজী মনিরুজ্জামান মনির সাক্ষাৎকার দেন। তা ছাড়া এর আগে নারায়ণগঞ্জের রূপগঞ্জে দুই নেতার বিষয়েই পৃথক তিনটি সংস্থার সার্ভে করে বিএনপি। এসকল সার্ভে থেকে দুই নেতার বিষয়েই ইতিবাচক তথ্য উঠে এসেছে। দুজনেরই রূপগঞ্জের ব্যাপক জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতা রয়েছে। এ সময় দলের পক্ষ থেকে সামনে যাকেই মনোনয়ন দেয়া হবে তার পক্ষে কাজ করতে কঠোর নির্দেশনা দেয়া হয় দলের পক্ষ থেকে। দ্রুতই চূড়ান্ত প্রার্থী ঘোষণা করা হবে বলে জানায় শীর্ষ নেতারা। এদিকে গতকাল সন্ধ্যায় নারায়ণগঞ্জ-৫ (সদর-বন্দর) মনোনয়ন প্রত্যাশীদের সাথে বিএনপির হাইকমান্ড ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশে সাক্ষাৎকার অনুষ্ঠিত হয়েছে।  এ সময় নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসুকুল ইসলাম রাজীব, মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু, নারায়ণগঞ্জ-৫ আসনের সাবেক এমপি আবুল কালামের পক্ষে তার ছেলে আবুল কাউসার আশা ও বিএনপি নেতা মাসুদুজ্জামান মাসুদ উপস্থিত ছিলেন। 


এ সময় আসন্ন নির্বাচনে দলের পক্ষ থেকে যাকে মনোনয়ন দেয়া হবে তার পক্ষে সকলকে কাজ করতে নির্দেশনা দেয়া হয়। দলের সিদ্ধান্ত অমান্য করলে কঠোর সাংগঠনিক ব্যাবস্থা নেয়া হবে বলেও হুশিয়ারি দেয়া হয় দলের পক্ষ থেকে। এ সময় মতভেদ থাকলেও আসন্ন নির্বাচনে সকলে ঐক্যবদ্ধ হয়ে দলের মনোনীত প্রার্থীর পক্ষে কাজ করবেন বলে ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে প্রতিশ্রুতি দেন নেতারা। তা ছাড়া নারায়ণগঞ্জ-৩ আসনে ইতিমধ্যে সাবেক সাংসদ সদস্য আলহাজ¦ মুহাম্মদ গিয়াস উদ্দিন ও সোনারগাঁও উপজেলা বিএনপির সভাপতির সার্ভে করা হলেও এখানো বৈঠকে আসেনি তারা একইভাবে নারায়ণগঞ্জ-২ আসনে নজরুল ইসলাম আজাদ ও মাহমুদুর রহমান সুমনের বিষয়ে সার্ভে হলে ও এখনো বৈঠকের বিষয়ে আলোচনা হয়নি। ইতিমধ্যে নারায়ণগঞ্জ-৪ আসন নিয়ে কোন প্রকারের মন্তব্য উঠে আসতে দেখা যায়নি। একই সঙ্গে নারায়ণগঞ্জ-৫ (সদর-বন্দর) আসনে প্রার্থীতা চূড়ান্ত করা নিয়ে জটিলতা সৃষ্টি হয়েছে। কেন্দ্রীয় নেতারা আভাস দিয়েছেন নারায়ণগঞ্জ-৫ ও ৪ এর মধ্যে যে কোনো একটি আসন জোটের শরীক দলের দিকে চলে যেতে পারে বলে জানা গেছেন। বর্তমানে জোটের শরীক হিসেবে আলোচনায় রয়েছে নারায়ণগঞ্জ-৪ আসন। ইতিমধ্যে আগামী দুইদিনে বিএনপির গুলশানের কার্যালয়ে কয়েক দফায় দফায় বৈঠকে বুঝতে বাকি যে দ্রুতই চূড়ান্ত হচ্ছে একক প্রার্থীর মনোনয়ন। যাকে ঘিরে বর্তমানে মনোনয়ন প্রত্যাশী নেতাদের মাঝে লক্ষ্য করা যাচ্ছে জৌলস একই সাথে বিভিন্ন বলয়ে লক্ষ্য করা যাচ্ছে আনন্দ আমেজের হাওয়া।


Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন