Logo
Logo
×

রাজনীতি

নির্বাচনের আগে বিএনপির বিভেদ কোন্দলের অবসান ঘটছে

Icon

প্রকাশ: ২১ অক্টোবর ২০২৫, ১২:০০ এএম

নির্বাচনের আগে বিএনপির বিভেদ কোন্দলের অবসান ঘটছে

নির্বাচনের আগে বিএনপির বিভেদ কোন্দলের অবসান ঘটছে

Swapno

নারায়ণগঞ্জের তিনটি আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের কেন্দ্রে তলবের মধ্য দিয়ে উচ্ছ্বাসে ভাসছে তৃণমূলের নেতাকর্মীরা। তবে কেন্দ্রে জরুরী তলবে মূলে ছিল মনোনয়ন প্রত্যাশীদের মধ্যকার বিরোধ অবসান এবং স্বতন্ত্র প্রার্থী এড়াতে বিএনপির দলীয় হাই কমান্ডের একটি কৌশল। তবে তিনটি আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী সকলকে ডাকা না হলেও নির্বাচনী এলাকায় সেসকল প্রার্থীদের কোন্দল বা বিভেদ রয়েছে শুধুমাত্র তাদেরকেই কেন্দ্রে ডেকে বিরোধ মিটিয়ে আগামী নির্বাচনে কাজ করার নির্দেশনা দিয়েছে দলীয় হাই কমান্ড। এদিকে কেন্দ্রের ডাকে দলীয় হাই কমান্ডের মুখোমুখি হওয়া মনোনয়ন প্রত্যাশীদের সমর্থকরা উচ্ছ্বাসে ভাসছে।

সূত্র বলছে, নারায়ণগঞ্জ-৩ আসনের মনোনয়ন প্রত্যাশীদের সাথে ১৯ অক্টোবর বিএনপির দলীয় হাই কমান্ডের সাথে বৈঠক হয়। সেখানে নারায়ণগঞ্জ-৩ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে উপস্থিত ছিলেন বলে জানা যায়, নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ¦ মুহাম্মদ গিয়াসউদ্দিন এবং সোনারগাঁ উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নান। তবে এই বৈঠকের মধ্য বর্তমানে এই দুই মনোনয়ন প্রত্যাশী এবং সমর্থকদের মধ্যকার বিভেদ মিটানোর জন্যই একাধিক মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে শুধুমাত্র তাদেরকে তলব করা হয়। এরমধ্যে সোনারগাঁ উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নান এই বৈঠকের পর তার সমর্থকদের মধ্যে ছড়িয়ে দিয়েছেন যে তাঁকে নারায়ণগঞ্জ-৩ আসনে বিএনপি দিকে মনোনীত করতে যাচ্ছেন আগামী ত্রয়োদশ সংসদ নির্বাচনে। তারই ধারাবাহিকতায় তার সমর্থকদের থেকে শুরু করে সর্বস্তরের নেতাকর্মীরা মিষ্টি বিতরণে নেমে পড়েছেন। এদিকে গিয়াসউদ্দিন থেকে শুরু করে তার সমর্থকদের এই নিয়ে প্রতিক্রিয়া নেই। অপরদিকে নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী হিসেবে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সাখাওয়াত হোসেন খান,সদস্য আবু আল ইউসুফ খান টিপু, সাবেক সাংসদ আবুল কালাম পুত্র আশা,শিল্পপতি মাসুজ্জামান, নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাশুকুল ইসলাম রাজীব।

নারায়ণগঞ্জ শহর কেন্দ্রীক বিএনপির রাজনীতি এবং নারায়ণগঞ্জ-৫ আসনের মনোনয়ন প্রত্যাশা করে এক প্রকার কাঁদা ছোড়াছোড়ির মত অবস্থান ছিল বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে একপ্রকার উত্তপ্ত পরিস্থিতি। তবে দলীয় হাই কমান্ডের বৈঠকের মধ্যে কোন্দল বিভেদ ভুলে ঐক্যবদ্ধ হয়ে রাজনীতি করার পরামর্শ যাকে মনোনয়ন দেয়া হবে তার পক্ষে নির্বাচন করার নির্দেশনাকে তারা সাদরে গ্রহণ করেছেন। নারায়ণগঞ্জ-১ আসন থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী বিএনপির নির্বাহী কমিটির সদস্য কাজী মনিরুজ্জামান এবং জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান দিপু ভূইয়াকে ডাকা হলে সেখানেও তাদের মধ্যকার দীর্ঘদিনের বিভেদ কোন্দল অবসান ঘটিয়ে আগামী ত্রয়োদশ সংসদ নির্বাচনে  বিএনপির মনোনয়ন প্রত্যাশী যিনিই হবেন তার পক্ষে কাজ করার নির্দেশনা দেন। এদিকে রূপগঞ্জে এই দুই মনোনয়ন প্রত্যাশীর সমর্থকদের মধ্যে দলীয় কোন্দল বিভেদ থেকে প্রতিনিয়ত তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রূপগঞ্জের রাজনৈতিক অঙ্গন উত্তপ্ত হয়ে উঠত। কিন্তু দলীয় বৈঠকের নির্দেশনা পরিপ্রেক্ষিতে নারায়ণগঞ্জ-১ আসন থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী বিএনপির নির্বাহী কমিটির সদস্য কাজী মনিরুজ্জামান এবং জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান দিপু ভূইয়া বলয়ের মধ্যকার বিভেদ কোন্দলের অবসান ঘটবে। তবে দলীয় হাই কমান্ডের নির্দেশনার ব্যত্যয় ঘটলে বিএনপির রাজনীতি থেকেও ছিঁটকে পড়তে এসকল মনোনয়ন প্রত্যাশীরা।  


Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন