না.গঞ্জ-৫ আসনে বিভেদ ভুলে ঐক্যবদ্ধ হওয়ার নির্দেশ হাইকমান্ডের
মনোনয়নপ্রাপ্ত প্রার্থীর পক্ষে মাঠে থাকার কঠোর নির্দেশনা

যৃুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ২২ অক্টোবর ২০২৫, ১২:০০ এএম

না.গঞ্জ-৫ আসনে বিভেদ ভুলে ঐক্যবদ্ধ হওয়ার নির্দেশ হাইকমান্ডের
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির বিবাদমান গ্রুপকে ডেকে ঐক্যের তাগিদ দিচ্ছেন হাই কমান্ড। আসনভিত্তিক নেতাদের ডেকে নিয়ে ওই তাগিদ দেওয়া হচ্ছে। সেখানে স্পষ্টভাষায় বলে দেওয়া হচ্ছে, নির্বাচনের আগে আর যেন কোনভাবে পাল্টাপাল্টি বক্তব্য দেওয়া না হয়। এতে দলের ভাবমূর্তি নষ্ট হবে। একই সাথে বিএনপি থেকে যাকে মনোনয়ন দিবে তার পক্ষেই ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তা ছাড়া সূত্র জানিয়েছে, ত্যাগী ও বিগত আন্দোলন সংগ্রামে নির্যাতিদেরই দল মূল্যায়ন করবে। তা ছাড়া দলের সিদ্ধান্ত অমান্য করলে কঠোর সাংগঠনিক ব্যাবস্থা নেয়া হবে বলেও হুঁশিয়ারি দেয়া হয়।
গতকাল সোমবার (২০ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর গুলশানে নারায়ণগঞ্জের কয়েকটি আসনের নেতাদের তলব করা হলে ও নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের ঐক্যবদ্ধতার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল করে আলোচনা উঠে। এদিকে ঐক্যবদ্ধের এক ফ্রেমের ছবিতে ছিলেন, নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মাসুকুল ইসলাম রাজীব, মহানগর বিএনপির আহবায়ক এড. সাখাওয়াত হোসেন খান, সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু, সাবেক সাংসদ সদস্য আবুল কালামের পক্ষে মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক আবুল কাউসার আশা। যদিও গুলশানে এদিন গিয়েছিলেন নারায়ণগঞ্জ-৫ আসনে মনোনয়ন প্রত্যাশী মাসুদুজ্জামান। কিন্তু ভাইরাল হওয়াতে ছবিতে তিনি নেই। কিন্তু সূত্র জানিয়েছে এই বৈঠকে তিনি ও ছিলেন। এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে কারো কারো পক্ষে সবুজ সংকেত কিংবা মনোনয়ন দেওয়ার বিষয়ে পোস্ট হচ্ছে।
এদিকে সাক্ষাৎকার বিষয়ে বিএনপির একাধিক নেতা জানান, আগামীতে বিএনপিকে ঐক্যবদ্ধ থাকতে হবে। নির্বাচন নিয়ে অনেক ধরনের ষড়যন্ত্র হচ্ছে এসব ষড়যন্ত্র রুখতে এখন থেকে ঐক্যের বিকল্প নাই। তা ছাড়া আগামী দিনে যাকে মনোনয়ন দেওয়া হবে সেই ক্ষেত্রে সকলকে ঐক্যবদ্ধ থেকে তাদের পক্ষে কাজ করার আহ্বান জানানো হয়েছে। সূত্র জানিয়েছে, হাইকমান্ড এই বৈঠকে একটি কিন্তু দিয়ে দিয়েছেন যে, ত্যাগী ও নির্যাতিতদের আগে দল মূল্যায়ন করবে।
এ বিষয়ে মহানগর বিএনপির সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু যুগের চিন্তাকে বলেন, গুলশানের অফিসের বৈঠকে নারায়ণগঞ্জ বিএনপিকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছে হাইকমান্ড। তা ছাড়া এখানে আরো মেসেজ এসেছে যে, যারা ত্যাগী ও নির্যাতত তাদেরই মূল্যায়ন করা হবে।
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসুকুল ইসলাম রাজীব যুগের চিন্তাকে বলেন, আজকের বৈঠকে বিএনপির সকল পর্যায়ের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হতে বলা হয়েছে। তা ছাড়া মনোনয়ন যাকেই দেয়া হোক তার পক্ষেই দলের সকলের ঐক্যবদ্ধভাবে কাজ করার নির্দেশনা দিয়েছেন হাইকমান্ড।
মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল কাউসার আশা যুগের চিন্তাকে বলেন, আজকে বিএনপি নেতাকর্মীদেরকে হাইকমান্ড কঠোর নির্দেশনা দিয়েছেন সকলকে ঐক্যবদ্ধ থাকার লক্ষ্যেই।
প্রসঙ্গত, জাতীয় ত্রয়োদশ সাংসদ নির্বাচন সামনে রেখে নারায়ণগঞ্জ-৫ টি আসনের সম্ভাব্য এমপি প্রার্থীরা মাঠে সক্রিয় হয়ে কাজ করে যাচ্ছেন। এছাড়া নিজেদের মত করে মানুষের সামনে তাদের কাজ কর্ম তুলে ধরছেন। বিশেষ করে নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের মাঝে লড়াই জমে উঠেছে। কেউ কাউকে ছাড় দিতে নারাজ। তা ছাড়া কথার লড়াইয়ে করে একে অপরকে ঘায়েল করতে পিছপা হচ্ছে না। নারায়ণগঞ্জ-৫ আসনের মনোনয়ন প্রত্যাশী ও মহানগর বিএনপির শীর্ষ নেতাদের মাঝে পাল্টা পাল্টি বক্তব্য নিয়ে সম্প্রতি উত্তেজনা তৈরী হলে বর্তমানে হাইকমান্ডের ঐক্যবদ্ধতার ডাকে সাড়া দিয়ে ঐক্যবদ্ধের দিকে ঝুঁকছে বিএনপি নারায়ণগঞ্জ-৫ আসনের মনোনয়ন প্রত্যাশীরা।