Logo
Logo
×

রাজনীতি

মঞ্চে মাসুদুজ্জামানের সামনেই জয় বাংলা স্লোগান!

Icon

যৃুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ২০ অক্টোবর ২০২৫, ১২:০০ এএম

মঞ্চে মাসুদুজ্জামানের সামনেই জয় বাংলা স্লোগান!

মঞ্চে মাসুদুজ্জামানের সামনেই জয় বাংলা স্লোগান!

Swapno

নারায়ণগঞ্জ-৫ আসনে মনোনয়ন প্রত্যাশী নব্য বিএনপি নেতা মাসুদুজ্জামান মাসুদের মত বিনিময় সভায় তার সামনেই অনুষ্ঠানের সভাপতি সামাদ সরদার আওয়ামী লীগের নিজস্ব স্লোগান ( জয় বাংলা স্লোগান) দিয়েই জিহ্বায় কামড় দিয়ে খালেদা জিয়া জিন্দাবাদ বলে মাইক মাসুদুজ্জামানের হাতে তুলে দেন। গত (১৮ অক্টোবর) খানপুরের বার একাডেমী স্কুলে এক মত বিনিময় সভায় সভা শেষে সামাদ সরদার এই স্লোগান দেন।

নব্য বিএনপি নেতা মাসুদুজ্জামানের সামনেই এমন (জয় বাংলা স্লোগানে) রাজনৈতিক অঙ্গনসহ নানা স্থানে ব্যাপক বিতর্ক শুরু হয়। এদিকে গতকাল সকাল থেকেই নারায়ণগঞ্জের পাড়া-মহল্লা, হাট বাজার, দোকানে-দোকানে মাসুদুজ্জামানের সামনেই এমন স্লোগান দিয়ে আলোচনা-সমালোচনা শুরু হয়। এদিকে কিছুদিন পূর্বে নারায়ণগঞ্জে মুক্তিযোদ্ধাদের সাথে মাসুদুজ্জামানের মত বিনিময় অনুষ্ঠানে সভাপতিত্ব করে তার পাশে বসে ছিলেন। বিগত ২০১৮ ও ২৪ সালের ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনেও ওসমান পরিবারের দুই সদস্য যথাক্রমে নারায়ণগঞ্জ-৪ আসনে শামীম ওসমান ও নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য সেলিম ওসমানের পক্ষে মাঠে নামা সেই মোহাম্মদ আলী। অনেকটা আড়ালে থেকেই ওসমান পরিবারের এই দুই সংসদকে জয়ী করার পক্ষে কাজ করেন তিনি। কখনও কখনও প্রত্যক্ষভাবেও কাজ করেছেন। ফলশ্রুতিতে বিপুল ভোটের ব্যাবধানে জয়ী হয় তাদের। নারায়ণগঞ্জে বিগত দিনে অনেক রাজনীতিকের উত্থান এ মোহাম্মদ আলীর হাত ধরে। দেশের শীর্ষস্থানীয় ব্যবসায়ী সংগঠন এফবিসিসিআই এর নির্বাচনেও কুশীলব হিসেবে কাজ করেন তিনি। ১৯৯৬ সালের ফেব্রুয়ারীর বিতর্কিত নির্বাচনেও তিনি ছিলেন এমপি। ২০০১ সালের সংসদ নির্বাচনে ভোটের মাত্র ১৭ দিনে আগে গিয়াসউদ্দিনকে বিএনপিতে জয়েন করিয়ে মনোনয়ন নিশ্চিত করে আলোচনার চূড়ায় উঠেন মোহাম্মদ আলী। তা ছাড়া ও বিগত দিনে আওয়ামী লীগ সরকারের আমলে বার বার মোহাম্মদ আলী কণ্ঠে তুলেন ‘জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগান।

যা নিয়ে ইতিমধ্যে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক ও সদস্য সচিব নানা মন্তব্য বারবারই করেছেন। তারা বারবারই বলছেন আওয়ামী লীগের ওসমানদের ছায়া মাসুদুজ্জামানের উপরে। বর্তমানে আলোকে লক্ষ্য করা যাচ্ছে, (জয় বাংলা স্লোগান) দেওয়া নেতারাই বর্তমানে মাসুদুজ্জামানের পাশে থেকে বিভিন্ন সভার সভাপতিত্ব করেন।


Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন