Logo
Logo
×

রাজনীতি

সিদ্ধিরগঞ্জবাসীকে ভর্ৎসনা,মুখ ফসকে স্বতন্ত্রের ইঙ্গিত মান্নানের

Icon

যৃুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ২০ অক্টোবর ২০২৫, ১২:০০ এএম

সিদ্ধিরগঞ্জবাসীকে ভর্ৎসনা,মুখ ফসকে স্বতন্ত্রের ইঙ্গিত মান্নানের

সিদ্ধিরগঞ্জবাসীকে ভর্ৎসনা, মুখ ফসকে স্বতন্ত্রের ইঙ্গিত মান্নানের

Swapno

নারায়ণগঞ্জ-৩(সোনারগাঁ-সিদ্ধিরগঞ্জ) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আজহারুল ইসলাম মান্নান সোনারগাঁ-সিদ্ধিরগঞ্জ একীভূত হওয়ার পূর্ব মুহুর্ত থেকেই একের পর এক বেফাঁস মন্তব্য করে চলেছেন। কোন ক্রমেই তিনি সোনারগাঁ-সিদ্ধিরগঞ্জ একীভূত হয়ে নারায়ণগঞ্জ আসন গঠিত হয়েছে মেনে নিতে পারছে না। যার ফলে ক্ষোভের বহিঃবিকাশ প্রায়ই তার বক্তব্যে ভেসে উঠে। সেই সাথে সিদ্ধিরগঞ্জ থানায় তার রাজনৈতিক কোন প্রকার ভিত্তি না থাকায় বিএনপির দলীয় মনোনয়ন না মিললে বিএনপির বাহিরে গিয়ে স্বতন্ত্র নির্বাচন করবেন এমনটা মুখ ফসকে তার বক্তব্যে প্রকাশিত হয়।

সূত্র বলছে, সোনারগাঁয়ের জামপুরে ৩১দফার প্রচারণায় গিয়ে সোনারগাঁ উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নান বলেন, আমরা সোনারগাঁয়ে ৩লক্ষ ৭৫হাজার ভোট আর সিদ্ধিরগঞ্জে ২লাখ ২০হাজার ভোট যদি আমরা সোনারগাঁয়ের মানুষ সোনারগাঁয়ের সাথে বেঈমানি না করি, তাহলে সিদ্ধিরগঞ্জের হেরা বা সোনারগাঁয়ের যারানি এই সোনারগাঁয়ের সাথে বেঈমানি করছে তারা মিল্লা কি আমাদের সোনারগাঁ থেইকা যাকেই নমিনেশন দেক বা স্বতন্ত্র কইরা যদি আমরা সোনারগাঁয়ে যদি আমরা সোনারগাঁয়ের মাটিকে রক্ষা করতে চাই তাহলে থাকবেন কি আমাদের সাথে পারবেন। আমি আরেককটা কথা বলতে চাই তখনই সোনারগাঁ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশারফ হোসেন কৌশলে মান্নানের বক্তব্যকে এড়ানোর জন্য বলে ফেলেন সিদ্ধিরগঞ্জ-সোনারগাঁ ভাই ভাই।


মূলত, সোনারগাঁ ঘিরে তার একক নিয়ন্ত্রণ ভেঙ্গে গিয়ে সিদ্ধিরগঞ্জে তার নিয়ন্ত্রণ করার লক্ষ্যে বেগ পোহাতে হচ্ছে। সেই সাথে সিদ্ধিরগঞ্জের জনসাধারণ তাকে গ্রহণ করছে না। যার কারণে সিদ্ধিরগঞ্জবাসীকে নিয়ে তার তীব্র ক্ষোভের বহিঃবিকাশ হিসেবে এই বক্তব্য রেখেছেন। তার এই বক্তব্যের পর থেকেই সিদ্ধিরগঞ্জের জনসাধারণ বিভিন্ন মাধ্যমে প্রতিবাদ জানাচ্ছে সাথে তাঁকে সিদ্ধিরগঞ্জের মাটিতে আবাঞ্চিত ঘোষণাও করছে রীতিমত। এর আগে নির্বাচন কমিশনে সীমানা পরিবর্তনের আপিলে গিয়ে, বন্দরবাসীকে ভর্ৎসনা করে বক্তব্য রেখে বলেছিলেন, স্বাধীনতার পর থেকে যেই সংসদীয় নির্বাচন হয়েছে সোনারগাঁ একক আসন হিসেবে নির্বাচন হয়েছে। আমরা পূর্বের ন্যায় আবারও সোনারগাঁকে একক আসন চাই। কোন শীতলক্ষ্যার পশ্চিম পারের সন্ত্রাসীদের সাথে সোনারগাঁয়ের মানুষ অংশগ্রহণ করবে না।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন